/indian-express-bangla/media/media_files/2025/10/28/jose-molina-mohun-bagan-2025-10-28-22-26-30.jpg)
মোহনবাগান কোচ হোসে মলিনা
Mohun Bagan Super Giant: মঙ্গলবার (২৮ অক্টোবর) গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে চলতি সুপার কাপের (Super Cup 2025) দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। উল্টোদিকে ছিল ডেম্পো স্পোর্টিং ক্লাব। এই ম্য়াচে সবুজ-মেরুন ব্রিগেড গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে। আর এই পারফরম্যান্সের যাবতীয় দায় নিজের কাঁধে নিলেন মোহনবাগানের 'হেড স্যার' হোসে মলিনা (Jose Molina)। কী বললেন তিনি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
দোষ স্বীকার করলেন মলিনা
এই ম্য়াচে ৮ ফুটবলার পরিবর্তন করে মাঠে নেমেছিল হোসে মলিনার দল। খুব স্বাভাবিকভাবে এমন হতশ্রী ফলাফল দেখে সমর্থকদের যাবতীয় আক্রোশ দলের স্প্যানিশ কোচের উপর গিয়েই পড়ে। সেকারণে ম্য়াচ শেষ হতে না হতে আগেভাগে ক্ষমা চেয়ে নিলেন মলিনা। বললেন, 'এই ম্য়াচে আমি ঠিকমতো পরিকল্পনা সাজাতে পারিনি। সেকারণে গোলের সামতে আমরা তেমন সাফল্য পাইনি। এই দোষটা সম্পূর্ণভাবে আমার।'
East Bengal FC Latest News: এক জয়েই বাজিমাত, মোহনবাগানকে টপকে শীর্ষে ইস্টবেঙ্গল
ডার্বি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাগান কোচ
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'ম্যাচের দ্বিতীয়ার্ধে আমরা তুলনামূলক ভাল পারফরম্য়ান্স করেছিলাম। তবে হ্য়াঁ, আরও ভাল পারফরম্য়ান্স অবশ্য়ই করতে পারতাম। কিন্তু, গোল করতে না পারলে তো আর এইসব কথার কোনও দাম নেই! আগামী ম্য়াচ ডার্বি। দুটো দলের কাছেই একেবারে মরণ-বাঁচন ম্য়াচ। আগামী ম্য়াচের জন্য আমরা একেবারে প্রস্তুত। আশা করছি, জয়ের সরণীতে ফিরতে পারব।' যদিও সমর্থকরা কিন্তু তাঁর উপরে বেজায় খাপ্পা হয়ে রয়েছেন। ডার্বি ম্য়াচ যে তাঁর কাছে একেবারেই সহজ হবে না, এমনটাই অনেকে মনে করছেন।
(বিস্তারিত আসছে...)
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us