Mohun Bagan Super Giant: 'কাপুরুষ' তকমা ঘোচাতে মরিয়া মোহনবাগান, জিততে পারবে মেরিনার্সরা?

Mohun Bagan Super Giant: যাবতীয় বিতর্ককে দুরে সরিয়ে আইএফএ শিল্ড অভিযানে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা তিনটে থেকে শুরু হবে ম্য়াচ।

Mohun Bagan Super Giant: যাবতীয় বিতর্ককে দুরে সরিয়ে আইএফএ শিল্ড অভিযানে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা তিনটে থেকে শুরু হবে ম্য়াচ।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan Super Giant (14)

বাগানের অনুশীলনে মগ্ন জেমি ম্য়াকলারেন

Mohun Bagan Super Giant: মোহনবাগানের সময়টা আপাতত একেবারেই ভাল যাচ্ছে না। প্রথমে তো ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পরাজয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টেও ব্যর্থতাই সঙ্গী হয়েছিল মোহনবাগানের। তারপর নিরাপত্তার কারণে ইরানে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত এবং সমর্থকদের বিক্ষোভ। শুনতে হয়েছে 'কাপুরুষ' দুয়োধ্বনিও। সবমিলিয়ে একাধিক সমস্য়ায় ক্লাবটা জর্জরিত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (৯ অক্টোবর) তারা শুরু করছে আইএফএ শিল্ড অভিযান (IFA Shield 2025)। প্রতিপক্ষ গোকুলাম কেরালা এফসি। গত বুধবার এই টুর্নামেন্টের প্রথম ম্য়াচে শ্রীনিধি ডেকান এফসি-র বিরুদ্ধে ৪-০ গোলে জয়লাভ করেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই পরিস্থিতিতে কলকাতার অপর শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব মোহনবাগানের উপরেও যে চাপ বেড়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সেকারণেই এই ম্য়াচটা তারা যে কোনও মূল্যে জিততে চায়।

Advertisment

Mohun Bagan Fans Protest: বিক্ষোভ ঝড়ে লন্ডভণ্ড বাগান, মেজাজ হারালেন পেত্রাতোস! ভাইরাল ভিডিও

প্রথম একাদশে দেখা যেতে পারে রবসনকে

বুধবার রুদ্ধদ্বার অনুশীলন সেরেছেন সবুজ-মেরুন ব্রিগেডের কোচ হোসে মলিনা। অনুশীলনে রবসনকে দেখে অনেকটাই ফিট বলে মনে হয়েছে। আশা করা হচ্ছে, গোকুলামের বিরুদ্ধে লেফট উইংয়ে লিস্টনের জায়গায় তাঁকেই হয়ত দেখতে পাওয়া যাবে। আর রাইট উইংয়ে মনবীর সিং। প্রসঙ্গত, এবারের আইএফএ শিল্ডে প্রত্যেকটা দল ৪ বিদেশিকে মাঠে নামাতে পারবে। সেক্ষেত্রে বাগানের ডিফেন্সে হয়ত দেখা যেতে পারে অ্যালবার্টো রডরিগস এবং টম অলড্রেডকে। আক্রমণভাগে ঝড় তুলবেন জেমি ম্যাকলারেন। আর মাঝমাঠের দায়িত্ব নেবেন আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা।

Advertisment

Mohun Bagan Super Giant: মোহনবাগানের জন্য খারাপ খবর, প্রস্তুতিতেই বিশাল ধাক্কা সবুজ-মেরুন ব্রিগেডের

জিততে মরিয়া মোহনবাগান

একথা অস্বীকার করার জায়গা নেই যে গোকুলাম ম্য়াচের হাত ধরেই জয়ের সরণীতে ফিরতে চায় মেরিনার্সরা। শক্তির নিরিখে খাতায়-কলমে হয়ত তারাই এগিয়ে থাকবে। কিন্তু, বাস্তব ছবিতে সামান্য হলেও পার্থক্য থাকবে। আর সেই পার্থক্য গড়তে পারেন গোকুলাম কোচ হোসে হেবিয়া। ২০১৬ সাল থেকে একাধিক ভারতীয় ফুটবল ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি। ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর অগাধ জ্ঞান রয়েছে। মোহনবাগানের শক্তি এবং দুর্বলতা সম্পর্কেও তিনি যথেষ্টই ওয়াকিবহাল। ফলে বৃহস্পতিবার কিশোর ভারতী স্টেডিয়ামে দুই স্প্যানিশ মগজাস্ত্রে ধুন্ধুমার লড়াই দেখতে পাওয়া যাবে, তা বলাই বাহুল্য। আপাতত মাঠে নামার অপেক্ষা।

IFA Shield 2025 East Bengal FC Mohun Bagan Super Giant