Naseem Shah better bowler than Jasprit Bumrah: পাকিস্তানের ফাস্ট বোলার ইহসানুল্লাহ, ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে এখন সংবাদ শিরোনামে। পাকিস্তানের হয়ে মাত্র একটি একদিনের ম্যাচ এবং চারটি টি২০ খেলা ফাস্ট বোলারের দাবি, বুমরাহের চেয়ে নাসিম শাহ অনেক ভালো প্লেয়ার। বুমরাহ বিশ্বের অন্যতম সেরা বোলার। বর্তমানে, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে এক নম্বরে আছেন। তিন ফরম্যাটেই তাঁর দক্ষতা প্রশ্নাতীত। ২০২৪ টি২০ বিশ্বকাপে 'প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট'ও হয়েছেন। কিন্তু, তারপরও সম্প্রতি ইহসানউল্লাহ দাবি করেছেন, পাকিস্তান দলে তাঁর সতীর্থ নাসিম শাহ বুমরার চেয়েও অনেক ভালো বোলার।
ইহসানউল্লাহর কথায়, 'দেখতে গেলে নাসিম শাহ বুমরার চেয়ে অনেক ভালো বোলার।' যিনি সাক্ষাৎকার নিচ্ছিলেন তিনি পালটা জানান, নাসিমের চেয়ে তো বুমরার পারফরম্যান্স অনেক ভালো। কিন্তু, তারপরও ইহসানউল্লাহ সেটা মানতে চাননি। উলটে বলেছেন, ২০২২ টি২০ বিশ্বকাপে নাসিম দুর্দান্ত খেলেছিল। ইহসানউল্লাহ বলেছেন, 'নাসিম শাহ ২০২২ বিশ্বকাপে ভালো খেলেছে। কখনও সখনও খেলোয়াড়রা বছরখানেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। কিন্তু, তাতেও নাসিম এখনও যা, বুমরার চেয়ে বেশ ভালো।'
এর আগে, মঙ্গলবার টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে সহ-অধিনায়ক হিসেবে বুমরাকে সমর্থন করেছেন। বুধবার থেকে শুরু হওয়া টেস্ট সিরিজে বুমরার সহ-অধিনায়ক হওয়াটা বিস্ময়ের। কারণ, বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে রোহিতের কোনও সহ-অধিনায়ক ছিল না। সেক্ষেত্রে নিউজিল্যান্ড টেস্ট-এ তাঁকে সহ-অধিনায়ক করা, ভারত অধিনায়ক হিসেবে বুমরাকে অস্ট্রেলিয়া সিরিজে তুলে ধরার আগের চেষ্টা বলেই বিশেষজ্ঞদের ধারণা।
আরও পড়ুন- প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দেব! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে মুখ ফস্কে বিস্ফোরক টাইগার শান্ত
এই প্রসঙ্গে রোহিত সাংবাদিকদের বলেছেন, 'দেখুন, বুমরা দীর্ঘদিন ক্রিকেট খেলেছে। আমিও ওঁর সঙ্গে অনেকদিন ক্রিকেট খেলেছি। ও খেলাটা বেশ ভালো বোঝে। ওঁর মাথাটাও বেশ ভালো। আপনিও ওঁর সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন যে, ও খেলাটা ভালো বোঝে। হিসেমতো আমি কিছু বলতে পারি না। কারণ ও বেশিদিন অধিনায়কত্ব করেনি। আমার যতদূর জানা, একটা টেস্ট আর কয়েকটা টি২০-তে অধিনায়ক ছিল।'