/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/leander-paes-and-ms-dhoni.jpg)
চ্যারিটি ফুটবল ম্যাচে ধোনি ও লিয়েন্ডার (ফেসবুক)
তাঁকে নিয়ে অবসরের জল্পনা প্রতিদিনই তীব্রতর হচ্ছে। অথচ মহেন্দ্র সিং ধোনি রয়েছেন খোশমেজাজে। ক্রিকেট মাঠের বাইরে আপাত-অবসর জীবন ভালভাবেই উপভোগ করছেন তিনি। এবার ধোনিকে দেখা গেল লিয়েন্ডার পেজের সঙ্গে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে অংশ নিতে। যেখানে চুটিয়ে টেনিস তারকার সঙ্গে খেললেন তিনি। মাঠও মাতালেন।
বিশ্বকাপের পরে ধোনিকে এখনও বাইশ গজে দেখা যায়নি। বিশ্বকাপ থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেই অব্য়াহতি চেয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, তিনি কাশ্মীরে ডিউটির জন্য ক্রিকেট থেকে সাময়িকভাবে সরে দাঁড়াচ্ছেন। তারপরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের সিরিজেও তাঁকে রাখেননি নির্বাচকরা। পরে জানা যায়, ধোনিই নাকি এখন খেলতে আগ্রহী নন। নভেম্বর মাসে বাংলাদেশ সিরিজ পর্যন্ত খেলবেন না তিনি।
আরও পড়ুন ধোনি কি এবার অভিনয়ে? জানা গেল প্রচারমাধ্যমে
এমন আবহেই তাঁর অবসরের জল্পনা জোরালো হয়। নির্বাচকরা সংবাদমাধ্যমে ধোনির বিকল্প হিসেবে ঋষভ পন্থকে তুলে ধরছিলেন। নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছিলেন, ঋষভেরও ব্যাক আপ হিসেবে সঞ্জু স্য়ামসন, ইশান কিষানদের তৈরি রাখছে টিম ম্যানেজমেন্ট। এরপরেই ধরে নেওয়া হয়েছিল ধোনি বিদায় জানাবেন বাইশ গজকে। তবে এখনও ধোনি নিজের অবসর নিয়ে মুখ খোলেননি।
আরও পড়ুন মোদীর পরে ধোনিই ভারতে সবথেকে প্রশংসিত, সমীক্ষায় প্রকাশ তথ্য
মাঝে বিরাট কোহলি ধোনিকে নিয়ে টুইটারে পোস্ট করায় অবসরের জল্পনা আরও জোরালো হয়। সেই সময় নির্বাচক প্রধান স্বয়ং আবার মুখ খুলতে বাধ্য হয়েছিলেন। বলেছিলেন, ধোনির অবসর নিয়ে তাঁর কাছে কোনও খবর নেই। পাশাপাশি সাক্ষী ধোনিও টুইটারে জানিয়েছিলেন, একেই বলে গুজব। এমন সময়েই রীতি স্পোর্টসের ফেসবুক পেজে চ্যারিটি ম্যাচের ছবি আপলোড করা হয়। যেখানে ধোনি, লিয়েন্ডারের সঙ্গে একগুচ্ছ তারকাকে দেখা যায় চ্যারিটি ম্যাচে অংশ নিতে।
আরও পড়ুন নভেম্বর পর্যন্ত ক্রিকেটে নেই ধোনি, বিশ্রামে থাকবেন
সবমিলিয়ে ক্ষণিক-অবসর যে ধোনি ভালই উপভোগ করছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।