Mohun Bagan Super Giant: ISL শুরুর আগে বিরাট ধাক্কা মোহনবাগানের, কেরালার পথে সবুজ-মেরুনের 'ঘরের ছেলে'
Mohun Bagan Sibajit Singh: মোহনবাগান ছাড়তে চলেছে ঘরের ছেলে। যে খবরে মাথায় হাত সবুজ-মেরুন সমর্থকদের। আইএসএল শুরুর আগে স্বাভাবিকভাবেই বড় ধাক্কা মোহনবাগানের।
Mohun Bagan Sibajit Singh: মোহনবাগান ছাড়তে চলেছে ঘরের ছেলে। যে খবরে মাথায় হাত সবুজ-মেরুন সমর্থকদের। আইএসএল শুরুর আগে স্বাভাবিকভাবেই বড় ধাক্কা মোহনবাগানের।
Mohun Bagan Transfer Update: শুরু হয়েছে কলকাতা ফুটবল লিগ। শোনা যাচ্ছে, নভেম্বর মাসে শুরু হতে পারে ইন্ডিয়ান সুপার লিগের ২০২৫-২৬ মরশুম (ISL 2025-26)। এই মুহূর্তে ভারতের সব ফুটবল ক্লাবই দলবদলের বাজারে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। মোহনবাগান সুপার জায়ান্টও (Mohun Bagan Super Giant) পিছিয়ে নেই। এই মরশুমে বেশ কয়েকজন দেশি-বিদেশি ফুটবলারকে সই করিয়েছে সবুজ-মেরুন শিবির। কিন্তু তার মধ্যেই আচমকা ছন্দপতন। মোহনবাগান (Mohun Bagan) ছাড়তে চলেছে 'ঘরের ছেলে'। যে খবরে মাথায় হাত সবুজ-মেরুন সমর্থকদের। আইএসএল শুরুর আগে স্বাভাবিকভাবেই বড় ধাক্কা মোহনবাগানের।
Advertisment
শোনা যাচ্ছে, মোহনবাগানের 'ঘরের ছেলে' যোগ দিতে চলেছেন গোকুলাম কেরালায়। এই খবর চাউর হতেই বজ্রপাত মোহনবাগান শিবিরে। গত কয়েক মরশুম ধরে আই লিগের ক্লাব গোকুলাম কেরালার পারফরম্যান্স ভাল নয়। ইন্টার কাশী, রাজস্থান ইউনাইটেড, চার্চিল ব্রাদার্সের মতো ক্লাবগুলি ভাল ফল করলেও গোকুলাম আগের সেই সুনাম কিছুটা হারিয়েছে। এই মরশুমে ভাল ফল করতে মরিয়া কেরলের ক্লাব। তাই আগে ভাগে শক্তিশালী দল গড়তে উঠে-পড়ে লেগেছে গোকুলাম। আর সেই লক্ষ্যেই মোহনবাগানের ফুটবলারকে নিতে ঝাঁপিয়েছে গোকুলাম।
বিদেশি তারকার পাশাপাশি দেশীয় ফুটবলারদের নেওয়ার ব্যাপারেও কোমর বেঁধেছে নেমেছে গোকুলাম। আর এই দলবদলে সবচেয়ে আলোচিত নাম মোহনবাগানের শিবাজিৎ সিং (Sibajit Singh)। শোনা যাচ্ছে, মোহনবাগানের এই ফুটবলার এই মরশুমে সবুজ-মেরুন জার্সি ছেড়ে পড়তে চলেছেন গোকুলামের জার্সি। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে ঐতিহাসিক ডুরান্ড কাপ জিতেছেন মিডফিল্ডার শিবাজিৎ সিং। খেলেছেন রিলায়েন্সের ইউথ ফুটবল লিগে। কিন্তু সেভাবে সিনিয়র দলে সুযোগ পাননি। গত মে মাসে মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হয়েছে তাঁর।
এই সুযোগে শিবাজিৎকে দলে নিতে ঝাঁপিয়েছে গোকুলাম। সূত্রের খবর, শিবাজিৎকে দীর্ঘমেয়াদী চুক্তিতে গোকুলাম সই করাতে চলেছে। এই মরশুমেই তিনি কেরালার ক্লাব খেলতে চলেছেন বলে খবর।
শুধু গোকুলাম নয়, শিবাজিৎকে দলে নিতে দেশের আরও অনেক ক্লাব আগ্রহ দেখিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত কেরলের ক্লাবই নয়া ঠিকানা হতে চলেছে মোহনবাগানের ঘরের ছেলের। সিনিয়র টিমে খেলে নিজেকে আরও বড় ক্লাবের সামনে প্রমাণ করার সুযোগ খুঁজছেন শিবাজিৎ। তাঁর মোহনবাগান ছাড়া রীতিমতো বড় ধাক্কা বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শিবাজিতের দলবদল নিয়ে অফিসিয়াল আপডেট আসতে চলেছে।