/indian-express-bangla/media/media_files/2025/10/25/jamie-maclaren-2025-10-25-20-38-19.jpg)
গোল করলেন জেমি ম্য়াকলারেন
Mohun Bagan Super Giant: শুরু হয়ে গিয়েছে ২০২৫ সুপার কাপ (Super Cup 2025)। এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ চেন্নাইন এফসি। খেলা চলাকালীন যা ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তাতে মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখাই কষ্টকর হয়ে উঠছে। কিন্তু, এই অঝোর বর্ষণেও বাগানে ফুটল ফুল। ফোটালেন দলের তারকা ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন। প্রথমার্ধ শেষে মোহনবাগান আপাতত ১-০ গোলে এগিয়ে রয়েছে।
Mohun Bagan Super Giant News: 'মোহনবাগান সমর্থকদের মুখে হাসি ফোটাব...', কথা দিলেন আপুইয়া
একাধিক সুযোগ নষ্ট
এই খেলায় একেবারে প্রথম মিনিট থেকে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। পরিসংখ্যান বলছে, প্রথম আধঘণ্টার মধ্যে চেন্নাইন এফসি তিনটে ফ্রি-কিক হাসিল করেছিল। কিন্তু, একটা সুযোগও তারা গোলে রূপান্তর করতে পারেনি। এমনকী, ৩৫ মিনিটে চেন্নাইন এফসি-র ফুটবলার জীতেশ্বর গোলের দরজা প্রায় খুলেই ফেলেছিলেন। নেহাত মোহনবাগানের অতন্দ্র প্রহরীর নাম বিশাল কাইথ। সেকারণে তিনি ঝাঁপিয়ে পড়ে বাগান রক্ষা করলেন।
দুরন্ত গোল জেমি ম্যাকলারেনের
অবশেষে ৩৮ মিনিটে বাগানের হয়ে গোলের দরজা খুলে দিলেন জেমি ম্যাকলারেন। আধঘণ্টা পেরোতে না পেরোতেই অল-আউট আক্রমণের পথে এগোতে শুরু করে সবুজ-মেরুন ব্রিগেড। ঠিক সেইসময় লালডিনলিয়ানার সঙ্গে কার্যত লড়াই করে বলটা ছিনিয়ে নেন লিস্টন কোলাসো। এরপর ওভারল্যাপ করে তিনি বলটা ম্যাকলারেনের দিকে এগিয়ে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার এই ফুটবলার প্রথমে লালডিনপুইয়াকে পরাস্ত করেন। অবশেষে চেন্নাইনের গোলকিপার নওয়াজকে কার্যত বোকা বানিয়ে মেরিনার্সদের লিড এনে দেন।
Mohun Bagan Super Giant: সুপার কাপের আগে দারুণ খবর মোহনবাগানে, আনন্দে আত্মহারা মেরিনার্সরা
সুপার কাপ জয়ই লক্ষ্য মোহনবাগানের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি আইএফএ শিল্ড জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেকারণে মেরিনার্সদের আত্মবিশ্বাস আপাতত সপ্তম স্বর্গে রয়েছে। সেই আত্মবিশ্বাসের ঝলকই শনিবাসরীয় ম্য়াচে দেখতে পাওয়া যাচ্ছে। ম্যাচের আগের দিন অর্থাৎ শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের হেড কোচ হোসে মলিনা। তাঁর কথায়, সবুজ-মেরুন ব্রিগেড আরও একটা খেতাব জয় করতেই মাঠে নামছে। তাঁর কথায়, এই দলে রক্ষণ এবং আক্রমণভাগের মধ্যে যথেষ্ট ভারসাম্য রয়েছে। শেষপর্যন্ত মোহনবাগান সুপার কাপ জিততে পারে কি না, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us