Mohun Bagan Super Giant: ২০২৫ ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কলকাতার দুই ফুটবল প্রধান ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) ইতিমধ্যেই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। শুক্রবার (১৯ জুলাই) রাতেই শহর কলকাতায় পা রেখেছেন ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোঁ এবং আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিলে। এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল যে একেবারে পূর্ণ উদ্যমে ঝাঁপাতে চলেছে, তা নিঃসন্দেহে বলাই যায়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা (Jose Molina) কবে কলকাতায় আসবেন? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।
Mohun Bagan vs East Bengal News: ডুরান্ডে আদৌ হবে কলকাতা ডার্বি? মোহন-ইস্টের লড়াই নিয়ে বিস্তর ধোঁয়াশা
আসন্ন ডুরান্ড কাপে মোহনবাগান আদৌ অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। তবে শেষপর্যন্ত সবুজ-মেরুন ব্রিগেড সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা এই টুর্নামেন্টে আপাতত জুনিয়র দলই খেলাতে নামাবে। যদি দল নকআউট পর্বে ওঠে, তখন সিনিয়র দল নিয়ে চিন্তাভাবনা করা যাবে। শোনা যাচ্ছে, আগামী ২৬ জুলাই থেকে অনুশীলন শুরু করবে মোহনবাগান। যেহেতু ইস্টবেঙ্গলের তুলনায় প্রথম ম্য়াচ শুরুর আগে মোহনবাগান কিছুটা হলেও বেশি সময় পাবে, সেকারণে তারা আপাতত 'ধীরে চলো' নীতি গ্রহণ করেছে।
Mohun Bagan Fan Ripon Mondal: 'সেদিন মাথা ফেটে যাওয়ার পর...', দুঃসহ স্মৃতির কথা আজও ভোলেননি রিপন
মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতীয় ফুটবলাররা যেন আগামী ২০ জুলাইয়ের মধ্যে সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দেন। আর বিদেশি ফুটবলারদের জন্য সেই সময়সীমা বাড়িয়ে ২ কিংবা ৩ অগাস্ট করা হয়েছে। আশা করা হচ্ছে, ওই সময়ই হোসে মলিনা সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিতে পারেন। তবে আগামী ২৬ জুলাই থেকে কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করে দেবে মোহনবাগান। এই পরিস্থিতিতে আসন্ন ডুরান্ড কাপে মোহনবাগানের রিজার্ভ দলের পাশাপাশি দু'একজন ভারতীয় ফুটবলারও যে অংশগ্রহণ করবেন, তা বলা যেতেই পারে।
Mohammad Rashid East Bengal: মাঝরাতে শহরে এলেন রশিদ, বিমানবন্দরে উচ্ছ্বাসের ঢল লাল-হলুদ সমর্থকদের
শুক্রবার রাতেই কলকাতায় চলে এলেন অস্কার ব্রুজোঁ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুক্রবার (১৯ জুলাই) রাত সওয়া তিনটে নাগাদ বিমানবন্দরের বাইরে বেরিয়ে এলেন লাল-হলুদ ব্রিগেডের হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। সঙ্গে ছিলেন মেসির দেশের ডিফেন্ডার কেভিন সিবিলে। লাল-হলুদ ম্যানেজমেন্টের পক্ষ থেকে দুজনকেই উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। হাতে তুলে দেওয়া হয় পুষ্প স্তবকও। অত রাতেও বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। অস্কার কলকাতায় আসার পর লাল-হলুদ সমর্থকরা অনেকটাই স্বস্তি পেয়েছেন।
East Bengal Transfer News: সুখের সংসার ভাঙল ইস্টবেঙ্গলের, হা-হুতাশ করছেন লাল-হলুদ সমর্থকরা
রে স্পোর্টসের একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, অস্কারের বিমান নাকি রাত ২টোর সময়ই কলকাতা বিমানবন্দর স্পর্শ করেছিল। কিন্তু, কেন তিনি প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট পরে বেরোলেন? জানা গিয়েছে, কাতারের বিমানবন্দরেই নাকি অস্কারের যাবতীয় ব্যগপত্তর রয়ে গিয়েছে। আর সেকারণেই নাকি তাঁর বেরোতে দেরি হয়েছে। শোনা যাচ্ছে, শনিবার বিকেলবেলাই নাকি অস্কার এবং কেভিন লাল-হলুদের অনুশীলনে যোগ দিতে পারেন।