/indian-express-bangla/media/media_files/2025/07/29/srinjoy-bose-2025-07-29-02-40-42.jpg)
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব সৃঞ্জয় বসু
Mohun Bagan Super Giant: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। আগামী শনিবার (২৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ২০২৫ সুপার কাপ (Super Cup 2025) টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি অংশগ্রহণ করছে। ইতিমধ্যে দুটো দলই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে সমস্যা তৈরি হয়েছে ম্য়াচের সময় নিয়ে। গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলকে যেখানে তিনটের মধ্যে ২ ম্য়াচই বিকেল সাড়ে চারটে থেকে খেলতে হবে। সেখানে মোহনবাগান তাদের প্রত্যেকটা ম্য়াচই খেলবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। এই বিষয়টি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এবার এই অসন্তোষের পালটা জবাব দিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু (Srinjoy Bose)।
Mohun Bagan Super Giant: সুপার কাপের আগে দারুণ খবর মোহনবাগানে, আনন্দে আত্মহারা মেরিনার্সরা
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মোহনবাগান ক্লাব তাঁবুতে উচ্ছ্বাসের জোয়ার কার্যত উপচে পড়েছিল। আসলে কয়েকদিন আগেই আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। গতকাল সেই শিল্ড মোহনবাগান ক্লাব তাঁবুতে আসে। এই শিল্ড দেখার জন্য ক্লাব কর্তাদের পাশাপাশি এসেছিলেন সবুজ-মেরুন সমর্থকরাও। উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। আসন্ন সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের এই অসন্তোষের ব্যাপারে যখন তাঁকে প্রশ্ন করা হয়, সৃঞ্জয় বসু বললেন, 'এই ২ দিন আগেই তো শুনলাম... ইশ! মোহনবাগান টাই-ব্রেকারে জিতেছে। আমার প্রশ্ন একটাই। ইস্টবেঙ্গল যদি টাই-ব্রেকারে জিতত, তাহলে ট্রফিটা কি আমাদের বাড়ি পাঠিয়ে দিত? ওরা নিজেদের ব্যাপার নিয়ে থাকুক। আমরা আমাদের পয়েন্ট বলব, ওরা ওদের পয়েন্ট বলুক। ওরা যদিও ওদের মতো সময় পায়, আর আমরা আমাদের মতো, তাহলে একই হল। ফলে, অন্যের ভাল দেখে এত দুঃখ পাওয়া উচিত নয়। নিজেদের ঘরটা আগে সামলানো উচিত।'
Mohun Bagan Super Giant: 'ওরা প্রতিবার হারে, আর...', ইস্টবেঙ্গকে বেনজির আক্রমণ দেবাশিসের!
আসুন, দুই দলের সূচিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
ইস্টবেঙ্গল এফসি:
- ২৫ অক্টোবর: বনাম ডেম্পো এসসি (বিকেল সাড়ে ৪টে)
- ২৮ অক্টোবর: বনাম চেন্নাইন এফসি (বিকেল সাড়ে ৪টে)
- ৩১ অক্টোবর: বনাম মোহনবাগান সুপার জায়ান্ট (সন্ধ্যা সাড়ে ৭টা)
Mohun Bagan Super Giant News Update: সুপার কাপে মোহনবাগানের রেকর্ড জানেন? শুনলে উড়ে যাবে রাতের ঘুম!
মোহনবাগান সুপার জায়ান্ট:
- ২৫ অক্টোবর: বনাম চেন্নাইন এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা)
- ২৮ অক্টোবর: বনাম ডেম্পো এসসি (সন্ধ্যা সাড়ে ৭টা)
- ৩১ অক্টোবর: বনাম ইস্টবেঙ্গল এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা)
Mohun Bagan Super Giant: মোহনবাগানেকে জিতিয়েই 'হুঙ্কার' মেহতাবের, ঘুম উড়বে বিপক্ষের
এই ব্যাপারে মুখ খুলেছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্তও। তিনি বললেন, 'আমরা ছোটবেলা থেকে বাংলায় একটা কথা শুনে এসেছি। নাচতে না জানলে উঠোন ব্যাঁকা। আগে খেলাটা ঠিক করে খেলুক, তাহলেই ম্য়াচ জিততে পারবে। এ মাঠ ভাল, ও মাঠ খারাপ। এ আগে খেলছে, ও পরে খেলছে। এমনটা আমরাও বহুবার ফেস করেছি। ওরা কী করছে আমি বলতে পারব না। ওইদিনের ম্য়াচে যারা ভাল খেলবে, তারাই জিততে পারবে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us