/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/MS-Dhoni-and-Ravi-Shastri.jpg)
ধোনি ও রবি শাস্ত্রী (টুইটার)
ধোনি নিজের জায়গা ধরে রাখবে না। আইপিএলে যদি ভাল না খেলতে পারে, তাহলে আইপিএলের পরেই অবসর নিয়ে নেবে ধোনি। জানিয়ে দিলেন রবি শাস্ত্রী। স্পোর্টসস্টারে দেওয়া সাক্ষাৎকারে ধোনিকে নিয়ে ফের খুল্লমখুল্লা জাতীয় দলের কোচ।
বিশ্বকাপের সেমিফাইনালের পর থেকেই ধোনি জাতীয় দলের বাইরে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম-অ্যাওয়ে সিরিজ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা- একের পর এক সিরিজ শেষ হয়েছে আর ধোনির জন্য আক্ষেপ বেড়েছে ভক্তদের। ধোনি অবশ্য অবসরের কোনও বার্তা দেননি। মাঝে সেনাবাহিনীর কাজে কাশ্মীরেও কর্তব্য পালন করে এসেছেন।
আরও পড়ুন কোহলিকে নিয়ে খুল্লমখুল্লা কঙ্গনা! হিংসে হবে অনুষ্কার
এর মধ্যেই ধোনির অবসরের জল্পনা আরও বেড়েছে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক যিনি দেশকে দু-বার বিশ্বকাপ জয়ের স্বাদ দিয়েছেন, তিনি বোর্ডের চার ধরনের চুক্তির ক্যাটেগরিতে জায়গা করতে পারেননি।
তবে জাতীয় দলে ধোনির ভবিষ্যৎ যাই হোক না কেন, সিএসকে-তে ধোনি যে সুরক্ষিত, তা আগেই জানিয়ে দিয়েছেন মালিক এন শ্রীনিবাসন। জানিয়ে দিয়েছেন, ২০২১ সালেও ধোনি তাঁদের দলের জার্সিতে আইপিএল খেলবেন।
আরও পড়ুন কোহলিদের ভাগ্য নিয়ন্ত্রণের দায়িত্বে এবার আগারকার? বড়সড় সিদ্ধান্ত
ছয়মাস জাতীয় দলের বাইরে থাকায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়েছে। এমন অবস্থায় আইপিএলে খেলে চলতি বছরের বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করছেন তারকা। আইপিএলে খেলেই নিজেকে প্রমাণ করতে চান আবার। এই বয়সে। আইপিএলের প্রস্তুতিতে ঝাড়খণ্ড দলের সঙ্গে অনুশীলনেও নেমে পড়েছেন তিনি।
এর মধ্যেই নিউজিল্য়ান্ডে জাতীয় দলের সঙ্গে সফররত কোহলিদের হেড স্যার জানিয়ে দিয়েছেন, "আইপিএল আসছে। কী হয় তারপরে দেখ। ও জানে কখন অবসর নিতে হবে। নির্বাচক এবং দলের ক্যাপ্টেনও আইপিএলে ধোনিকে দেখে বুঝবে কেমন অবস্থায় ও রয়েছে। যে বিষয়টা প্রত্যেককে বলছি যে ধোনি অবসরের সিদ্ধান্ত নিজেই নেবে। আমরা প্রত্যেকেই জানি।"
এর পরেই শাস্ত্রীর সংযোজন, "নিজের কেরিয়ার নিয়ে ধোনি ভীষণ সৎ। টেস্ট থেকে যখন অবসর নিয়েছিল। এরকম পরিস্থিতি ছিল। ১০০ টেস্ট খেলা লক্ষ্য নয়, ধোনি কখন থামতে হয় জানে। আমি জানিও না ধোনি এখনও অনুশীলন শুরু করেছে কিনা। তবে যেটা জানি, ধোনি আইপিএলে খেলতে ইচ্ছুক। ও আইপিএলে ভাল খেলার লক্ষ্যে নামবে। যদি ও খেলতে না পছন্দ করে, তাহলে আইপিএলের পরেই গুডবাই বলবে।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us