Mohun Bagan Super Giant: বাংলার ফুটবল ঐতিহ্য বলতে প্রধানত দুটো ক্লাবকেই বোঝানো হয়। একটা মোহনবাগান এবং অন্যটা ইস্টবেঙ্গল (East Bengal FC)। শতাব্দী প্রাচীন এই দুটো ক্লাবের লড়াই কার্যত অবিনশ্বর। আজও ছোট-বড় যে কোনও টুর্নামেন্টে কলকাতা ডার্বি (Kolkata Derby) ম্য়াচ আয়োজন করা হলে, ঘটি এবং বাঙালের লড়াই চোখে পড়ার মতো হয়। কলকাতা ময়দানেই এমন অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা এই দুটো ক্লাবের হয়েই ফুটবল খেলেছেন। ভালবাসাও কুড়িয়েছেন প্রচুর। তবে এমনও অনেক ফুটবলার রয়েছেন, যাঁরা এই দুটো ক্লাবের মধ্যে কোনও একটার হয়ে খেললে, বিপক্ষ ক্লাবে কখনই সই করেননি। সুব্রত ভট্টাচার্য, প্রীতম কোটাল, হোসে ব়্যামিরেজ ব্যারেটো কিংবা সোনি নর্ডি, কেউই মোহনবাগানের জার্সিতে খেলার পর আর কোনওদিন লাল-হলুদ জার্সি গায়ে তোলেননি। সেই তালিকায় এবার নাম লেখালেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রবীর দাস (Prabir Das)।
ইস্টবেঙ্গল ক্লাব আমাকে অফার দিয়েছিল: প্রবীর দাস
সম্প্রতি প্রবীর দাসের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। ভিডিওটি গত বছরের। এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে প্রবীরের একটি ইন্টারভিউ নেওয়া হয়েছিল। সেখানেই বাগানের এই প্রাক্তন রাইট-ব্যাক জানিয়েছিলেন যে গত বছরই নাকি ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে তাঁকে খেলার জন্য অফার দেওয়া হয়েছিল।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/01/prabir-das-1-2025-07-01-19-20-45.jpg)
কিন্তু, সেই প্রস্তাব তিনি হাসিমুখে নাকচ করে দেন। কারণ? প্রবীরের কথায়, 'আমি হয়ত পেশাদার ফুটবল খেলি। কিন্তু, মোহনবাগান সমর্থকরা আমার হৃদয়ের যে অনেকটা কাছের, সেটা আর নতুন করে বলার দরকার নেই। এই ক্লাবের হয়ে আমি ১-২ বছরই হয়ত খেলেছি। কিন্তু, আজও মেরিনার্সরা আমাকে যেভাবে ভালবাসে, তাঁদের মনে আমি দুঃখ দিতে পারব না।'
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/01/prabir-das-2025-07-01-19-21-07.jpg)
সঙ্গে তিনি আরও যোগ করেছিলেন, 'অনেকেই হয়ত পেশাদার ফুটবল খেলে। দেশের বিভিন্ন ক্লাবের হয়ে তাঁদের ফুটবল খেলতে হয়। কিন্তু, একটা কথা আমি আগেও বলেছি। আবারও বলব। মোহনবাগান সমর্থকদের আমি কষ্ট দিতে পারব না।'
East Bengal vs Mohun Bagan: ISL নিয়ে বড় খবর, চরম হতাশ মোহনবাগান-ইস্টবেঙ্গল সমর্থকরা
কিন্তু, আচমকা কেন এক বছর আগেকার এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। আসলে প্রবীর গত রবিবার অর্থাৎ ২৯ জুন একটি মোহনবাগান ফ্যান ক্লাবের হয়ে রক্তদান অনুষ্ঠানে এসেছিলেন। সেখানেও তিনি ওই একই কথার পুনরাবৃত্তি করেন। স্পষ্ট জানিয়ে দেন যে কলকাতার আর কোনও ক্লাবের হয়ে তিনি খেলবেন না।
Mohun Bagan Super Giant: প্রথম ম্য়াচেই লজ্জার হার, ক্ষোভে ফেটে পড়লেন মোহনবাগান সমর্থকরা! গালাগালি কোচকেও
প্রবীর বললেন, 'মোহনবাগানের হয়ে আমি হয়ত খুব একটা বেশি ম্য়াচ খেলার সুযোগ পাইনি। হাতে গুনে বলতে পারব যে কতগুলো ম্য়াচ খেলেছি। কিন্তু, এই ক্লাবের সমর্থকদের থেকে অনেক বেশি ভালবাসা আমি পেয়েছি। সেই ভালবাসার পরিমাণ আমি মুখে বলে প্রকাশ করতে পারব না।' এরপর বললেন, 'আমি আগেও বলেছিলাম যে কলকাতার কোনও ক্লাবের হয়ে হয়ত আমি খেলতে পারব না। সেই একই কথা আমি আবারও বলে যেতে চাই। এই ভালবাসা কলকাতার অন্য কোনও ক্লাবে গেলে আমি কতটা পাব, তা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে।'