/indian-express-bangla/media/media_files/2025/07/01/sexual-assault-2025-07-01-10-09-32.jpg)
Sexual Assault: মহিলা কোচের বিরুদ্ধে নাবালিকা বক্সারকে যৌনহেনস্তার অভিযোগ
National Woman Boxing Coach assaulted boxer: খেলার দুনিয়ায় ফের মহিলা ক্রীড়াবিদের যৌন হেনস্তা। ভারতীয় ক্রীড়ামহলে তুমুল চাঞ্চল্য। ভয়ঙ্কর অভিযোগ মহিলা কোচের বিরুদ্ধে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (SAI) জাতীয় বক্সিং অ্যাকাডেমির এক মহিলা কোচের বিরুদ্ধে নাবালিকা বক্সারকে যৌনহেনস্তার অভিযোগ। মহিলা কোচের বিরুদ্ধে অভিযোগ করেছে হরিয়ানার রোহতকের ওই অ্যাকাডেমির এক নাবালিকা বক্সার। নির্যাতিতার পরিবার জানিয়েছে, মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে পড়েছে তাঁদের মেয়ে।
বক্সিং ফেডারেশন এবং সাই কর্তৃপক্ষ এই অভিযোগ নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ১৭ বছরের কিশোরী বক্সারকে ভয় দেখিয়ে শারীরিক ভাবে শোষণ করা হয়েছে। এই অভিযোগে মহিলা কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তবে দুই সংস্থারই দাবি, বিভাগীয় তদন্তে কোচের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। জাতীয় শিবিরে ওই অভিযুক্ত কোচ এখনও মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন। এমনকি এফআইআরে যৌন নির্যাতনের কোনও উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন পরকীয়ায় জড়ায় তৃতীয় স্ত্রী, বদলা নিতে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল করে দেন ক্রিকেট মহারথী
রোহতক থানায় যে এফআইআর দায়ের হয়েছে তাতে কোচের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। জোর করে নাবালিকা বক্সারের পোশাক খুলে দেওয়া, চড় মারা, কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি এবং সবার সামনে চরিত্র নিয়ে আক্রমণ করার অভিযোগ রয়েছে। ভারতীয় ন্যায়সংহিতার ১১৫ এবং ৩৫১ (৩) ধারা এবং পকসো আইনের ১০ নম্বর ধারা অনুযায়ী মহিলা কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
আরও পড়ুন ব্যালকনিতে টেনে নিয়ে যান বুমরাহ, তারপর...! সেই রাতে কী হয়েছিল জানালেন সঞ্জনা
সাইয়ের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করবে। তবে আয়ারল্যান্ডে একটি টুর্নামেন্ট চলাকালীন মহিলা কোচের বিরুদ্ধে এই ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল। কিন্তু এই অভিযোগের কোনও ভিত্তি নেই। নাবালিকার পরিবার সাইয়ের এই ভূমিকায় চরম অসন্তুষ্ট। সাইয়ের বিরুদ্ধে মহিলা কোচকে বাঁচানোর অভিযোগ এনেছে পরিবার। তাঁরা জানিয়েছে, ছেলেদের সঙ্গে কথা বলার জন্য তাঁদের মেয়েকে চরম অপমান করা হয়। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে তাঁদের কাছে। পরে মহিলা কোচ মেয়ের ঘরে ঢুকে তাঁকে হেনস্তা করে বলে তাঁদের অভিযোগ।