Vignesh Puthur Mumbai Indians: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে রোহিত শর্মার (Rohit Sharma) জায়গায় ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) হিসেবে খেলতে নেমেছেন ভিগনেশ পুথুর। আর আইপিএল টুর্নামেন্টের ডেবিউ ম্যাচে সকলের নজর কাড়লেন তিনি। নিজের অভিষেক ম্যাচ কার্যত স্মরণীয় করে রাখলেন ভিগনেশ। প্রথমে শিকার করলেন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে। আইপিএল টুর্নামেন্টে এটাই তাঁর প্রথম উইকেট। এরপর চেন্নাইয়ের বিস্ফোরক ব্যাটার শিবম দুবেকেও (৯) তিনি প্য়াভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছেন।
Noor Ahmed 4 Wickets: চেন্নাইয়ের কোহি'নুর', ডেবিউ ম্যাচেই রেকর্ড আফগান স্পিনারের
এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেট খেলেননি ভিগনেশ পুথুর
বাঁ-হাতি স্পিন বোলার ভিগনেশ পুথুর ১১ বছর বয়স থেকেই ক্রিকেট খেলতে শুরু করেন। তাঁর বাবা পেশায় অটোচালক। পরিবারে যে নুন আনতে পান্তা ফুরোয়, সেটা আর বলে দিতে হবে না। কেরল ক্রিকেট লিগের প্রথম মরশুমে তিনি এলেপ্পি রিপল্সের হয়ে খেলেছিলেন। ওই টুর্নামেন্টে ভিগনেশ মাত্র তিনটে উইকেট শিকার করেছেন। কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্সের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। আর সেকারণেই তাঁকে ট্রায়ালে ডেকে পাঠানো হয়।
CSK vs MI Live Score, IPL 2025: কপাল খারাপ মুম্বইয়ের, ধোনির উপস্থিতিতে ম্যাচ জিতল চেন্নাই
এখনও পর্যন্ত ভিগনেশ পুথুর কেরলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে নামেননি। যদিও ইতিপূর্বে তিনি আইপিএল চুক্তি হাসিল করে নিয়েছিলেন। আইপিএল অকশনে মুম্বই ইন্ডিয়ান্স ৩০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছিল।