প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি এবার মুম্বই সিটি এফসি-র সঙ্গে গাঁটছড়া বাঁধল। ৬৫ শতাংশ শেয়ার কিনছে ম্যাঞ্চেস্টার সিটির মালিকানাধীন সিএফজি (সিটি ফুটবল গ্রুপ) সংস্থা। সিটি ফুটবল গ্রুপ বৃহস্পতিবারেই সরকারিভাবে জানিয়ে দেয় গাঁটছড়া বাঁধার কথা। ম্যাঞ্চেস্টার সিটির টুইটার থেকে জানানো হয়, সিটি ফুটবল গ্রুপ তাদের পরিবারে মুম্বই সিটি এফসিকে স্বাগত জানাচ্ছে।
আইএসএলের তারকাখচিত ক্লাব সিটি ফুটবল গ্রুপের পরিবারে অষ্টম ক্লাব। সিটি গ্রুপ ৬৫ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পরে বাকি ৩৫ শতাংশের মালিক থাকছেন রণবীর কপূর এবং বিমল পারেখের কাছে।
পেপ গুয়ার্দিওলার ক্লাব ছাড়াও সিটি ফুটবল গ্রুপে এর আগে অন্তর্ভূক্ত হয়েছিল এমএলএস-এর নিউ ইয়র্ক সিটি, অস্ট্রেলিয়ান লিগের মেলবোর্ন সিটি, জাপানের ইয়াকোহমা এফ মারিনোস, উরুগুয়ের অ্যাটলেটিকো টর্ক, স্পেনের জিরোনা এফসি এবং চিনের সিচুয়ান জিউনিউ এফসি।
সরকারিভাবে গাঁটছড়া বাঁধার বহু আগেই অবশ্য ম্য়াঞ্চেস্টার ও মুম্বই সিটির মধ্যে বিস্তর সাদৃশ্য। ফ্রান্সের জাতীয় দলের প্রাক্তন তারকা নিকোলাস আনেলকা দুই দলের জার্সি গায়ে চাপিয়েছেন। ইংরেজ কোচ পিটার রিড দু-দলেরই কোচ ছিলেন। মুম্বইয়ের বর্তমান ম্যানেজার জর্জে কোস্তা ২০০৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল পোর্তোর অধিনায়ক ছিলেন। সেই সময় আবার পোর্তোর কোচ ছিলেন ম্যান সিটি-র বর্তমান কোচ পেপ গুয়ার্দিওলা।
সিটি ফুটবল গ্রুপের চেয়ারম্যান খালদুন আল মুবারক ও আইএসএলের আয়োজক এফডিএসএল-এর চেয়ারপার্সন নীতা আম্বানী এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
Read the full article in ENGLISH