/indian-express-bangla/media/media_files/2025/08/31/narendra-modi-and-cheteshwar-pujara-2025-08-31-21-59-50.jpg)
নরেন্দ্র মোদী এবং চেতেশ্বর পূজারা
Narendra Modi: সম্প্রতি ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করেছেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। রবিবার (৩১ অগাস্ট) দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি 'খোলা চিঠি' লিখে পূজারাকে ধন্যবাদ জানালেন। উল্লেখ্য, গত রবিবার পূজারা তাঁর ১০৩ টেস্ট ম্য়াচের ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এই চিঠিতে লিখেছেন, আজ গোটা ক্রিকেট বিশ্ব যেখানে ছোট ফরম্য়াট নিয়েই ব্যস্ত রয়েছে, সেখানে পূজারার ব্যাটিং টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছিল। একান্ত একাগ্রতা এবং ধৈর্য্যই পূজারাকে টিম ইন্ডিয়ার ব্যাটিং স্তম্ভ হিসেবে গড়ে তুলেছিল।
Cheteshwar Pujara: 'যখন দেশের কোটি-কোটি মানুষ...', অবশেষে গোপন কথাটা ফাঁস করলেন পূজারা
পূজারার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
এই চিঠিটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন চেতেশ্বর পূজারা নিজেই। সেইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমন অনুপ্রেরণামূলক কথা বলার জন্য ধন্যবাদ জানিয়েছেন। মোদী তাঁর এই চিঠিতে ২০১৮ এবং ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক টেস্ট সিরিজে জয়ের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও পূজারা ভারতীয় ক্রিকেট দলের হাল ধরে রেখেছিলেন। আর বিশ্বের সবথেকে শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গিয়েছেন।
PM Narendra Modi pen a letter to Cheteshwar Pujara on his retirement. pic.twitter.com/g3c5dSxU9m
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 31, 2025
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, অস্ট্রেলিয়ায় আয়োজিত ওই টেস্ট ম্য়াচের কথা সমর্থকরা চিরকাল মনে রাখবে। পূজারা তাঁর লড়াকু ব্যাটিংয়ের দৌলতে ভারতের ঐতিহাসিক জয়ের ভিত স্থাপন করেছিলেন। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে পূজারার পারফরম্য়ান্সেরও প্রশংসা করলেন তিনি। মোদী লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার পাশাপাশি পূজারা সবসময় সৌরাষ্ট্র এবং বিদেশি লিগে প্রথম শ্রেণীর ক্রিকেটকেই প্রাধান্য দিয়েছেন। খেলার প্রতি তাঁর জেদ এবং দায়বদ্ধতা স্পষ্ট দেখতে পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী আরও যোগ করেছেন, সৌরাষ্ট্র ক্রিকেটের সঙ্গে পূজারার যথেষ্ট গভীর সম্পর্ক রয়েছে। ক্রিকেট মানচিত্রে রাজকোটকে নিয়ে আর পিছনে তাঁর অবদান অনস্বীকার্য।
ধন্যবাদ জানালেন পূজারাও
প্রধানমন্ত্রীর এই চিঠির জবাব দিতে গিয়ে পূজারা জানিয়েছেন, এই সম্মান পেয়ে তিনি যারপরনাই গর্বিত। সঙ্গে তিনি আরও লিখেছেন, খুব শীঘ্রই তিনি দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন। তবে ক্রিকেট মাঠে কাটানো প্রত্যেকটা মুহূর্ত এবং দেশবাসীর ভালবাসা-সম্মান তিনি চিরকাল হৃদয়ে আগলে রাখবেন।