ধোনি কি অবসর নিচ্ছেন? ট্রেন্ডিং হ্য়াশট্য়াগে চিন্তায় ফ্য়ানেরা

মঙ্গলবার সকাল থেকেই টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে #DhoniRetires। যা দেখে মহেন্দ্র সিং ধোনির ফ্য়ানেদের বুকটা ফের একবার কেঁপে উঠেছে।

মঙ্গলবার সকাল থেকেই টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে #DhoniRetires। যা দেখে মহেন্দ্র সিং ধোনির ফ্য়ানেদের বুকটা ফের একবার কেঁপে উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
MS Dhoni to retire? Trending hashtag

ধোনি কি অবসর নিচ্ছেন? ট্রেন্ডিং হ্য়াশট্য়াগে চিন্তায় ফ্য়ানেরা (অলঙ্করণ-অভিজিত বিশ্বাস)

মঙ্গলবার সকাল থেকেই টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে #DhoniRetires। যা দেখে মহেন্দ্র সিং ধোনির ফ্য়ানেদের বুকটা ফের একবার কেঁপে উঠেছে। কিন্তু সোশাল মিডিয়া যতই এমএসডি-র অবসরের কথা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠুক না কেন, এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়কের অবসরের ইস্যুতে কোনও খবরই নেই।

Advertisment

টুইটারে ধোনির ফ্য়ানেরা ধোনির অবসরের কথা জানার পরেই নিজেদের মন্তব্য় পোষণ করতে শুরু করে দেনে। তাঁদের প্রত্য়েকেই চাইছেন নীল জার্সিতে ভারতের সর্বকালের অধিনায়ক আরও কয়েকটা বছর বাইশ গজে রাজত্ব করুক।

আরও পড়ুন-ধোনিকে কেন তাড়াতাড়ি নির্বাসনে পাঠাতে চাইছে সবাই, প্রশ্ন শাস্ত্রীর

Advertisment

আরও পড়ুন-দল আর ধোনিকে আঁকড়ে নেই, ‘এগিয়ে যাওয়ার’ বার্তা নির্বাচকদের

আরও পড়ুন-দেখুন ভিডিও: চ্যাম্পিয়নরা দ্রুত ফুরিয়ে যায় না, ধোনি প্রসঙ্গে বললেন সৌরভ

বিশ্বকাপের পর আর দেশের জার্সিতে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। লম্বা ব্রেক নিয়েছেন মাহি। টিম ইন্ডিয়ার হয়ে ধোনি আদৌ কবে মাঠে নামবেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। সবটাই অনুমানভিত্তিক। ভারতীয় দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ যদিও সাফ বুঝিয়ে দিয়েছেন যে, ধোনিকে বাদ দিয়েই দল এগিয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া আর  ধোনিকে আঁকড়ে নেই। উইকেটকিপার হিসাবে তাঁদের প্রথম পছন্দ ঋষভ পন্থ।

cricket MS DHONI BCCI