Mohun Bagan Super Giant News: অধরা জয়ের হ্য়াটট্রিক, জর্জের কাছে ধাক্কা খেল পালতোলা নৌকো

Mohun Bagan draw George Telegraph: শুক্রবার কলকাতা ফুটবল লিগে মোহনবাগান বনাম জর্জ টেলিগ্রাফ ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচের শেষে বাগান সমর্থকরা হতাশায় ভেঙে পড়েছেন।

Mohun Bagan draw George Telegraph: শুক্রবার কলকাতা ফুটবল লিগে মোহনবাগান বনাম জর্জ টেলিগ্রাফ ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটি গোলশূন্য ড্র হয়। ম্যাচের শেষে বাগান সমর্থকরা হতাশায় ভেঙে পড়েছেন।

author-image
Koushik Biswas
New Update
Mohun Bagan

জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের

Mohun Bagan: জয়ের হ্যাটট্রিক অধরা রইল মোহনবাগানের। শুক্রবার (১১ জুলাই) চলতি কলকাতা ফুটবল লিগে (CFL 2025-26) সবুজ-মেরুন ব্রিগেড (Mohun Bagan Super Giant) খেলতে নেমেছিল জর্জ টেলিগ্রাফের (George Telegraph) বিরুদ্ধে। ম্য়াচ শুরুর আগে ডেগি কার্ডোজো আশঙ্কা করেছিলেন যে জর্জকে হারানো অতটাও সহজ হবে না। শেষপর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। গোলশূন্য ড্র করল মেরিনার্স বাহিনী। এমন পারফরম্য়ান্স দেখার পর যারপরনাই হতাশ মোহনবাগান সমর্থকরা।

Advertisment

এই ম্য়াচের শুরু থেকেই বাগান ব্রিগেড বেশ ছন্নছাড়া ফুটবল খেলতে শুরু করে। অন্যদিকে, শুরুতেই গোল করার সুযোগ এসেছিল জর্জের সামনে। কিন্তু, দুরপাল্লার একটি শট গোলপোস্টের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যায়। ২২ এবং ২৩ মিনিটে মোহনবাগান ফ্রি-কিক এবং কর্নার আদায় করেছিল। কিন্তু, কাজের কাজ তারা করতে পারেনি। জর্জ টেলিগ্রাফের গোলরক্ষক নিখুঁত দক্ষতায় প্রতিবারই দূর্গ রক্ষা করলেন।

Mohun Bagan Super Giant: কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় মোহনবাগানের, রেলকে বেলাইন করলেন সন্দীপ-শিবমরা

Advertisment

একাধিক সুযোগ মিস করল মোহনবাগান

৩৫ মিনিটে ফের বাগানের গোল লক্ষ্য় করে আক্রমণ শানায় জর্জ টেলিগ্রাফের ফুটবলাররা। কিন্তু, দীপ্রভাত সজাগ থাকার কারণে কোনও অঘটন তারা ঘটাতে পারেনি। গত ম্য়াচে লাল কার্ড দেখেছিলেন মোহনবাগানের তারকা ফুটবলার সালাউদ্দিন আদনান। এদিন তাঁর জায়গায় খেলতে নেমেছিলেন শিবম মুন্ডা। রেলের বিরুদ্ধে তিনি নজরকাড়া গোল করলেও, শুক্রবাসরীয় ম্য়াচে তাঁকে কার্যত নিষ্প্রভ দেখায়। একথা সত্যি যে প্রথমার্ধের শেষদিকে মোহনবাগান বেশ কয়েকটা গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু, একটাও তারা কাজে লাগাতে পারেনি। 

Mohun Bagan Super Giant: চরম সিদ্ধান্ত মোহনবাগানের! আনন্দে আত্মহারা সবুজ-মেরুন সমর্থকরা

নৈহাটি স্টেডিয়ামে বৃষ্টিস্নাত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য হওয়ার পর, সবুজ-মেরুন সমর্থকরা আশা করেছিলেন হয়ত দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলাতে পারে। এমনকী, দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু, ৬১ মিনিটের সেই সুযোগ থেকে গোল আসেনি। সবথেকে বড় দূর্ভাগ্যের ব্যাপার হল, ৯৩ মিনিটে জর্জের গোলরক্ষককে একেবারে একা পেয়েছিল বাগানের ফুটবলাররা। কিন্তু, সেই সুযোগও তারা কাজে লাগাতে পারেনি। সব মিলিয়ে এই ম্য়াচে বাগানের পারফরম্য়ান্স একেবারেই হতশ্রী ছিল, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।

Mohun Bagan Mohun Bagan Super Giant CFL 2025-26 George Telegraph