মহেন্দ্র সিং ধোনি কি গায়ক হিসাবে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন? সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিচ্ছেন তিনি। কখনও সাতের দশক তো কখনও নয়ের দশকের গান গেয়ে মাতিয়ে দিচ্ছেন মাহি।
এর আগে বহু অবতারে দেখা গিয়েছে ধোনিকে। সোশ্য়াল মিডিয়ায় প্রতিবারই মন জয় করে নিয়েছেন তিনি। এবারও ব্য়তিক্রম হল না। গত সপ্তাহে ধোনির গলায় 'জুর্ম' সিনেমার অত্য়ন্ত জনপ্রিয় গান ‘যব কোই বাত বিগড় যায়ে’ ভাইরাল হয়ে গিয়েছিল। এবার ধোনির কন্ঠে ১৯৭৬ সালের ছবি 'কভি কভি'র অসাধারণ গান ‘ম্য়ায় পল্ দো পল্ কা শায়ার হু’ সোশালে ঝড় তুলে দিল।
আরও পড়ুন-পুরনো বলিউড গান ধোনির গলায়, ভিডিও মুহূর্তে ভাইরাল
‘যব কোই বাত বিগড় যায়ে’ গানটি ধোনি গেয়েছিলেন একটি প্রাইভেট পার্টিতে। এবার একটি ইভেন্টে এসে গান গাইলেন মাহি। ধোনির গলায় গান শুনে দর্শকরা মোহিত হয়েছেন। ধোনির অত্য়ন্ত পছন্দের গানের তালিকাতেই রয়েছে এই গান।
ধোনির গলায় শুনুন ‘ম্য়ায় পল্ দো পল্ কা শায়ার হু’
আরও পড়ুন-জানুয়ারি পর্যন্ত প্রত্যাবর্তন নিয়ে কোনও প্রশ্ন নয়, বলছেন ধোনি
বিশ্বকাপের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি ধোনিকে। যদিও কিছুদিন আগেই ধোনি অনুশীলনে ফিরেছেন। মাঠে দেখা গিয়েছে ঝাড়খণ্ডের অনুর্ধ্ব-২৩ ক্রিকেটারদের সঙ্গে। এতেই স্পষ্ট এখনই অবসরের চিন্তা নেই ধোনির।অবসরের জল্পনা উড়িয়েই ধোনি এক অনুষ্ঠানে কিছুদিন আগে বলে দিয়েছিলেন, জানুয়ারি পর্যন্ত কেউ যেন তাঁকে অবসর নিয়ে কোনও প্রশ্ন না করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের ক্রিকেটের পরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন কোহলিরা। সূত্রের খবর কিউয়িদের বিরুদ্ধেই ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ফের প্রত্যাবর্তন ঘটাতে পারেন।