Mohun Bagan in Super Cup: কেরালা ব্লাস্টার্স বড় 'ফাঁড়া'! মাঠে নামার আগে কী বললেন বাগান কোচ?

Mohun Bagan Super Giant: ২০২৫ সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে তারা। শনিবার বিকেল সাড়ে ৪টে থেকে কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে।

Mohun Bagan Super Giant: ২০২৫ সুপার কাপ অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে তারা। শনিবার বিকেল সাড়ে ৪টে থেকে কলিঙ্গ স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Super Giant 4994

মোহনবাগানের ভাল পারফরম্যান্সের ব্য়াপারে আত্মবিশ্বাসী বাস্তব রায়

Mohun Bagan Super Giants: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৫ সুপার কাপের (Kalinga Super Cup 2025) আসর। আগামী শনিবার (২৬ এপ্রিল) এই টুর্নামেন্টে খেলতে নামছে। মোহনবাগান সুপার জায়ান্ট। টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে তারা কেরালা ব্লাস্টার্সের (Mohun Bagan Super Giant vs Kerala Blasters FC) বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্য়াচের আগে সাংবাদিক বৈঠক সেরে ফেলল সবুজ-মেরুন ব্রিগেড। এই হাড্ডাহাড্ডি ম্য়াচের আগে কিছুটা হলেও সাবধানী পদক্ষেপ গ্রহণ করলেন বাগান কোচ বাস্তব রায়। তিনি স্বীকার করে নিলেন, কেরালা ব্লাস্টার্স হয়ত ধারে-ভারে অনেকটাই এগিয়ে রয়েছে। যদিও মাঠে মেরিনার্সরা বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না।

Advertisment

Mohun Bagan wins RFDL: ইয়ুথ লিগেও ভারতসেরা মোহনবাগান, তামাংয়ের হ্যাটট্রিকে আরও এক ট্রফি মেরিনার্সদের

প্রথম সারির দল নামাচ্ছে না মোহনবাগান

এই টুর্নামেন্টে মোহনবাগান তাদের প্রথম সারির দল মাঠে নামাচ্ছে না। অর্থাৎ পেত্রাতোস, কামিন্স কিংবা গ্রেগ স্টুয়ার্ট খেলতে নামবেন না। এই দলে নুনো রেইস ছাড়া আর কোনও বিদেশি ফুটবলার বাগান ব্রিগেডে নেই। একেবারে তারুণ্যের উপর ভর করেই সুপার কাপে দল নামাতে চাইছে মোহনবাগান। সত্যি কথা বলতে কী, মোহনবাগানের আর প্রমাণ করার মতো কিছু নেই। ইতিমধ্যে তারা দু'বার আইএসএল খেতাব জয় করেছে। জিতেছে লিগ শিল্ডের খেতাবও। এই পরিস্থিতিতে তারা এবারের সুপার কাপে রিজার্ভ বেঞ্চটা পরখ করে নিতে চায়।

Advertisment

Mohun Bagan Super Giant: সুপার কাপে কেমন দল হবে মোহনবাগানের? জেনে নিন বিস্তারিত

কী বললেন বাস্তব রায়?

ম্য়াচের আগে সাংবাদিক বৈঠক করতে এসে বাস্তব রায় বললেন, 'হতে পারে, সুপার কাপের আগে আমি হয়ত খুবই কম সময় হাতে পেয়েছি। কিন্তু, এরা প্রত্যেকেই খেলার মধ্যে ছিল। সুপার কাপে সিনিয়র এবং জুনিয়রদের কম্বিনেশনে একটা দল তৈরি করা হয়েছে। জুনিয়ররা RFDL চ্যাম্পিয়ন হয়ে এসেছে। আর সিনিয়ররা আমাদের সঙ্গে শেষপর্যন্ত ছিল। ৩-৪ দিন পর থেকেই আমরা ফের অনুশীলন শুরু করে দিয়েছিলাম। ফুটবলারদের ফিটনেস নিয়ে আমার কোনও সমস্যা নেই। যদিও কম্বিনেশন একটা ফ্যাক্টর হতে পারে। যেহেতু এরা একেবারে ছোট, আর এত বড় একটা মঞ্চে খেলার সুযোগ পাচ্ছে, তাই প্রত্যেকেই নিজেদের সেরাটা উজাড় করে দেবে। আশা করছি, ফলাফল ভালই হবে।'

Mohun Bagan Super Giant: সুপার কাপে মোহনবাগানকে নিয়ে বড় আপডেট, না জানলে হাত কামড়াবেন

সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'মোহনবাগান যদি ভাবত যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামব, তাহলে অবশ্যই পূর্ণশক্তির দল মাঠে নামাত। এটা আসলে জুনিয়র ফুটবলারদের কাছে প্রমাণ করার জায়গা। আশা করছি, ওরা নিজেদের সেরাটা উজাড় করে দেবে। পাশাপাশি, সিনিয়র ফুটবলারদের কাছে ভারতীয় দলে ব্যাক করার একটা দুর্দান্ত সুযোগ রয়েছে। আশা করছি এই দুই কম্বিনেশনে আমরা ভাল ফুটবল উপহার দিতে পারব।'

Kalinga Super Cup 2025 Kerala Blasters FC Mohun Bagan Super Giants