Mohun Bagan vs East Bengal: ডার্বিতে মাত্র ১০ হাজার দর্শক? IFA-কে ধুয়ে দিলেন বাংলার তারকা ফুটবলার

Mohun Bagan vs East Bengal 2025: শনিবার অর্থাৎ ১৯ জুলাই এই ম্য়াচ আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, কল্যাণী স্টেডিয়ামে পরিকাঠামোগত কিছু সমস্যা থাকায়, আপাতত এই মহারণ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

Mohun Bagan vs East Bengal 2025: শনিবার অর্থাৎ ১৯ জুলাই এই ম্য়াচ আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, কল্যাণী স্টেডিয়ামে পরিকাঠামোগত কিছু সমস্যা থাকায়, আপাতত এই মহারণ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Kolkata Derby

ফের দেখা যাবে কলকাতা ডার্বির চেনা উন্মাদনা? অপেক্ষায় দর্শকরা

Kolkata Derby: নির্দিষ্ট সময়ে আয়োজন করা সম্ভব হয়নি কলকাতা ফুটবল লিগের (CFL 2025-26) ডার্বি ম্য়াচ। শনিবার অর্থাৎ ১৯ জুলাই এই ম্য়াচ আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু, কল্যাণী স্টেডিয়ামে পরিকাঠামোগত কিছু সমস্যা থাকায়, আপাতত এই মহারণ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৬ তারিখ এই টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে ইতিমধ্যে বাঙালি ফুটবল সমর্থকরা রীতিমতো হতাশ হয়ে পড়েছেন। ডার্বি ম্য়াচের সঙ্গে বাঙালি আবেগ যে কতখানি জড়িয়ে রয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) বনাম ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) বলে কথা! সেটা যদি নির্দিষ্ট দিনে আয়োজন করা সম্ভব না হয়, তাহলে হতাশা যে গ্রাস করবে, সেটাই স্বাভাবিক। এই হতাশারই এবার বিস্ফোরণ শোনা গেল মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রবীর দাসের (Prabir Das) কথায়। একটি ফেসবুক ভিডিও পোস্ট করে তিনি IFA-কে কার্যত ধুয়ে দিয়েছেন।

Advertisment

এবারের CFL ডার্বিতে মাত্র ১০ হাজার সমর্থক মাঠে বসে খেলা দেখতে পাবেন। আর এখানেই যত আপত্তি প্রবীরের। তাঁর কথায়, 'বাঙালি ফুটবল সমর্থকরা এই একটা ম্য়াচের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। আর সেই ম্য়াচে নাকি মাত্র ১০ হাজার সমর্থক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন! এটা বাঙালি ফুটবল সমর্থকদের কাছে অত্যন্ত বেদনাদায়ক একটি সিদ্ধান্ত।' প্রবীরের কথায়, 'আগে ডার্বি ম্য়াচ ১ লাখ দর্শকের সামনে আয়োজন করা হত। একজন ফুটবলারের কাছেও এত সংখ্যক সমর্থকের সামনে নিজের পারফরম্য়ান্স উপহার দেওয়ার একটা স্বপ্ন থাকে। খেলা শুরু হওয়ার আগে এই সমর্থকরাই একটা আলাদা আবেগ তৈরি করে দেয়।'

Mohun Bagan vs East Bengal News: ডুরান্ডে আদৌ হবে কলকাতা ডার্বি? মোহন-ইস্টের লড়াই নিয়ে বিস্তর ধোঁয়াশা

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে ডার্বি ম্য়াচের জন্য দুটো দলকে ১,০০০ করে টিকিট দেওয়া হবে। বাকি রইল আরও ৮ হাজার টিকিট। এরমধ্যে কিছু টিকিট অবশ্য আইএফএ আধিকারিক এবং বাকি ক্লাবগুলোর জন্য সংরক্ষণ করা হবে। এরপর বাদবাকি টিকিট অনলাইনে ছাড়া হবে। এছাড়া ডার্বি ম্য়াচে দর্শকদের জন্য খাবার এবং জলের ব্যবস্থা করা হয়েছে। বিক্রেতারা সমর্থকদের কাছে খাবার এবং জল নিয়ে যাবেন। পাশাপাশি কোনও অনভিপ্রেত ঘটনা এড়াতে প্রত্যেকটা গ্যালারিতেই চিকিৎসকের বন্দোবস্ত করা হবে।

Mohun Bagan Super Giant: অস্কার তো চলে এলেন, এবার মলিনা কবে আসবেন কলকাতায়?

দেখে নিন প্রবীরের সেই ভিডিও:

সঙ্গে প্রবীর আরও যোগ করেছেন, 'ডার্বি এমন একটা ম্য়াচ যেখানে সবাই চায় যে মাঠে গিয়ে খেলা দেখব। যখন কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্য়াচে সিনিয়র ফুটবলাররা খেলত, তখন কেন কল্যাণী স্টেডিয়ামে আয়োজন করা হয়নি? তখন তো সল্টলেক স্টেডিয়ামেই আয়োজন করা হত। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের প্রত্যেকটা ফুটবলার এই ডার্বি ম্য়াচের জন্যই অপেক্ষা করে। ডার্বির এতটাই আবেগ আর এতটাই ভালবাসা। এই কলকাতা ডার্বির ইতিহাস গোটা ফুটবল বিশ্বে প্রসিদ্ধ। তাই সব বাঙালি সমর্থক, খেলোয়াড় ও আয়োজক সকলের কাছে আমার অনুরোধ; আগামী দিনে যেন অনেক অনেক অনেক বেশি সমর্থকের সামনে খেলোয়াড়রা ডার্বি খেলার সুযোগ পান। তবেই মোহনবাগান–ইস্ট বেঙ্গল ডার্বির গরিমা পুরানো সেই সোনালি দিনের মতোই বজায় থাকবে।'

East Bengal FC Kolkata Derby Mohun Bagan Super Giant CFL 2025-26 Prabir Das