Mohun Bagan Super Giant: দুর্বল ডেম্পোর 'দূর্ভেদ্য' ডিফেন্স, কোটি-কোটি টাকার দল বানিয়েও লজ্জার ড্র মোহনবাগানের

Mohun Bagan Super Giant: অনেকেই মনে করেছিল, ডেম্পোকেও বোধহয় মেরিনার্সরা ২ আঙুলের ফাঁকে টিপে মারবে। কিন্তু, সেই স্বপ্ন আপাতত স্বপ্নই রয়ে গেল। কোটি-কোটি টাকার বিনিময়ে মোহনবাগান সুপার জায়ান্ট দল গড়া হলেও, বিদেশিহীন ডেম্পোর কাছে তারা শেষপর্যন্ত আটকে গেল।

Mohun Bagan Super Giant: অনেকেই মনে করেছিল, ডেম্পোকেও বোধহয় মেরিনার্সরা ২ আঙুলের ফাঁকে টিপে মারবে। কিন্তু, সেই স্বপ্ন আপাতত স্বপ্নই রয়ে গেল। কোটি-কোটি টাকার বিনিময়ে মোহনবাগান সুপার জায়ান্ট দল গড়া হলেও, বিদেশিহীন ডেম্পোর কাছে তারা শেষপর্যন্ত আটকে গেল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bagan Super Giant (19)

ডেম্পোর বিরুদ্ধে লজ্জার ড্র মোহনবাগানের

Mohun Bagan Super Giant: কবি সুকান্ত ভট্টাচার্য্যর 'আগামী' কবিতায় একটি লাইন রয়েছে -- 'ক্ষুদ্র তবে তুচ্ছ নই।' এই শব্দগুচ্ছ যে চলতি সুপার কাপের (Super Cup 2025) অন্যতম দুর্বল দল ডেম্পো এসসি-র জন্য একেবারে প্রযোজ্য, তা বলা যেতেই পারে। গত ২৫ তারিখ তারা ইস্টবেঙ্গলকে আটকে দিয়েছিল। ২-২ গোলে ড্র হয়েছিল খেলা। আর মঙ্গলবার (২৮ অক্টোবর) কার্যত নাক কেটে দিল মোহনবাগান সুপার জায়ান্টের। গোলশূন্য ড্রয়ে শেষপর্যন্ত ম্যাচটা শেষ হল। আর এমন ফলাফল দেখে সবুজ-মেরুন সমর্থকরা কার্যত হতাশায় ভেঙে পড়েছেন।

Advertisment

East Bengal FC Latest News: এক জয়েই বাজিমাত, মোহনবাগানকে টপকে শীর্ষে ইস্টবেঙ্গল

লজ্জার ড্র বাগানের

চলতি সুপার কাপ অভিযান জয় দিয়েই শুরু করেছিল মোহনবাগান। চেন্নাইন এফসি-কে তারা ২-০ গোলে পরাস্ত করেছিল। দুটো গোলই করেছিলেন জেমি ম্য়াকলারেন। এই পরিস্থিতিতে অনেকেই মনে করেছিল, ডেম্পোকেও বোধহয় মেরিনার্সরা ২ আঙুলের ফাঁকে টিপে মারবে। কিন্তু, সেই স্বপ্ন আপাতত স্বপ্নই রয়ে গেল। কোটি-কোটি টাকার বিনিময়ে মোহনবাগান সুপার জায়ান্ট দল গড়া হলেও, বিদেশিহীন ডেম্পোর কাছে তারা শেষপর্যন্ত আটকে গেল।

Advertisment

East Bengal FC vs Chennaiyin FC Highlights: অস্কারের ছোট্ট টিপসেই ভোলবদল ইস্টবেঙ্গলের? ডার্বির আগে পেল ভরপুর অক্সিজেন

মলিনার অতিরিক্ত আত্মবিশ্বাসই 'কাল' হল মোহনবাগানের?

খাতায়-কলমে এই ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট যে অনেকটাই শক্তিশালী ছিল, তা বলা যেতেই পারে। এই পরিসংখ্যানই কি বাগান কোচ হোসে মলিনার অহংবোধ অনেকটা বাড়িয়ে দিয়েছিল? এমন প্রশ্নই আপাতত তুলতে শুরু করেছেন সবুজ-মেরুন সমর্থকরা। নাহলে, কেন তিনি নিজের দলে ৮ ফুটবলারকে বদল করে মাঠে নামবেন? ইস্টবেঙ্গল বনাম ডেম্পো ম্য়াচ দেখে প্রতিপক্ষের শক্তি সম্পর্কে কি তিনি একেবারে ওয়াকিবহাল ছিলেন না? নাকি অতিরিক্ত আত্মবিশ্বাসই তাঁকে দাম্ভিক করে তুলেছিল? সেই উত্তর আপাতত তোলা থাক।

Mohun Bagan Super Giant: মোহনবাগান জিততেই 'হুঙ্কার' শুভাশিসের, এ কথা বললে ইস্টবেঙ্গলকে নিয়ে!

ডেম্পোর বিরুদ্ধে হোসে মলিনা ৪-৪-২ ছকে দল নামিয়েছিলেন। কিন্তু, গোল্ডেন ঈগলের 'দূর্ভেদ্য' ডিফেন্স তাঁর ছেলেরা ভাঙতে পারলেন না। সত্যি কথা বলতে কী, এই ম্য়াচে মোহনবাগানের তুলনায় ডেম্পোর খেলা অনেক বেশিই নজর কেড়েছে।

Mohun Bagan Super Giant vs Chennaiyin FC Highlights: বেলাইন চেন্নাই এক্সপ্রেস, জয় দিয়ে সুপার কাপ শুরু মোহনবাগানের

আগামী ম্য়াচে মোহনবাগানের সামনে অগ্নিপরীক্ষা। ৩১ অক্টোবর কলকাতা ডার্বি ম্য়াচ খেলতে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। প্রসঙ্গত, মঙ্গলবার আবার দিনের প্রথম ম্য়াচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্য়াচে তারা ৪-০ গোলে জয়লাভ করেছে। সঙ্গে উঠে এসেছে শীর্ষস্থানে। এই আত্মবিশ্বাসটা লাল-হলুদ ব্রিগেড আগামী ম্য়াচে অবশ্যই কাজে লাগাতে চাইবে। সঙ্গে নিতে চাইবে ২০২৫ আইএফএ শিল্ড ফাইনালের বদলা। 

Super Cup 2025 Mohun Bagan Super Giant