Advertisment

ভিডিও: টিটি-তে ধোনির শটে চমকালেন ব্র্য়াভো, জাদেজার কেরামতি বিলিয়ার্ড বোর্ডে

মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা আর ডোয়েন ব্র্যাভো, দেখতে গেলে চেন্নাই সুপার কিংসের এই তিন ক্রিকেটার দলের প্রাণভোমরা। মাঠে হোক বা মাঠের বাইরে তাঁদের বন্ধুতাও অন্য় পর্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni and Dwayne Bravo in table tennis rally

ভিডিও: টিটি-তে ধোনির শটে চমকালেন ব্র্য়াভো, জাদেজার কেরামতি বিলিয়ার্ড বোর্ডে (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)

মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা আর ডোয়েন ব্র্যাভো, দেখতে গেলে চেন্নাই সুপার কিংসের এই তিন ক্রিকেটার দলের প্রাণভোমরা। মাঠে হোক বা মাঠের বাইরে তাঁদের বন্ধুতাও অন্য় পর্যায়ের।

Advertisment

রবিবার সিএসকে ফ্য়ানেদের দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছে। সেখানে দেখা যাচ্ছে ধোনি-ব্র্য়াভো টেবিল টেনিসে মেতেছেন। ধোনির স্ট্রোকে প্রায় রীতিমতো চমকে গিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। অন্য়দিকে জাদেজা বিলিয়ার্ড বোর্ডেই নিজের শট মেরার কারিকুরি দেখিয়েছেন।

আরও পড়ুন-দুনিয়া জুড়ে ধোনির নামের গাড়ি, মুগ্ধ সিএসকে

পুরো ভিডিও দেখুন-

ঘটনাচক্রে সিএসকে-র এই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় ফ্য়ানেদের মধ্য়ে। চলতি বছর মার্চে দিওয়ালি কালেকশন বিজ্ঞাপনের এটি ভিডিও শুট। যা দেখার পরেই ইয়েলো আর্মি উচ্ছ্বসিত হয়ে ওঠে।

আরও পড়ুন-আইপিএল থেকে কি বিদায় ধোনির! আপডেট দিল সিএসকে

ধোনির অবসর নিয়ে জোরালো গুঞ্জন চলছে। এবং তা থামার ইঙ্গিত নেই। ভারতের বিশ্বকাপ বিপর্যয়ের পর ধোনি এখনও দেশের জার্সিতে খেলেননি। যদিও সূত্রের খবর আইপিএলের অন্য়তম সফল দলের সফল অধিনায়ক আগামী বছর চেন্নাইয়ের জার্সিতেই আইপিএল খেলবেন।

IPL DJ BRAVO Ravindra Jadeja MS DHONI Chennai Super Kings
Advertisment