Mohun Bagan vs Railway FC Match Highlights: কলকাতা লিগে (Calcutta Football League) মোহনবাগানের (Mohun Bagan Super giant) জয়যাত্রা অব্যাহত। আগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪ গোলে হারানোর পর সোমবার তৃতীয় ম্যাচে রেলওয়ে এফসি-কেও হারাল সবুজ-মেরুন ব্রিগেড। বৃষ্টিভেজা ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করলেন অধিনায়ক সন্দীপ মালিক এবং শিবম মুন্ডা। এই জয়ের ফলে গ্রুপে ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে ৩ নম্বরে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট।
সোমবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে খেলা ছিল মোহনবাগান এবং রেলওয়ে এফসি-র। ম্যাচের ৫ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন সন্দীপ মালিক। প্রথমার্ধ ১-০ স্কোরেই শেষ হয়। বিরতির পর বেশ কয়েকবার আক্রমণ যায় মোহনবাগান। কিন্তু ফিনিশিংয়ের অভাবে ব্যবধান বাড়াতে পারছিল না সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের শেষ মুহূর্তে ২-০ স্কোর করেন মোহনবাগানের শিবম মুন্ডা। ম্যাচে ইনজুরি টাইম ছিল ৯ মিনিট। কিন্তু রেলওয়ে মোহনবাগানের দুর্ভেদ্য ডিফেন্স ভাঙতে পারেনি।
আরও পড়ুন কলকাতা লিগে জয়ে ফিরল মোহনবাগান, কালীঘাটকে গোলের মালা সবুজ-মেরুনের
তিন ম্যাচে দ্বিতীয় জয় পেল মোহনবাগান। প্রথম ম্যাচে তারা হেরেছিল পুলিশ এসি-র কাছে। তার পর দ্বিতীয় ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পায় সবুজ-মেরুনের যুব তারকারা। তৃতীয় ম্যাচেও জয় পেলেন তাঁরা। ৩ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রপ এ-তে পাঁচ নম্বরে উঠে এল মোহনবাগান। ইস্টবেঙ্গল নেমে গেল ছয়ে। যদিও তারা এক ম্যাচ কম খেলেছে। আগামিকাল তাদের ম্যাচ রয়েছে বেহালা সাংস্কৃতিক সম্মিলনী স্পোর্টিং ক্লাবের সঙ্গে। সেই ম্যাচ জিতলে আবার মোহনবাগানকে সরিয়ে উপরে উঠে যাবে লাল-হলুদ ব্রিগেড।
আরও পড়ুন প্রথম ম্য়াচেই লজ্জার হার মোহনবাগানের, হা-হুতাশ সবুজ-মেরুন সমর্থকদের
এই ম্যাচে নাটকও কম হয়নি। ৬৩ মিনিটের মাথায় দুই দলের মধ্যে গন্ডগোল বাঁধে। মোহনবাগানের সালাউদ্দিনের সঙ্গে হাতাহাতি হয় রেলওয়ের গোলকিপার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের। রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। দুই টিমই বাকি সময় ১০ জনে খেলেন।