/indian-express-bangla/media/media_files/2025/10/08/mohun-bagan-super-giant-13-2025-10-08-03-36-52.jpg)
সমর্থকদের রোষের মুখে পড়েছেন মোহনবাগান ফুটবলাররা
Mohun Bagan Super Giant: সম্প্রতি এএফসি এশিয়ান চ্যম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্ট খেলতে ইরান যেতে চায়নি মোহনবাগান সুপার জায়ান্ট। বাগান ম্য়ানেজমেন্টের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যে বিক্ষোভের আগুন ঢিমে তালে জ্বলতে শুরু করেছিল। তবে মঙ্গলবার (৭ অক্টোবর) এই ঢিমে তালের আগুনটাই কার্যত দাবানলে রূপান্তরিত হল। অনুশীলন শেষে ফেরার পথে মোহনবাগানের তিন অজি ফুটবলার দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos), জেসন কামিন্স (Jason Cummings) এবং জেমি ম্য়াকলারেনকে ঘিরে ধরেন। সঙ্গে চলতে থেকে তুমুল বিক্ষোভ প্রদর্শন। দেখতে না দেখতেই গোটা পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে।
Mohun Bagan Super Giant: মোহনবাগানের জন্য খারাপ খবর, প্রস্তুতিতেই বিশাল ধাক্কা সবুজ-মেরুন ব্রিগেডের
মোহনবাগানের বিভিন্ন ফ্যানপেজে ইতিমধ্যে সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যায়, মোহনবাগান সমর্থকরা জেমি ম্য়াকলারেন এবং জেসন কামিন্সের সঙ্গে কথা বলছিলেন। তাঁদের প্রশ্ন করা হচ্ছিল, ইরানে খেলতে না যাওয়ার কারণটা কী। তাঁরাও নিজেদের সাধ্যমতো জবাব দেওয়ার চেষ্টা করছিলেন। সমর্থকরা এটা পর্যন্ত বলেছিলেন, এই ঘটনায় ফুটবলারদের কিছু করার নেই। বাগান ম্যানেজমেন্টই এমন ঘটনার জন্য দায়ী। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়েও আসছিল।
Mohun Bagan Super Giant: মোহনবাগানকে নিয়ে 'বড় খবর', প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
দেখুন ভিডিও
Today at the VYBK practice ground, players and supporters finally spoke face to face.
— SUKALYAN SASMAL (@Sukalyan_MB) October 7, 2025
VC: @MdxOfficial2018pic.twitter.com/RGJzpqnAQz
ইতিমধ্যে এই ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন দিমিত্রি পেত্রাতোস। তিনি একজন বাগান সমর্থকের মোবাইল ফোন কেড়ে নেন এবং ভিডিও বন্ধ করার নির্দেশ দেন। যে ফুটবলারকে মোহনবাগান সমর্থকরা 'ঈশ্বর'-এর আসনে বসিয়েছিলেন, তাঁর থেকে এমন অসহিষ্ণু আচরণ কেউ প্রত্যাশা করতে পারেননি। এমন আচরণের পরই সবুজ-মেরুন সমর্থকরা আরও উত্তেজিত হয়ে ওঠেন।
যদিও পরবর্তীকালে পেত্রাতোস ইনস্টা স্টোরিতে নিজের বক্তব্য স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, 'আমি যখনই এই জার্সিটা পরি না কেন, তখনই নিজেকে গর্বিত মনে করি। ক্লাবের জন্য নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করি। আগামীদিনেও সেটাই করব। পাশপাশি যে কোনও কঠিন পরিস্থিতি থেকে আমি সতীর্থদের উদ্ধার করব। এই ক্লাবের জন্য় সবসময় আমার ভালবাসা এবং আবেগ থাকবে। তবে সেটা মাঠের ভিতরে হোক কিংবা বাইরে।'