/indian-express-bangla/media/media_files/2025/09/16/mohun-bagan-super-giant-vs-ahal-fk-2025-09-16-17-22-46.jpg)
কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আহাল এফকে ম্য়াচ
Ahal FK: অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের। তারপরই কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হতে চলেছে মহাযুদ্ধ। এসিএল টু (AFC Champions League 2) অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ফুটবল ক্লাব আহাল এফকে। এই দুটো দলই গ্রুপ সি'তে রয়েছে। গ্রুপ পর্বের প্রথম ম্য়াচে কোন দল জয়লাভ করে সেটাই আপাতত দেখার। তবে খেলা শুরু হওয়ার আগে আসুন দেখে নেওয়া যাক, মোহনবাগানের প্রতিপক্ষ এই আহাল এফকে ঠিক কতখানি শক্তিশালী?
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে কোনও বিদেশি ফুটবলার ছাড়াই মাঠে নামছে আহাল এফকে। এই দলটা শুধুমাত্র নিজেদের ফিটনেস এবং শৃঙ্খলাপরায়ন মনোভাবের উপরই সবথেকে বেশি জোর দিয়েছে। আপনাদের হয়ত মনে আছে, ইতিপূর্বে তুর্কমেনিস্তানের আরও একটি ফুটবল ক্লাব এই শহর কলকাতায় খেলতে এসেছিল। আর্কাদাগ এফকে। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টারফাইনালে তারা ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। চলতি বছর মার্চ মাসে আয়োজিত ওই ম্য়াচের দুটো লেগ মিলিয়ে লাল-হলুদ ব্রিগেড ১-৩ গোলে হেরে যায়।
Mohun Bagan Super Giant: কীভাবে বধ করবেন আহাল এফকে-কে? বাগান জয়ের 'গুরুমন্ত্র' ফাঁস মলিনার
জয়ের সরণীতে ফিরতে চাইবে মোহনবাগান
যাক গে সেকথা। আহাল এফকে ব্রিগেডে ৬ জাতীয় দলের ফুটবলার রয়েছে। সেটা মোহনবাগান সুপার জায়ান্ট দলের কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ হতে পারে। ইতিপূর্বে, ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে হেরে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। সেই ধাক্কা কাটিয়ে আবারও তারা ঘরের মাঠে জয়ের সরণীতে ফিরতে চাইবে। প্রাক-মরশুমে অনুশীলনের জন্য কলকাতার এই ফুটবল দলটি প্রায় চার সপ্তাহ সময় পেয়েছে। সেকারণে আশা করা যেতেই পারে যে তারা মঙ্গলবারের ম্যাচে একেবারে ঝরঝরে মেজাজে মাঠে নামতে পারবে।
ইতিপূর্বে তুর্কমেনিস্তানের শীর্ষ লিগে (ইয়োকারি লিগ) চ্যাম্পিয়ন হয়েছিল আহাল। তবে এসিএল টু অভিযানের গ্রুপ পর্বে যে তারা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। প্রসঙ্গত, এই গ্রুপ পর্বটি ডবল-লেগ রাউন্ড রবিন ফরম্য়াাটে খেলা হবে। মোহনবাগানের বাকি দুই প্রতিপক্ষ হল ইরানের সেপাহান এসসি এবং জর্ডনের আল-হুসেইন এসসি। জানা গিয়েছে, ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত এই গ্রুপ পর্বের ম্য়াচ চলবে।
মোহনবাগানকে সমীহ করছেন আহাল কোচ
মঙ্গলবার সল্টলেক স্টেডিয়ামে খেলতে নামার আগে আহাল এফকে দলের কোচ এজিজ আন্নামুহামেদোভ বললেন, 'আমরা খুব ভাল করেই জানি যে মোহনবাগান ভারতের চ্যাম্পিয়ন দল। সেকারণে আমরা খুব ভাল করেই প্রস্তুতি গ্রহণ করেছি। আপাতত মাঠে নামার জন্য প্রত্যেকেই মুখিয়ে রয়েছি। আশা করছি, নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দিতে পারব।' উল্লেখ্য, আহাল এফকে ভারতে আসার আগে তুর্কমেনিস্তানের স্থানীয় ক্লাবগুলোর সঙ্গে তিনটে অনুশীলন ম্যাচ খেলে এসেছে।
Mohun Bagan Super Giant: গুরু পাপে 'লঘু দণ্ড' মোহনবাগানকে? সামনে এল আসল সত্যিটা...
অন্যদিকে মোহনবাগানও ৬ দিন আগে এসিএল টু অভিযানে অংশগ্রহণকারী অপর ভারতীয় দল এফসি গোয়ার বিরুদ্ধে একটি অনুশীলন ম্য়াচ খেলেছিল। সেই ম্য়াচটি অবশ্য গোলশূন্য ড্র হয়। তবে, মোহনবাগানের সামনে গোল করার পর্যাপ্ত সময় ছিল। পাশাপাশি, সবুজ-মেরুন ফ্যানেদের সমর্থন মোহনবাগান সুপার জায়ান্টকে বাড়তি অক্সিজেন দেবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us