Mohun Bagan: আপাতত হচ্ছে না ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025-26)। শুক্রবার (১১ জুলাই) রাতেই ভারতীয় ফুটবলে নেমে এসেছে এই বিপর্যয়। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) স্পষ্টই জানিয়ে দিয়েছে, মাস্টার্স রাইট এগ্রিমেন্ট রিনিউ করার ব্যাপারে এখনও পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সঙ্গে তাঁদের কোনও কথা হয়নি। এই পরিস্থিতিতে তাঁরা এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণার পরই ভারতীয় ফুটবল মহল এআইএফএফ-কে অভিযুক্তের কাঠগড়ায় তুলতে শুরু করেছে। সেই তালিকায় নাম লেখালেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose)।
ভারতীয় ফুটবলে অন্ধকার নেমে আসবে: সৃঞ্জয় বসু
বাংলার এক জনপ্রিয় সংবাদপত্রকে তিনি জানিয়েছেন, 'বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগই হল আমাদের দেশের একনম্বর ফুটবল লিগ। এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে নিশ্চিতভাবে ভারতীয় ফুটবলে অন্ধকার নেমে আসবে। ফেডারেশন অনেক আগেই জানত যে আগামী ডিসেম্বর মাসে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে। কিন্তু, সেই সমস্যার সমাধান করা হয়। কেন যে এতদিনে আলোচনায় বসল না, সেটাই আমার প্রশ্ন।'
Mohun Bagan Super Giant: ISL শুরুর আগে বিরাট ধাক্কা মোহনবাগানের, কেরালার পথে সবুজ-মেরুনের 'ঘরের ছেলে'
দায়ী ফেডারেশন, মন্তব্য সৃঞ্জয়ের
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই ঘটনার পিছনে একমাত্র ফেডারেশনের অপদার্থতাই দায়ী। ফেডারেশনের অপদার্থতার কারণেই আজ এই কঠিন সময়ের মুখোমুখি আমাদের হতে হচ্ছে। আমি শুধুমাত্র আদালতের কাছে একটাই আবেজন করতে চাই। ভারতীয় ফুটবলের স্বার্থে যে সঠিক পথ খুঁজে দেওয়া হয়। আশা করছি, আগামীদিনে এই সমস্যা অবশ্যই মিটে যাবে।'
ISL 2025-26 on hold: স্থগিত হয়ে গেল ISL, এক চিঠিতেই ছিন্নভিন্ন ভারতীয় ফুটবল
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে। কিন্তু, চলতি মরশুমে (২০২৫-২৬) যে Indian Super League (ISL) শুরু হবে, সেটা চলবে আগামী এপ্রিল মাস পর্যন্ত। সেকারণে ডিসেম্বর মাসে যদি চুক্তি শেষ হয়েই যায়, তাহলে আগামী বছর জানুয়ারি মাস থেকে কীসের ভিত্তিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে? তা নিয়ে আগেই উঠেছিল একাধিক প্রশ্ন। সূত্রের খবর, ফেডারেশন নাকি ব্যাপারটাকে গুরুত্ব দিতে চায়নি। তবে এবার মরার উপর খাঁড়ার ঘা দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, কল্যাণ চৌবের নেতৃত্বে ফেডারেশনের কোনও কমিটি এফএসডিএলের সঙ্গে চুক্তি বৃদ্ধি নিয়ে কোনও আলোচনা করতে পারবে না। সেকারণে সমস্যা জটিল থেকে আরও জটিলতর হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সকলে মনে করছেন, আদালতের সিদ্ধান্তের উপরই আইএসএল টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ভর করবে।