Mohun Bagan Super Giant: চরম সিদ্ধান্ত মোহনবাগানের! আনন্দে আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা

Mohun Bagan News: এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্টে মোহনবাগানের খেলা নিয়ে আর কোনও সংশয় থাকল না। সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে শীঘ্রই মোহনবাগান ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দেবে বলে খবর।

Mohun Bagan News: এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্টে মোহনবাগানের খেলা নিয়ে আর কোনও সংশয় থাকল না। সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে শীঘ্রই মোহনবাগান ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দেবে বলে খবর।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan News: ডুরান্ড কাপে মোহনবাগানের খেলা নিয়ে যাবতীয় আশঙ্কা-জল্পনার অবসান

Mohun Bagan News: ডুরান্ড কাপে মোহনবাগানের খেলা নিয়ে যাবতীয় আশঙ্কা-জল্পনার অবসান

Mohun Bagan Durand Cup News: আর কোনও সমস্যা নেই। ডুরান্ড কাপে (Durand Cup 2025) মোহনবাগানের (Mohun Bagan Super Giant) খেলা নিয়ে যাবতীয় আশঙ্কা-জল্পনার অবসান। শতাব্দী প্রাচীন ক্লাবের সব দাবি-দাওয়া মেনে নিয়েছে ডুরান্ড কাপের আয়োজক ভারতীয় সেনা। এবার এশিয়ার প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্টে মোহনবাগানের (Mohun Bagan) খেলা নিয়ে আর কোনও সংশয় থাকল না। সবুজ-মেরুন সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে শীঘ্রই মোহনবাগান ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করে দেবে বলে খবর।

Advertisment

মাঠ সমস্যায় জর্জরিত মোহনবাগান ডুরান্ড কাপ খেলতে চায়নি প্রথমে। এতদিন তাদের প্র্যাকটিস করতে হচ্ছিল রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে। সেটাও আবার অ্যাস্ট্রো টার্ফে। কৃত্রিম ঘাসে প্র্যাকটিসে সমস্যা হচ্ছিল মোহনবাগানের ফুটবলারদের। সবুজ-মেরুন শিবির কিছুদিন ধরে সেনার কাছে আবেদন করেছিল, যাতে তাদের যুবভারতীর ঘাসের মাঠে প্র্যাকটিস করতে দেওয়া হোক। জানা গিয়েছে, মোহনবাগানের সেই আবেদন মেনে নিয়েছে সেনাবাহিনী।

আরও পড়ুন মোহনবাগানকে করেছেন 'ভারতসেরা', এবার টিম ইন্ডিয়ার দায়িত্বে 'চাণক্য' হাবাস? জল্পনা তুঙ্গে

Advertisment

ডুরান্ড কাপে খেলার জন্য সেনার কাছে মাঠ-সহ মোট চার দফা দাবি রেখেছিল মোহনবাগান। জানা গিয়েছে, মাঠ সংক্রান্ত দাবি ছাড়াও বাকি তিনটি শর্তও মেনে নেওয়া হয়েছে। মোহনবাগান ডুরান্ড কাপের সূচিতেও বদলের দাবি জানিয়েছিল। তাদের দাবি, সেই দাবি মেনেই চূড়ান্ত সূচি তৈরি করা হয়েছে। মোহনবাগানের তিন নম্বর দাবি ছিল, টিকিট সমস্যা নিয়ে। বেশ কয়েক বছর ধরে ডুরান্ড কাপের টিকিট নিয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সঙ্গে অশান্তি চলছে ডুরান্ড কমিটির। দুই প্রধানেরই অভিযোগ, কোনওবারই পর্যাপ্ত টিকিট পাওয়া যায় না। এমনকি কমপ্লিমেন্টারি টিকিটও টাকা দিয়ে কিনতে হয় তাদের। খেলা দেখতে পারেন না সদস্য-সমর্থকরা।

আরও পড়ুন ঘোষণা হয়ে গেল ডুরান্ড কাপের সূচি, প্রথম ম্যাচেই খেলবে ইস্টবেঙ্গল, কবে নামছে মোহনবাগান?

মোহনবাগানের তরফে জানানো হয়েছে, টিকিট সংক্রান্ত দাবি নাকি সেনাবাহিনী মেনে নিয়েছে। এবার আর কোনও সমস্যা হবে না। ফলে সদস্য-সমর্থকদের টিকিট পেতে সমস্যা হবে না। 

এদিকে, ডুরান্ড কাপে বিদেশি ফুটবলার ছাড়াই মাঠে নামতে পরে সব টিমকে। মোহনবাগানের ডুরান্ড কমিটির কাছে দাবি, ভারতীয় ফুটবলের জঘন্য পারফরম্যান্সের কারণে ফেডারেশন কিছুদিন আগে জানিয়েছিল, দেশের ফুটবলে বিদেশি কমাতে চায় তারা। মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া গতকাল ফেডারেশনকে চিঠি দিয়ে দাবি জানিয়েছেন, ডুরান্ড কাপেই বিদেশি ছাড়া খেলানোর বন্দোবস্ত করা হোক। এখন বল ফেডারেশনের কোর্টে। কল্যাণ চৌবেরা কী করেন সেটাই এখন দেখার।

Mohun Bagan Mohun Bagan Super Giant Durand Cup 2025