East Bengal FC Latest News: এক জয়েই বাজিমাত, মোহনবাগানকে টপকে শীর্ষে ইস্টবেঙ্গল

East Bengal FC: ২০২৫ সুপার কাপের দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে চেন্নাইনকে হারিয়ে সুপার কাপে শীর্ষে উঠল ইস্টবেঙ্গল এফসি। গোল পার্থক্যে টপকাল মোহনবাগানকে।

East Bengal FC: ২০২৫ সুপার কাপের দ্বিতীয় ম্যাচে ৪-০ গোলে চেন্নাইনকে হারিয়ে সুপার কাপে শীর্ষে উঠল ইস্টবেঙ্গল এফসি। গোল পার্থক্যে টপকাল মোহনবাগানকে।

author-image
Koushik Biswas
New Update
Bipin Singh

গোল করার পর বিপিনকে ঘিরে সতীর্থদের উল্লাস

East Bengal FC: ২০২৫ সুপার কাপে (Super Cup 2025) শুরুটা একেবারে আশানুরূপ করতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্য়াচে তারা ডেম্পো এসসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচটি ২-২ গোলে ড্র হওয়ার পর লাল-হলুদ ব্রিগেডের পারফরম্য়ান্স নিয়ে কার্যত 'ছিছিক্কার' পড়ে যায়। মঙ্গলবার (২৮ অক্টোবর) তারা চেন্নাইন এফসি-র বিরুদ্ধে দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমেছিল। আর এই ম্য়াচে তারা ৪-০ গোলে জয়লাভ করেছে। সেইসঙ্গে পয়েন্ট তালিকাতেও মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) টপকে তারা শীর্ষস্থানে উঠে এসেছে।

Advertisment

East Bengal FC Win: গোল তো করলেন, আদৌ 'হিরো' হতে পারলেন হিরোশি?

পয়েন্ট টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল

বর্তমানে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট দুটো দলের কাছেই ৪ পয়েন্ট করে রয়েছে। দুটো দলই হারিয়েছে চেন্নাইন এফসি-কে। তবে গোল পার্থক্যে মোহনবাগানের তুলনায় সামান্য হলেও এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। প্রথম ম্য়াচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করেছিল সবুজ মেরুন ব্রিগেড। দুটো গোলই করেছিলেন জেমি ম্য়াকলারেন।

East Bengal FC vs Chennaiyin FC Highlights: অস্কারের ছোট্ট টিপসেই ভোলবদল ইস্টবেঙ্গলের? ডার্বির আগে পেল ভরপুর অক্সিজেন

Advertisment

দেখে নিন পয়েন্ট টেবিল:

East Bengal FC

আর আজ ইস্টবেঙ্গল একই প্রতিপক্ষের বিরুদ্ধে ৪-০ গোলে জয়লাভ করেছে। জোড়া গোল করেছেন বিপিন সিং। আর একটি করে গোল করেছেন কেভিন সিবিয়ে এবং হিরোশি ইবুসুকি। অর্থাৎ, পরিসংখ্যানের বিচারে ইস্টবেঙ্গল আপাতত মোহনবাগানের থেকে ২ গোলে এগিয়ে রয়েছে। আর সেকারণেই তারা রয়েছে শীর্ষস্থানে।

East Bengal FC Goal: গোয়ায় 'আগুন ঝড়' ইস্টবেঙ্গলের, প্রথমার্ধে জোড়া গোল বিপিনের

প্রথমার্ধে গোল পেল না মোহনবাগান

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবারই আবার সন্ধ্যাবেলা ডেম্পো এসসি-র বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচের প্রথমার্ধের খেলা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। অথচ কোনও দলই আপাতত গোল করতে পারেনি। এই ম্যাচে মোহনবাগান যদি হেরে যায়, তাহলে তো অঙ্ক একেবারে ঘুরে যাবে। তবে যদি ড্র করে, তাহলেও ১ পয়েন্ট তাদের ঝুলিতে চলে আসবে। সেক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে আবারও তারা শীর্ষস্থানে উঠে আসতে পারবে। আর জিতলে তো কোনও কথাই নেই। ডার্বিতে 'খেলা হবে'!

Mohun Bagan Super Giant Super Cup 2025 East Bengal FC