/indian-express-bangla/media/media_files/2025/06/06/rIruhbF6kmLjhFMlyxah.jpg)
মোহনবাগানের ফুটবলার সৌরভ ভানওয়াল
Mohun Bagan News: ২০২৪-২৫ ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। লিগ শিল্ড জয়ের পাশাপাশি ISL ট্রফিও তারা ক্যাবিনেটে সাজাতে পেরেছে। কলিঙ্গ সুপার কাপে ভাল পারফরম্য়ান্স করলেও, শেষপর্যন্ত ট্রফিটা আর জিততে পারেনি। এই পরিস্থিতিতে সবুজ-মেরুন ব্রিগেডের হেড কোচ হোসে মলিনা কিন্তু আগামী মরশুমের জন্য দলগঠনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন।
এই দলগঠনের কথা মাথায় রেখেই সৌরভ ভানওয়ালকে খেলার প্রস্তাব দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। একবার নয়, দু-দু'বার। তবে সূত্রের খবর, ২ বারই নাকি সৌরভ এই চুক্তি প্রত্যাখান করেছেন। এই পরিস্থিতিতে সৌরভ যে বাগান সমর্থকদের কাছে 'ঘরের শত্রু বিভীষণ' হয়ে উঠেছেন, সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
Mohun Bagan Super Giant: দলবদলের বাজারে বড় খবর, মোহনবাগানকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য তারকা ফুটবলারের
কে এই সৌরভ ভানওয়াল? ইনি একজন মোহনবাগান ডেভেলপমেন্ট প্লেয়ার। এই সৌরভের সঙ্গেই মোহনবাগান সুপার জায়ান্ট চুক্তি বাড়াতে চেয়েছিল। তবে সূত্রের খবর, সৌরভই নাকি এই চুক্তি আর রিনিউ করতে চাইছেন না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মোহনবাগান সুপার জায়ান্ট দলের জার্সিতে তিনি একেবারেই খেলতে আগ্রহী নন।
/indian-express-bangla/media/media_files/2025/06/06/s67wVG3icJEOiL1l9b0h.jpg)
Mohun Bagan Election: মোহনবাগানে ভোট দিতে পারবেন না 'ঘরের ছেলে'? মন খারাপ সুব্রত ভট্টাচার্যর
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাগানের 'হেডস্যার' হোসে মলিনা কিন্তু সৌরভকে জুনিয়র থেকে সিনিয়র দলে নিয়ে আসার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, তা সত্ত্বেও সৌরভ এই চুক্তিতে রাজি হননি। এর পিছনে কারণটা কী? কারণ একটাই। মোহনবাগান সুপার জায়ান্ট ছাড়াও আইএসএল টুর্নামেন্টের আরও বেশ কয়েকটা ক্লাব সৌরভকে খেলার জন্য় প্রস্তাব দিয়েছে। বাগানের এই জুনিয়র ফুটবলার আশা করছেন যে অন্য ক্লাবে গেলে তিনি হয়ত প্রথম একাদশে খেলার সুযোগ পাবেন। আর সেইকারণেই তিনি এই চুক্তি আর রিনিউ করতে চাইছেন না।
Mohun Bagan Super Giants: সবুজ-মেরুন ফ্যানদের জন্য চরম দুঃসংবাদ! ছিটকে গেলেন মোহনবাগানের 'নয়নের মণি'
মোহনবাগান সমর্থদের একাংশ ইতিমধ্যেই সৌরভের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তাঁদের কথায়, যে ফুটবলার চলে যেতে চাইছে, তাকে ছেড়ে দেওয়াই ভাল। কারণ যে দলে দিমিত্রি পেত্রাতোস, অনিরুদ্ধ থাপা কিংবা সাহালের মতো ফুটবলাররা রিজার্ভ বেঞ্চে বসে থাকে, সেখানে সৌরভের মতো একজন জুনিয়র ফুটবলার দল ছেড়ে দিলে বাগানের পারফরম্য়ান্সে খুব বড় প্রভাব পড়বে না। কেউ কেউ আবার মনে করেন, মোহনবাগান সুপার জায়ান্টে সৌরভ এমনিতেই খুব বেশি গেম টাইম পাবে না। সেক্ষেত্রে যদি অন্য কোনও দলের জার্সিতে ও নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চায়, তাহলে সেই সিদ্ধান্তকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত।