/indian-express-bangla/media/media_files/2025/04/07/FUiWra5nZn9gG4s0NGHZ.jpg)
Mohun Bagan Super Giants: আপুইয়ার বিশ্বমানের গোলে ISL ফাইনালে যায় মোহনবাগান Photograph: (ISL Facebook Page)
Mohun Bagan News: ২৯ জুলাই মোহনবাগান (Mohun Bagan) দিবস। বছরের এই দিনটায় সারাবছর ক্লাবের জন্য অসীম অবদান রাখেন তাঁদের পুরস্কৃত করা হয়। এবছর মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস (টুটু)। মঙ্গলবার মোহনবাগান ক্লাবের কার্যকরী সমিতির তরফে এই ঘোষণা করা হয়। পাশাপাশি অন্যান্য় পুরস্কার প্রাপকদেরও নাম ঘোষণা করলেন মোহনবাগানের নয়া সচিব সৃঞ্জয় বোস (Srinjoy Bose)। কারা কারা এবছর মোহনবাগান দিবসে পুরস্কার পাচ্ছেন দেখে নিন তালিকা-
মোহনবাগান রত্ন- স্বপনসাধন বোস (টুটু)
সেরা ফরোয়ার্ড- জেমি ম্যাকলারেন
সেরা উদীয়মান যুব ফুটবলার- দীপেন্দু বিশ্বাস
বর্ষসেরা ফুটবলার- আপুইয়া
সেরা ক্রিকেটার- রণজ্যোৎ সিং খায়রা
আরও পড়ুন ডুরান্ডের প্রস্তুতি শুরু মোহনবাগানের, কবে কোথায় কার সঙ্গে ম্যাচ? দেখে নিন সূচি
জীবনকৃতি সম্মান- রাজু মুখোপাধ্যায়
সেরা হকি প্লেয়ার- অর্জুন শর্মা
সেরা অ্যাথলিট- অর্চিতা মুখোপাধ্যায়
সেরা রেফারি- মিলন দত্ত
সেরা সমর্থক- রিপন মণ্ডল
সেরা সংগঠক- অমল কুমার মৈত্র
সেরা ক্রীড়া সাংবাদিক- অরুণ সেনগুপ্ত এবং মানস ভট্টাচার্য (মরণোত্তর)
আরও পড়ুন বারাসত নয়, কল্যাণীতে কলকাতা ডার্বি! কেন আচমকা বদলাল ভেন্যু?
Posted by Mohun Bagan on Tuesday, July 15, 2025
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/15/mohun-bagan-day-2025-07-15-20-14-44.jpg)
গত মরশুমে আইএসএলে মাঝমাঠের সেরা অস্ত্র ছিলেন আপুইয়া (Apuia)। মুম্বাই সিটি এফসি থেকে সবুজ-মেরুন (Mohun Bagan Super Giant) শিবিরে যোগ দেন মিজোরামের এই মিডফিল্ডার। তাঁকেই বর্ষসেরা ফুটবলার হিসাবে বেছে নিয়েছে মোহনবাগানের কার্যকরী কমিটি। গত সিজনে মোহনবাগান ডিফেন্সে চিনের প্রাচীর গড়ে তোলা দীপেন্দু বিশ্বাসকে সেরা উদীয়মান যুব ফুটবলারের সম্মান দেওয়া হচ্ছে। আর গত আইএসএল মরশুমে ১১টি গোলের নায়ক অজি তারকা ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন (Jamie Mclaren) পাচ্ছেন সেরা ফরোয়ার্ডের পুরস্কার। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে সৃঞ্জয় বোস জানিয়েছেন, এবছর মোহনবাগান দিবসের অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পারফর্ম করবেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ এবং ইমন চক্রবর্তী।