/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/MS-Dhoni_.jpg)
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন ধোনি
ফের একবার নেট অনুশীলনে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। তারপরেই শুরু হয়েছে প্রত্যাবর্তনের জল্পনা। পরের মাসেই উইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে নামবে ভারত। ঘরের মাটিতে সেই সিরিজে ধোনি সম্ভবত থাকছেন না। জানা গিয়েছে সূত্রে। বিশ্বকাপের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে। অনির্দিষ্টকালের জন্য নিজেকে সরিয়ে নিয়েছেন জাতীয় দল থেকে। অবসরের গুঞ্জনও শুরু হয়েছিল। যদিও ধোনি মৌনব্রত পালন করছেন।
প্রথমে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। জানানো হয়েছিল, তিনি সেনাবাহিনীর কাজে যাবেন কাশ্মীরে। তারপরে অবশ্য ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজে দেখা যায়নি তাঁকে। তাঁকেই এবার দেখা গেল হোমটাউন রাঁচিতে অনুশীলনে। তারপরেই শুরু হয়ে গিয়েছে প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন।
.@msdhoni’s first net session after a long long break.
Retweet if you can’t wait to see him back!????????#Dhoni#MSDhoni#Ranchi#JSCApic.twitter.com/2X6kbQNYMG
— MS Dhoni Fans Official (@msdfansofficial) November 15, 2019
আরও পড়ুন শিশুকে খাওয়াচ্ছেন ধোনি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু হচ্ছে মুম্বইতে। তিনটে করে টি২০ ও ওয়ানডে খেলবেন দুই দলের ক্রিকেটাররা। সেই সিরিজে ধোনি নেই। জানিয়ে দিয়েছেন বোর্ডের এক কর্তাই। "ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না ধোনি।", জানিয়ে দিয়েছেন বোর্ডের এক শীর্ষকর্তা।
নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। যদিও ধোনি স্পিকটি নট! এর মাঝে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়ে দিয়েছিলেন, ধোনি-অধ্যায়কে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে চান তাঁরা। ঋষভ পন্থই যে ভবিষ্যতের জন্য নির্বাচকদের বাজি, তা-ও স্পষ্ট করে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন ধোনির লক্ষ্য বিশ্বকাপ, তবে নির্বাচক প্রধানের মুখে অন্য বার্তা
ইডেনে ২২ তারিখ থেকে বসছে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট। দিন-রাতের সেই টেস্ট ঘিরে উত্তেজনা তুঙ্গে। খবর রটে গিয়েছিল সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে ধোনি আমন্ত্রিত ইডেনে। সেখানে ধারাভাষ্যকারের ভূমিকাও পালন করতে পারেন। তবে ইডেন টেস্টে ধোনি ধারাভাষ্য দিতে পারবেন না। বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে সেক্ষেত্রে স্বার্থ সংঘাতে জড়িয়ে যাবেন তিনি।