Cheteshwar Pujara on Shubman Gill: অবসর নিতে না নিতেই 'বিস্ফোরক' পূজারা, শুভমানকে নিয়ে করলেন বড় মন্তব্য!

Cheteshwar Pujara Retirement: গত রবিবার অর্থাৎ ২৪ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করলেন চেতেশ্বর পূজারা। এই সিদ্ধান্তের সঙ্গেই তাঁর নজরকাড়া আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের পরিসমাপ্তি ঘটে।

Cheteshwar Pujara Retirement: গত রবিবার অর্থাৎ ২৪ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করলেন চেতেশ্বর পূজারা। এই সিদ্ধান্তের সঙ্গেই তাঁর নজরকাড়া আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের পরিসমাপ্তি ঘটে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill and Cheteshwar Pujara

শুভমান গিল এবং চেতেশ্বর পূজারা

Cheteshwar Pujara: গত রবিবার অর্থাৎ ২৪ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে অবসর গ্রহণ করলেন চেতেশ্বর পূজারা। এই সিদ্ধান্তের সঙ্গেই তাঁর নজরকাড়া আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের পরিসমাপ্তি ঘটে। টিম ইন্ডিয়ার হয়ে পূজারা ১০৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। শেষ টেস্ট ম্য়াচ খেলেছিলেন ২০২৩ সালে। এরপর ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) আর কামব্যাক করার সুযোগ পাননি। ইতিমধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে শুভমান গিলকে (Shubman Gill) নিয়ে মুখ খুলেছেন। আসুন, এই ব্যাপারেই বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisment

Cheteshwar Pujara: 'যখন দেশের কোটি-কোটি মানুষ...', অবশেষে গোপন কথাটা ফাঁস করলেন পূজারা

সম্প্রতি টেস্ট ক্রিকেটে শুভমান গিলের পারফরম্য়ান্স নিয়ে প্রশ্ন করা হয়েছিল চেতেশ্বর পূজারাকে। তবে টিম ইন্ডিয়ার বর্তমান টেস্ট অধিনায়কের ব্যাপারে প্রশংসা ঝরে পড়ল পূজারার গলায়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন 'স্তম্ভ' বললেন, 'এভাবেই টেস্ট ক্রিকেট খেলা উচিত। আপনার থেকে দল কী চাইছে, সেটা সবসময় বৃহত্তর আঙ্গিকে দেখা উচিত। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, দল যদি আপনার থেকে ডিফেন্স চায়, তাহলে আপনাকে সেটাই করতে হবে।'

Advertisment

Cheteshwar Pujara Top 3 Innings: টিম ইন্ডিয়ার ত্রাতা, বিপক্ষের ত্রাস! একনজরে চেতেশ্বর পূজারার সেরা ৩ ইনিংস

টেস্ট দলের নয়া অধিনায়ক শুভমান গিল

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন রোহিত শর্মা। এরপর লাল বলের ফরম্য়াটে টিম ইন্ডিয়ার নেতৃত্ব শুভমান গিলের কাঁধে তুলে দেওয়া হয়। শুভমানের নেতৃত্বে টিম ইন্ডিয়া সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়েছিল। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ২-২ ব্যবধানে ড্র করে দেশে ফেরে ভারত। অধিনায়কত্বের পাশাপাশি শুভমানের ব্যাটিংও সকলের নজর কেড়েছিল। এই সিরিজে তিনি ডাবল সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি শতরানও করেন।

Cheteshwar Pujara Retirement: বুকে জমা একরাশ অভিমান, অবসর নিলেন ভারতের এই তারকা ক্রিকেটার

পূজারার কথায়, 'যদি দল আপনার থেকে ইতিবাচক ব্যাটিং চায়, তাহলে আপনাকে চালিয়ে খেলতেই হবে। শুধুমাত্র একইরকম ব্যাটিং করে গেলে, লাভের লাভ কিছু হবে না। দল আপনার থেকে কী চায়, সেটা সবার আগে বুঝতে হবে। তারপর নিতে হবে সিদ্ধান্ত। যদি আপনার স্বাভাবিক খেলার ধরন আক্রমণাত্মক হয়, তাহলে আপনাকে সেভাবেই ব্যাট করতে হবে। তবে রক্ষণাত্মক ব্যাটিংয়ের উপরেও আপনার যথেষ্ট অনুশীলন দরকার। আমি নিশ্চিত যে শুভমান এই ব্যাপারটা খুব ভালভাবে রপ্ত করেছে।'

Cheteshwar Pujara: ৭ টেস্ট ম্য়াচে ব্যর্থ ৫ ক্রিকেটার, পূজারার বিকল্প আজও পেল না টিম ইন্ডিয়া?

উল্লেখ্য, চেতেশ্বর পূজারা তাঁর টেস্ট কেরিয়ারে ৪৩.৬০ ব্যাটিং গড়ে মোট ৭,১৯৫ রান করেছেন। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান শিকারীর তালিকায় চেতেশ্বর পূজারা অষ্টম স্থান অর্জন করেছেন। পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ২১,৩০১ রান করেছেন। ২০১০ সালে টেস্ট ক্রিকেটে ডেবিউ করেছিলেন পূজারা। গোটা টেস্ট কেরিয়ারে তিনি ১৯ সেঞ্চুরি এবং ৩৫ হাফসেঞ্চুরি করেছেন। ২০১৮ এবং ২০২১ সালে ভারতের অস্ট্রেলিয়া সফরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।

Indian Cricket Team Shubman Gill Cheteshwar Pujara