/indian-express-bangla/media/media_files/2025/07/07/ms-dhoni-2025-07-07-02-14-38.png)
শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি
MS Dhoni Birthday: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) সোমবার অর্থাৎ ৭ জুলাই ৪৪তম জন্মদিন পালন করছেন। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ২০০৭ সালে আইসিসি টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে। মহেন্দ্র সিং ধোনির ক্রিকেটীয় যাত্রা একেবারেই সহজ ছিল না। এই সফর নিয়েই আজ আমরা আলোচনা করব। একটা রান আউট দিয়ে শুরু হয়েছিল ধোনির ক্রিকেট কেরিয়ার। শেষও হয়েছিল রান আউট দিয়েই।
২০০৪ সালে করেছিলেন ডেবিউ
মাত্র ১৮ বছর বয়সে মহেন্দ্র সিং ধোনি সেন্ট্রাল কোল্স ফিল্ড লিমিটেড দলের হয়ে খেলবেন বলে আলোচনা শুরু হয়েছিল। ঠিক এমন সময়েই সাউথ সেন্ট্রাল রেলওয়ের তৎকালীন ডিআরএম অনিমেষ গঙ্গোপাধ্যায় রেলওয়ে দলের হয়ে খেলার পরামর্শ দিয়েছিলেন। অনিমেষ গঙ্গোপাধ্যায় কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে বেশ পছন্দ করতেন। খেলাধুলোর কোটাতেই তিনি টিটিই বিভাগে চাকরি পেয়ে যান। এরপর রেলওয়ের হয়ে একাধিক ম্য়াচ খেলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে রেলওয়ের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। এরপর বিসিসিআই তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ দিয়েছিল।
২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয় মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্য়াচে তিনি খাতাই খুলতে পারেননি। রান আউট হয়ে ফিরে যেতে হয় তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা বেশ খারাপই হয়েছিল মহেন্দ্র সিং ধোনির। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ১৪৮ রানের ধামাকার ইনিংস খেলার পর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩ রানের একটি অনবদ্য ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। এখান থেকেই বিস্ফোরক ফিনিশার হিসেবে সুনাম অর্জন করেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্সের পর ২০০৭ সালে আয়োজিত টি-২০ বিশ্বকাপে তাঁর হাতেই টিম ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়া হয়। ধোনির নেতৃত্বে ভারত এই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারায় এবং শিরোপা জয় করে।
বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন টিম ইন্ডিয়াকে
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০১১ সালে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপেও জয়লাভ করেছিল। ফাইনাল ম্য়াচে শ্রীলঙ্কাকে দুরমুশ করে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনি ৯১ রানের অপরাজিত একটি ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলেন। ২৮ বছর পর একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল 'মেন ইন ব্লু'। এরপর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করেছিলেন। ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০১০ এবং ২০১৬ সালে এশিয়া কাপের খেতাবও জয় করে।
আইপিএলে CSK-কে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন
এখানেই শেষ নয়। আইপিএল টুর্নামেন্টেও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে জয়জয়কার দেখতে পাওয়া যায়। এই টুর্নামেন্টে অন্যতম সফল অধিনায়ক হিসেবে তিনি নিজের নাম খোদাই করতে পেরেছেন। ধোনির নেতৃত্বেই চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সমর্থকদের ভালবাসার কারণেই ধোনি ৪২ বছর বয়সেও আইপিএল টুর্নামেন্ট খেলে যাচ্ছেন।