Advertisment

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন ধোনি

শোনা যাচ্ছে বিসিবি দু'দিনের জন্য় এই ম্য়াচ আয়োজন করতে চলেছে। সেখানেই খেলতে পারেন মাহি। যাঁকে শেষবার দেশের জার্সিতে দেখা গিয়েছিল গত বিশ্বকাপে। তারপর থেকে ধোনি  বিশ্রামে রয়েছেন অর্নিদিষ্টকালীন সময়ের জন্য়।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni international comeback?

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন ধোনি

আগামী বছর আইপিএলের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন করতে পারেন মহেন্দ্র সিং ধোনি। সৌজন্য়ে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ ম্য়াচ।

Advertisment

শোনা যাচ্ছে বিসিবি দু'দিনের জন্য় এই ম্য়াচ আয়োজন করতে চলেছে। সেখানেই খেলতে পারেন মাহি। যাঁকে শেষবার দেশের জার্সিতে দেখা গিয়েছিল গত বিশ্বকাপে। তারপর থেকে ধোনি  বিশ্রামে রয়েছেন অর্নিদিষ্টকালীন সময়ের জন্য়।

ইন্ডিয়া টুডে-র প্রকাশিত খবরে বলা হয়েছে যে, শুধু ধোনিই নন, ভারতের সাতজন ক্রিকেটারকে এশিয়া একাদশের চাইছে বিসিবি। তাঁরা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজা। বিরাট-ধোনিদের যাতে এই ম্য়াচে খেলতে দেওয়া হবে সে মর্মে বিসিবি অনুরোধ জানাবে বিসিসিআইকে।

আরও পড়ুন-ধোনিকে কেন তাড়াতাড়ি নির্বাসনে পাঠাতে চাইছে সবাই, প্রশ্ন শাস্ত্রীর

বিসিবি-র প্রধান এক্সিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরি বলছেন, “আমরা এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্য়ে দুটি আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ আয়োজনের কথা ভাবছি। বিসিসিআই ও অনান্য় এশিয়ার ক্রিকেট বোর্ডগুলির সঙ্গে যোগাযোগে রয়েছি নিয়মিত। আমরা চাইব তারা যেন এই দু'টো ম্যাচের কথা ভেবে খেলোয়াড়দের ছাড়ে।

আরও পড়ুন-ভারতীয় ক্য়াব চালক ভাড়া নিতে চাননি, পাক ক্রিকেটাররা তাঁকে নিয়ে গেলেন রেস্তোরাঁয়

ধোনির অবসর নিয়ে যাঁরা কথা বলছেন, তাঁদের কিছুদিন আগেই এক হাত নিয়েছিলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। তিনি জানিয়েছিলেন, “ধোনিকে নিয়ে যারা কথা বলছে তাদের অর্ধেকে নিজেদের জুতোর ফিতেটাও বাঁধতে পারে না। আর দেখতে হবে ধোনি দেশের জন্য় কী করেছে। আমি বুঝতে পারছি না কেন লোকজন এত তাড়াতাড়ি ধোনিকে নির্বাসনে পাঠাতে চাইছে? হতে পারে তাদের আর বলার মতো কোনও বিষয় নেই। ওকে নিয়ে কোনও মন্তব্য়ই অত্য়ন্ত অসম্মানজনক। ১৫ বছর দেশের হয়ে খেলেছে ধোনি। ও কি জানে না ওর জন্য় কী ঠিক! ও যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিল তখন কী বলেছিল? ও বলেছিল ঋদ্ধিমান সাহা যথেষ্ট ভাল যাঁর হাতে উইকেট-কিপিং গ্লাভসটা তুলে দেওয়া যায়। ও ঠিক ছিল। ধোনি দলকে ছায়া দেয়। সবসময় নিজের মতামত ভাগ করে নেয়।”

cricket MS DHONI
Advertisment