Mohun Bagan vs Ahal FK Ticket Price: আর বাকি মোহনবাগান ম্য়াচের মাত্র কয়েকটা টিকিট! কোথায়-কীভাবে পাবেন?

Mohun Bagan vs Ahal FK Tickets: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আহাল এফকে ম্যাচে টিকিটের চাহিদা আপাতত আকাশছোঁয়া। তবে আপাতত টিকিটের জন্য শুরু হয়ে গিয়েছে কাড়াকাড়ি। আর মাত্র কয়েকটা টিকিটই বাকি রয়েছে।

Mohun Bagan vs Ahal FK Tickets: মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আহাল এফকে ম্যাচে টিকিটের চাহিদা আপাতত আকাশছোঁয়া। তবে আপাতত টিকিটের জন্য শুরু হয়ে গিয়েছে কাড়াকাড়ি। আর মাত্র কয়েকটা টিকিটই বাকি রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohun Bgaan Super Giant

মোহনবাগান সুপার জায়ান্টের খুদে সমর্থক

Mohun Bagan Super Giant vs Ahal FK: হাতে আর একেবারে বেশি সময় নেই। আর একঘণ্টার মধ্যেই শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম আহাল এফকে ম্য়াচ। এই ম্য়াচ নিয়ে ইতিমধ্যে চরম উত্তেজনা শুরু হয়েছে। ভারতীয় ফুটবলে মোহনবাগান ইতিমধ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এবার মহাদেশীয় টুর্নামেন্টে নিজেদের যোগ্যতা প্রমাণ করার পালা। কিন্তু, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই খেলাটি আয়োজিত হওয়ার কারণে এখনও পর্যন্ত অনেকে টিকিট কেটে উঠতে পারেননি। তবে যদি আপনারা মাঠে যেতে চান, তাহলে এখনও কয়েকটি টিকিট অবশ্য বাকি রয়েছে। কীভাবে কাটবেন সেই টিকিট? আসুন, সবিস্তারে আলোচনা করা যাক।

Advertisment

Mohun Bagan Super Giant vs Ahal FK: কতখানি শক্তিশালী মোহনবাগানের প্রতিপক্ষ আহাল এফকে? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি

মোহনবাগান বনাম আহাল এফকে ম্য়াচের টিকিট কাটতে হলে আপনাকে 'বুক মাই শো' (BookMyShow) অ্যাপ কিংবা ওয়েব সাইটে যেতে হবে। সেখানে সার্চ অপশনে মোহনবাগান লিখলেই, এই ম্য়াচে টিকিটের উইন্ডো খুলে যাবে। প্রসঙ্গত, এই ম্য়াচে টিকিটের দাম ৫০ টাকা থেকে শুরু হয়েছিল। তারপর একে একে ১০০, ২০০, ৫০০, ২০০০ এবং ২,৫০০ টাকা পর্যন্ত এই টিকিটের দাম ধার্য করা হয়েছে। শেষপর্যন্ত পাওয়া খবর অনুসারে, ৫০, ১০০ এবং ২০০ টাকার টিকিট এখনও পর্যন্ত কয়েকটা বাকি রয়েছে। সেগুলো কেটে আপনি স্টেডিয়ামে ঢুকতে পারবেন। তাহলে আর দেরি কেন? মাঠে বসে খেলা দেখতে হলে, এখনই আপনার টিকিট বুক করে ফেলুন।

Advertisment

Mohun Bagan Super Giant: কীভাবে বধ করবেন আহাল এফকে-কে? বাগান জয়ের 'গুরুমন্ত্র' ফাঁস মলিনার

কীভাবে কাটবেন টিকিট?

প্রথমে আপনাকে বুক মাই শো লগ ইন করতে হবে। তারপর আপনি কতগুলো টিকিট কাটতে চান সেই অপশন আপনাকে দেখানো হবে। সংখ্যাটা জানিয়ে দেওয়ার পর আপনাকে স্টেডিয়ামের একটা নীল-নকশা দেখানো হবে। সেটা দেখেই আপনি বুঝে যাবেন, কোন কোন স্ট্যান্ডে এখনও পর্যন্ত টিকিট রয়েছে। নির্দিষ্ট স্ট্যান্ড সিলেক্ট করলেই আপনাকে টিকিটের দাম দেখিয়ে দেওয়া হবে। অবশেষে আপনি অনলাইন পেমেন্ট করে টিকিট বুক করতে পারবেন।

Book

বাড়িতে বসেও দেখতে পারেন মোহনবাগান বনাম আহাল এফকে ম্য়াচ

সমর্থকরা বাড়িতে বসে ফ্যানকোড (Fancode) অ্যাপ এবং ওয়েবসাইটে এই ম্য়াচ দেখতে পাবেন। তবে এই ম্যাচটার জন্য আপনাদের একেবারে সামান্য খরচ করতে হবে। শুধুমাত্র এই ম্য়াচটার জন্য ৬৯ টাকার বিনিময়ে আপনি পাস সংগ্রহ করতে পারেন। আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ টুর্নামেন্টের প্রতিটা ম্য়াচ দেখার জন্য আপনি ৯৯ টাকার বিনিময়ে পাস কিনতে পারেন। ভারতে আর অন্য কোনও প্ল্যাটফর্মে এই ম্য়াচ দেখা যাবে না।

Mohun Bagan Super Giant Ahal FK BookMyShow