/indian-express-bangla/media/media_files/2025/08/09/apuia-ralte-mohun-bagan-2025-08-09-10-33-18.jpg)
বাগানের তারকা মিডফিল্ডার আপুইয়া রালতে
Mohun Bagan Super Giant: আইএফএ শিল্ড জয় আপাতত অতীত। এবার সামনে লক্ষ্য ২০২৫ সুপার কাপ (Super Cup 2025)। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সুপার কাপের খেতাব ইস্টবেঙ্গল ইতিমধ্যে একবার অর্জন করতে পারলেও, মোহনবাগান কিন্তু এখনও পর্যন্ত সেই সাফল্যের স্বাদ পায়নি। তবে এবার তারা ভাগ্যের চাকা ঘোরাতে মরিয়া। অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া গেল দলের তারকা মিডফিল্ডার আপুইয়া (Apuia) রালতের কথায়।
সম্প্রতি আইএফএ শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্য়াচে প্রথমার্ধের একেবারে শেষদিকে মোহনবাগানের হয়ে সমতা ফিরিয়েছিলেন আপুইয়া। অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানে মোহনবাগান ৫-৪ গোলে জয়লাভ করে। আসন্ন সুপার কাপেও আপুইয়া সেই সাফল্যের রেশ ধরে রাখতে চান। স্পষ্ট জানিয়ে দিলেন, 'আপনারা আমাদের পাশে থাকুন। কথা দিচ্ছি, মোহনবাগান সমর্থকদের মুখে আবারও হাসি ফোটাব।'
Mohun Bagan Super Giant: সুপার কাপের আগে দারুণ খবর মোহনবাগানে, আনন্দে আত্মহারা মেরিনার্সরা
আপুইয়া রালতে বললেন, 'আইএফএ শিল্ড জেতার পর আমরা যথেষ্ট আত্মবিশ্বাস পেয়েছি। আশা করছি, আগামী টুর্নামেন্টে এই আত্মবিশ্বাস আমরা কাজে লাগাতে পারব। পরপর দুটো টুর্নামেন্ট আমাদের কাছে কোনও অসুবিধা সৃষ্টি করবে না। আদতে আমাদের লাভই হবে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৩১ অক্টোবর ফের কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। সেই ডার্বি উত্তেজনার পারদও ইতিমধ্যে চড়তে শুরু করেছে। তবে আপুইয়ার কথায়, 'আপাতত ডার্বি ম্য়াচ নিয়ে আমরা একেবারেই মাথা ঘামাচ্ছি না। এই ম্য়াচের আগে আরও ২ ম্য়াচ রয়েছে। আপাতত একটা করে ম্য়াচ ধরেই আমরা এগোতে চাই।'
Mohun Bagan Super Giant: 'ওরা প্রতিবার হারে, আর...', ইস্টবেঙ্গকে বেনজির আক্রমণ দেবাশিসের!
আসুন, দুই দলের সূচিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
ইস্টবেঙ্গল এফসি:
- ২৫ অক্টোবর: বনাম ডেম্পো এসসি (বিকেল সাড়ে ৪টে)
- ২৮ অক্টোবর: বনাম চেন্নাইন এফসি (বিকেল সাড়ে ৪টে)
- ৩১ অক্টোবর: বনাম মোহনবাগান সুপার জায়ান্ট (সন্ধ্যা সাড়ে ৭টা)
মোহনবাগান সুপার জায়ান্ট:
- ২৫ অক্টোবর: বনাম চেন্নাইন এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা)
- ২৮ অক্টোবর: বনাম ডেম্পো এসসি (সন্ধ্যা সাড়ে ৭টা)
- ৩১ অক্টোবর: বনাম ইস্টবেঙ্গল এফসি (সন্ধ্যা সাড়ে ৭টা)
Mohun Bagan Super Giant News Update: সুপার কাপে মোহনবাগানের রেকর্ড জানেন? শুনলে উড়ে যাবে রাতের ঘুম!
সবশেষে আপুইয়াকে প্রশ্ন করা হয়েছিল যে কোন দল মোহনবাগান সুপার জায়ান্টের কাছে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে বলে আপনার মনে হয়? জবাবে এই তরুণ ফুটবলার বললেন, 'সুপার কাপে অংশগ্রহণকারী অধিকাংশ দলই যথেষ্ট ভাল। সেক্ষেত্রে কোনও একটা দলের নাম উল্লেখ করা আমাদের কাছে খুবই কঠিন হবে। প্রত্যেকটা দলে যথেষ্ট ভাল মানের বিদেশি এবং ভারতীয় ফুটবলার রয়েছে। তবে বাকি দলগুলোর তুলনায় এফসি গোয়া কঠিনতম প্রতিপক্ষ হতে পারে বলে আমার মনে হয়।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us