Noor Ahmed: রবিবার (২৩ মার্চ) চলতি আইপিএল টুর্নামেন্টের 'এল ক্লাসিকো' আয়োজন করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এই ম্যাচে চেন্নাইয়ের হয়ে খেলতে নেমেছেন আফগানিস্তানের স্পিনার নুর আহমেদ। তার থেকেও বড় কথা, আইপিএল টুর্নামেন্টে সিএসকে ব্রিগেডের হয়ে ডেবিউ করলেন তিনি।
আর অভিষেক ম্যাচেই কেড়ে নিলেন যাবতীয় প্রচারের আলো। মুম্বই ইন্ডিয়ান্সের মিডল অর্ডারকে কার্যত তছনছ করে দিলেন তিনি। এই আফগান স্পিনারের হাতে শিকার হলেন তিলক বর্মা (৩১), সূর্যকুমার যাদব (২৯), নমন ধীর (১৭) এবং রবিন মিনজ (৩)।
CSK vs MI Live Score, IPL 2025: শেষবেলায় ঝোড়ো ব্যাটিং দীপকের, ১৫৫-য় থামল মুম্বই ইন্ডিয়ান্স
নুর আহমেদের স্পেশ্যাল রেকর্ড (মুম্বইয়ের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস স্পিনারদের সেরা পারফরম্যান্স) :
- নুর আহমদ – ৪-০-১৮-৪, ২০২৫ : চেন্নাই
- রবীন্দ্র জাদেজা – ৪-০-২০-৩, ২০২৩, ওয়াংখেড়ে
- রবীন্দ্র জাদেজা – ৪-০-২৯-৩, ২০২৩, ওয়াংখেড়ে
- রবিচন্দ্রন অশ্বিন – ৪-০-৩০-৩, ২০১৪, ওয়াংখেড়ে
- রবীন্দ্র জাদেজা – ৪-০-৩১-৩, ২০১৩, দিল্লি
- রবীন্দ্র জাদেজা – ২-০-১২-২, ২০১২, ওয়াংখেড়ে
- মিচেল স্যান্টনার – ৪-০-১৩-২, ২০১৯, চেন্নাই
- রবিচন্দ্রন অশ্বিন – ৪-০-১৭-২, ২০১৫, চেন্নাই
- রবিচন্দ্রন অশ্বিন – ৪-০-২০-২, ২০১৩, চেন্নাই
- ইমরান তাহির - ৩-০-২৩-২, ২০১৯, হায়দরাবাদ
- এসবি জাকাতি – ৩-০-২৬-2, ২০১০, ডিওয়াই পাটিল
IPL 2025: ঈশানের শতরানে হায়দরাবাদের দুর্দান্ত জয়, রাজস্থানকে হারাল ৪৪ রানে!
শেষবেলায় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীপক চাহার যদি ১৫ বলে ২৯ রানের ইনিংসটা না খেলতেন, তাহলে মুম্বইয়ের স্কোর ১৫০-র চৌকাঠ স্পর্শ করত কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শেষপর্যন্ত নীলবাহিনী ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে।
Rohit Sharma Duck: শূন্য রানে মুখ পোড়ালেন রোহিত, আইপিএলে গড়লেন লজ্জার রেকর্ড
মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম ধাক্কা দেন খলিল আহমেদ। তিনি রোহিত শর্মাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন। এরপর তাঁর শিকারের তালিকায় নাম লেখান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রায়ান রিকলটন। এরপর বল হাতে আসেন রবিচন্দ্রন অশ্বিন। উইল জ্যাকসকে তিনি প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন।
IPL 2025: সবচেয়ে ব্যয়বহুল স্পেল জোফ্রা আর্চারের, ইতিহাসের পাতায় রাজস্থানের বোলার
এই ম্যাচে টস জিতে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নামেন। রবিবার চিপক স্টেডিয়ামে খুব বেশি রান করতে পারলেন না তিনি। যেহেতু হার্দিক পান্ডিয়ার উপর এক ম্যাচের নির্বাসন রয়েছে, সেকারণে এই ম্যাচে সূর্যকুমার মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন।
IPL 2025: প্রথম ম্যাচে ধাক্কা খেয়েই দোষারোপ শুরু? কাঠগড়ায় কাউকে তুলতে চান না বলেই, জল্পনা জাগালেন কেকেআর অধিনায়ক
পাঁচ বারের আইপিএল খেতাবজয়ী চেন্নাই সুপার কিংস এই ম্যাচে স্পিন আক্রমণের উপরই সবথেকে বেশি জোর দিয়েছে। আর সেকারণেই তারা রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, রবীন্দ্র জাদেজার উপর সবথেকে বেশি ভরসা রেখেছে। এই উইকেটে চেন্নাইয়ের ব্যাটাররা কেমন পারফরম্যান্স করেন, সেটাই আপাতত দেখার।