Tutu Bose received Mohun Bagan Ratna: যাঁর আমলে শুরু হয়েছিল অনন্য সম্মান, শেষপর্যন্ত তিনি-ই পেলেন মোহনবাগান রত্ন। মোহনবাগান (Mohun Bagan) দিবসে বৃত্ত সম্পূর্ণ করলেন সবুজ-মেরুনের প্রাণভোমরা স্বপনসাধন বোস ওরফে টুটু (Tutu Bose)। আর প্রাণের প্রিয় ক্লাবের সেরার সেরা সম্মান পেয়ে আবেগে ভাসলেন টুটু বোস। চোখের জল বাঁধ ভাঙল। তাঁর সাজানো বাগানে আজ কত-শত ফুল, আর তিনি-ই সেই বাগানের রত্ন। অনন্য় এই সম্মান পেয়ে টুটু বোস বললেন, 'হাতে চাঁদ পেলাম'। বলতে বলতেই কেঁদে ফেলেন তিনি।
মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। আর তার মধ্যমণি হয়ে রইলেন টুটু বোস। এসেছিলেন তাঁর অনেক গুণমুগ্ধ, মোহনবাগানের অগুনতি সমর্থক। তাঁর জন্য ভিডিও বার্তা পাঠান সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, হোসে ব্যারেটো, সুব্রত ভট্টচার্যের মতো দিকপালরা। ক্লাবের সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত যখন তাঁর হাতে মোহনবাগান রত্ন সম্মান তুলে দেন, টুটু বোসের আবেগ বাঁধ ভাঙে।
আরও পড়ুন মোহনবাগান না ইস্টবেঙ্গল, কোন ক্লাবের সমর্থক মমতা? এতদিনে ফাঁস গোপন কথা
মোহনবাগান রত্ন হওয়ার দিনে পুরনো স্মৃতি ভেসে এল টুটু বোসের চোখের সামনে। বলতে শুরু করলেন, মোহনবাগান ক্লাবে কারও ভোটাধিকার ছিল না। হাইকোর্টে চ্যালেঞ্জ করে মামলা লড়েছিলেন। তারপর ঐতিহাসিক নির্দেশে আদালত মোহনবাগানে নির্বাচন করায়। তারপর মোহনবাগানের ক্যান্টিন তিনি বানিয়েছিলেন। আজ সেই ক্যান্টিন ভারতসেরা হয়েছে। ৩০ লক্ষ টাকা খরচ করে ক্যান্টিন তৈরি করান তিনি। পাউরুটি আর চিকেন স্ট্যু খেয়ে টুটু বোস উদ্বোধন করেন টুটু বোস। আজ সেখানকার কাটলেট, ফিশ ফ্রাই, মাটন কষা ভারত বিখ্যাত। টুটু বোসের আবদার, তিনি মারা গেলে যেন ক্যান্টিন তাঁর নামে করা হয়।
আরও পড়ুন ফিশ ফ্রাই-মাটন কষার ভুবনভোলানো স্বাদ, ভারতসেরা হল মোহনবাগানের ক্যান্টিন
এমন একটা দিনে তাঁর দীর্ঘদিনের সঙ্গী অঞ্জন মিত্রকে মনে যায় টুটু বোসের। বলেন, অঞ্জনকে খুব মিস করছি। কে না জানে ময়দানি ফুটবলের দুই অভিন্নহৃদয় বন্ধুকে। এরপর তিনি বলেন, 'মোহনবাগান ক্লাব যাতে হাত দেয় তাই সোনা হয়ে যায়।' মোহনবাগান রত্ন সম্মানের পাশাপাশি তাঁকে ক্লাবের তরফে এক লক্ষ টাকা দেওয়া হয়। টুটু বোস বলেন, এই চেক তিনি আগামিকাল ক্লাবে পাঠিয়ে দেবেন। তাঁর কাছে ক্লাবের তরফে সম্মানটাই অনেক। শেষে বলেন, 'পরের জন্মে যেন মোহনবাগানের আজীবন সদস্য হয় টুটু বোস।'