Mohun Bagan Super Giant: ইস্টবেঙ্গল নয়, মোহনবাগানে আসছেন রবসন? জোর গুঞ্জন ময়দানে

Mohun Bagan Super Giant: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে বড়সড় চমক দিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। সই করাতে পারে ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহোকে।

Mohun Bagan Super Giant: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ মরশুমে বড়সড় চমক দিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। সই করাতে পারে ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহোকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Robson Robinho

মোহনবাগানে যোগ দিতে পারেন রবসন রবিনহো

Mohun Bagan Super Giants: গুঞ্জনটা গত কয়েকমাস ধরেই চলছিল। ইস্টবেঙ্গল ক্লাবে নাকি যোগ দিতে চলেছেন ব্রাজিলের ফুটবলার রবসন রবিনহো। অস্কার ব্রুজোঁ লাল-হলুদ ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এই কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছিল। কিন্তু, মঙ্গলের (২৯ এপ্রিল) আচমকা হাওয়া-বদল। এবার শোনা যাচ্ছে, রবসন নাকি মোহনবাগানে যোগ দিতে পারেন। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Advertisment

আজকাল ডট ইনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই সবুজ-মেরুন জার্সিতে দেখতে পাওয়া যাবে রবসনকে। যদিও গোটা বিষয়টা এখনও পর্যন্ত আলোচনার পর্যায়ে রয়েছে। তবে সূত্রের খবর, সেই কথাবার্তা নাকি অনেকটাই এগিয়ে গিয়েছে। রবসন যে টাকা দাবি করেছেন, সেই অঙ্কটা যদি মোহনবাগান দিতে রাজি হয়, তাহলেই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন -

Mamata Criticizes East Bengal: ইস্টবেঙ্গলের কাটা ঘায়ে নুন মমতার, কাদের দেখে শিখতে বললেন মুখ্যমন্ত্রী?

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি,রবসন রবিনহো ইতিপূর্বে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের জার্সিতে খেলেছেন। অস্কারের প্রিয় পাত্রও ছিলেন তিনি। এই পরিস্থিতিতে ২০২৪-২৫ আইএসএল মরশুমে প্রথম ৬ ম্য়াচের পর ব্রুজোঁ যখন ইস্টবেঙ্গলের দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখনই শোনা গিয়েছিল যে রবসন নাকি মশালবাহিনীতে যোগ দিতে পারেন। কিন্তু, তারপর বিভিন্ন কারণে সেই গুঞ্জন ধামাচাপা পড়ে গিয়েছিল।

আরও পড়ুন - 

Mohun Bagan in Super Cup: কেরালা ব্লাস্টার্স বড় 'ফাঁড়া'! মাঠে নামার আগে কী বললেন বাগান কোচ?

ইতিমধ্যে আইএসএল টুর্নামেন্টে একেবারে জঘন্য পারফরম্য়ান্স করে ইস্টবেঙ্গল। ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট সংগ্রহ করে তারা নবম স্থানে অভিযান শেষ করে। এর পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালে এফকে আর্কাদাগের বিরুদ্ধে হেরে ছিটকে যায়। অবশেষে সুপার কাপের প্রথম ম্য়াচে কেরালা ব্লাস্টার্স এফসি'র বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ইতিমধ্যে রবসনের এই খবর লাল-হলুদ সমর্থকদের যে হতাশ করবে, তা বলাই বাহুল্য।

আরও পড়ুন -

Tutu Bose Mohun Bagan: 'চেয়ার কিংবা পদের অপব্যবহার...', ইস্তফা দিয়েই 'বিস্ফোরণ' টুটু বসুর

উল্লেখ্য বর্তমানে ব্রাজিলের ফুটবল ক্লাব আগুয়া সান্তায় খেলেন রবসন। নেইমারের বিরুদ্ধেও খেলেছেন তিনি। এবার কি সবুজ-মেরুন জার্সিতে সাম্বা ঝড় তুলতে ভারতে আসছেন তিনি? সেটা অবশ্য সময়ই বলবে। 

Mohun Bagan Super Giants