Mohun Bagan Super Giant: মোহনবাগানের জন্য খারাপ খবর, প্রস্তুতিতেই বিশাল ধাক্কা সবুজ-মেরুন ব্রিগেডের

Mohun Bagan Super Giant News: আসন্ন আইএফএ শিল্ডের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ৯ তারিখ তারা প্রথম ম্য়াচ খেলতে নামবে। এই ম্য়াচের কথা মাথায় রেখেই মঙ্গলবার বিকেলবেলা দল নিয়ে অনুশীলনে নেমেছিলেন হোসে মলিনা।

Mohun Bagan Super Giant News: আসন্ন আইএফএ শিল্ডের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ৯ তারিখ তারা প্রথম ম্য়াচ খেলতে নামবে। এই ম্য়াচের কথা মাথায় রেখেই মঙ্গলবার বিকেলবেলা দল নিয়ে অনুশীলনে নেমেছিলেন হোসে মলিনা।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan Fans (1)

কিয়ানের ঘর ওয়াপসির খবরে খুশি মোহনবাগান সমর্থকরা

Mohun Bagan Super Giant: আসন্ন আইএফএ শিল্ডের (IFA Shield 2025) জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ৯ তারিখ তারা এই টুর্নামেন্টে প্রথম ম্য়াচ খেলতে নামবে। এই ম্য়াচের কথা মাথায় রেখেই মঙ্গলবার বিকেলবেলা দল নিয়ে অনুশীলনে নেমেছিলেন মোহনবাগান কোচ হোসে মলিনা। কিন্তু, অনুশীলনে দেখতে পাওয়া গেল না সেই চেনা-পরিচিত ছবি! অনুশীলন দেখতে এলেন না কোনও সবুজ-মেরুন সমর্থক। এমন দৃশ্য কলকাতা ময়দানে একেবারেই বিরল। ম্য়াচে তো বটেই, অনুশীলন চলাকালীনও বাগান ফুটবলারদের উজ্জ্বীবিত করতে আসেন মেরিনার্স সমর্থকরা। ফলে এই শূন্যতা দলের কাছে যে একটা বড়সড় ধাক্কা তা বলা যেতেই পারে।

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগানকে নিয়ে 'বড় খবর', প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

কেন মোহনবাগান সমর্থকরা অনুশীলন বয়কট করেছেন, সেটা আর নতুন করে বলার দরকার পড়ে না। সম্প্রতি বাগান ম্য়ানেজমেন্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে, ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে ইরানে ACL-2 খেলতে যাবে না মেরিনার্সরা। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এমনকী, এএফসি-ও ইতিমধ্যে এই টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে মোহনবাগানের নাম। এমন সিদ্ধান্তে বাগান সমর্থকরা রীতিমতো ক্ষেপে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় বইতে শুরু করেছে কটাক্ষের ঝড়। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী কোনও টুর্নামেন্টেই তাঁরা আর দলের সমর্থনে মাঠে যাবেন না। আর সেকারণে সোমবারের অনুশীলনও বয়কট করা হয়েছে।

Advertisment

Mohun Bagan Super Giant News: মোহনবাগান ছাড়তেই 'বিস্ফোরক' আশিক, স্পষ্ট জানালেন মনের কথা

কামিংস-ম্যাকলারেনকে ছাড়াই চলল অনুশীলন

এবার অনুশীলনের কথায় আসা যাক।  পুজোর ছুটি কাটানোর পর সোমবার (৬ অক্টোবর) থেকে প্র্যাাকটিস শুরু করে দিল মেরিনার্স ব্রিগেড। তবে অনুশীলন চলাকালীন দেখতে পাওয়া গেল না জেসন কামিংস এবং জেমি ম্য়াকলারেনকে। সূত্রের খবর, দুর্গাপুজোর এই ছুটিতে নাকি ম্য়াকলারেন অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। তিনি এখনও ফিরতে পারেননি। অন্যদিকে, ভিয়েতনামে ছুটি কাটাতে গিয়েছিলেন জেসন কামিংস। বিমান বিভ্রাটের কারণে তিনিও ভারতে আসতে পারেননি। আজ অর্থাৎ মঙ্গলবার তাঁরা অনুশীলনে যোগ দেন কি না, সেদিকেই আপাতত নজর থাকবে।

Mohun Bagan vs East Bengal: সুপার কাপে কবে-কোন দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান-ইস্টবেঙ্গল? পুজোর আগেই 'বোনাস' সমর্থকদের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্রায় চার বছর পর আরও একবার আয়োজন করা হচ্ছে আইএফএ শিল্ড। ২০২১ সালে শেষবার এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) গোকুলাম এফসি'র বিরুদ্ধে খেলতে নামবে পালতোলা নৌকার দল। এই ম্য়াচটি কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা হবে। আগামী ১৫ তারিখ ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলতে নামবে মোহনবাগান। আশা করা হচ্ছে, ১৮ অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচে কলকাতা ডার্বি ম্য়াচ দেখা যেতে পারে।

IFA Shield 2025 Mohun Bagan Super Giant