Mohun Bagan News: ২৯ জুলাই মোহনবাগান (Mohun Bagan) দিবস। বছরের এই দিনটায় সারাবছর ক্লাবের জন্য অসীম অবদান রাখেন তাঁদের পুরস্কৃত করা হয়। এবছর মোহনবাগান রত্ন সম্মান পাচ্ছেন ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস (টুটু)। মঙ্গলবার মোহনবাগান ক্লাবের কার্যকরী সমিতির তরফে এই ঘোষণা করা হয়। পাশাপাশি অন্যান্য় পুরস্কার প্রাপকদেরও নাম ঘোষণা করলেন মোহনবাগানের নয়া সচিব সৃঞ্জয় বোস (Srinjoy Bose)। কারা কারা এবছর মোহনবাগান দিবসে পুরস্কার পাচ্ছেন দেখে নিন তালিকা-