/indian-express-bangla/media/media_files/2025/10/05/mohun-bagan-super-giant-12-2025-10-05-18-29-09.jpg)
মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে বড় খবর সামনে এসেছে
Mohun Bagan Super Giant: বিগত কয়েকদিন ধরেই সমর্থকদের প্রবল রোষে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্টের কেষ্ট-বিষ্টুরা। কারণটা আজ আর কারোর কাছেই অজানা নয়। এশিয়ান চ্যাম্পিয়ান্স লিগ-টু অভিযানে খেলতে যায়নি সবুজ-মেরুন ব্রিগেড। আর এই ব্যাপারটাই মেরিনার্সরা সহজভাবে গ্রহণ করতে পারেনি। এই ক্ষোভের আগুন এখনও পর্যন্ত ধিক-ধিক করে জ্বলছে। রবিবার (৫ অক্টোবর) আসন্ন আইএফএ শিল্ডের (IFA Shield 2025) সূচি প্রকাশ করে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করা হয়েছিল। আর সেই পোস্টের কমেন্ট সেকশনেই ওঠে সমালোচনার ঝড়।
Mohun Bagan Super Giant: মোহনবাগান ছাড়ার পর অবশেষে মুখ খুললেন আশিক, জানালেন মনের কথা
কী পোস্ট করেছে মোহনবাগান?
ইতিমধ্যে আইএফএ শিল্ডের সূচি প্রকাশ করা হয়েছে। এই সূচি অনুসারে, আপাতত দুটো ম্য়াচ খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী ৯ অক্টোবর গোকুলাম কেরালা এফসি'র বিরুদ্ধে। আর ১৫ অক্টোবর ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে। এই সূচিই মোহনবাগানের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি গ্রাফিক্সের মাধ্যমে শেয়ার করা হয়েছে। আর সেখানেই কমেন্ট সেকশনে প্রতিবাদের ঝড় তুলেছেন বাগান সমর্থকরা।
দেখে নিন সেই পোস্ট
𝐌𝐚𝐫𝐤 𝐲𝐨𝐮𝐫 𝐜𝐚𝐥𝐞𝐧𝐝𝐚𝐫𝐬 🗓️
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 5, 2025
Mariners, we sail again ⚓️💚❤️#MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/d9bCaDCFNI
বাগান কর্তাদের বিবৃতি
আর এই বিক্ষোভের আঁচ যে কতখানি গনগনে হয়ে উঠছে, সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছেন মোহনবাগান কর্তারাও। আর সেকারণে ইতিমধ্যে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসু ইতিমধ্যে একটি যুগ্ম বিবৃতি দিয়েছেন। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, 'ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা সকলেই অবগত। গত বছরও আমরা ইরানে খেলতে যাইনি। যদি ফুটবলাররাই নিজেদের অসুরক্ষিত বলে মনে করেন, তাহলে ক্লাব ম্য়ানেজমেন্টের আর কীই বা করার থাকতে পারে? ফুটবল খেলার আগে খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেকারণে ইরানে যাওয়ার সিদ্ধান্তটা আমরা ফুটবলারদের উপরেই ছেড়ে দিয়েছিলাম।'
Mohun Bagan Footballer Demise: মারা গেলেন মোহনবাগানের তারকা ফুটবলার, শোকের ছায়া কলকাতা ময়দানে
ক্ষোভের আগুনে জ্বলছেন মেরিনার্সরা
তবে বাগানের কর্তাদের এই বিবৃতি সমর্থকদের ক্ষোভের আগুনে একেবারে জল ঢালতে পারেনি। আর সেই রাগের বহিঃপ্রকাশই সোশ্যাল মিডিয়া পোস্টে দেখতে পাওয়া গেল। অরিন্দম নামে একজন সমর্থক লিখেছেন, 'খেলিস না ভাই , লাইফ রিস্ক আছে। ফাঁকা জায়গায় খেলবি , যদি হঠাৎ করে কোনো উল্কা এসে মাথায় পড়ে ? বাবা কি ভয়ঙ্কর ব্যাপার।' আবার ঋষভ চক্রবর্তী নামের একজন সমর্থক চূড়ান্ত কটাক্ষের সুরে লিখেছেন, 'সদ্য প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্লেয়াররা ম্যানেজমেন্ট কে জানিয়েছে তারা কলকাতায় খেলতে রাজি নয়। কলকাতাতে পরিস্থিতি স্বাভাবিক নয়, সেখানে তাদের নিরাপত্তার অভাব রয়েছে।' সবমিলিয়ে গোটা পরিস্থিতি যে আপাতত বেশ গরম হয়ে রয়েছে, তা বলা যেতেই পারে।