/indian-express-bangla/media/media_files/2025/08/29/neeraj-chopra-1-2025-08-29-09-04-52.jpg)
ভারতের জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া
Neeraj Chopra: ভারতের জ্যাভলিন (Javelin) তারকা নীরজ চোপড়া আরও একবার নজরকাড়া পারফরম্য়ান্স করলেন। ২০২৫ ডায়মন্ড লিগের ফাইনালে (Diamond League Final) তিনি অংশগ্রহণ করেছিলেন। এই টুর্নামেন্টে তিনি হয়ত অল্পের জন্য সোনা জয় করতে পারেননি। কিন্তু, গড়েছেন এক অনন্য ইতিহাস। শেষপর্যন্ত নীরজ দ্বিতীয় স্থান অর্জন করেন এবং এমন একটি রেকর্ড হাসিল করলেন যা নজির কায়েম করেছে।
দ্বিতীয় স্থান অর্জন করলেন নীরজ চোপড়া
ডায়মন্ড লিগ জ্যাভেলিন থ্রো ফাইনালে নীরজ চোপড়া ছাড়া জুলিয়ান ওয়েবার এবং কেশোর্ন ওয়ালকট উপস্থিত ছিলেন। প্রথম রাউন্ডে নীরজ ৮৪.৩৫ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে তৃতীয় স্থান অর্জন করেন। এই রাউন্ডে জুলিয়ান ওয়েবার দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। দ্বিতীয় রাউন্ডে নীরজ ৮২ মিটার জ্যাভেলিন থ্রো করেন। যদিও জুলিয়ান ওয়েবার ৯১.৩৭ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করে নীরজের থেকে অনেকটাই এগিয়ে যান। এরপর লাগাতার তিনটে রাউন্ড এই ভারতীয় অ্যাথলিট ফাউল করেন। ষষ্ঠ তথা অন্তিম রাউন্ডে নীরজের ভাগ্য কিছুটা হলেও উজ্জ্বল হয়। তিনি ৮৫.০১ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন। আর শেষপর্যন্ত ডায়মন্ড লিগের ফাইনালে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
টানা তৃতীয় বছর ডায়মন্ড লিগে গড়লেন এই রেকর্ড
ডায়মন্ড লিগ ফাইনালে নীরজ চোপড়া দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন। ২০২২ সালে তিনি ফাইনাল জিতেছিলেন। এরপর ২০২৩ এবং ২০২৪ সালে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। এই বছরও ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন করলেন তিনি। টানা তিন বছর তিনি নিজের জায়গাটা ধরে রেখেছেন। তার থেকেও বড় কথা ভারতের সম্মান রক্ষা করেছেন তিনি। গত কয়েকবছর ধরেই নীরজ যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছেন।
প্রত্যেক প্রতিযোগিতাতেই দেখা যাচ্ছে নীরজের 'জ্বলওয়া'
নীরজ চোপড়া তাঁর দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে আরও একটি রেকর্ড কায়েম করেছেন। ২০২১ সাল থেকে টানা তিনি প্রত্যেকটা টুর্নামেন্টে শীর্ষ দুইয়ের মধ্যে শেষ করেছেন। ২০২১ সালে টোকিও অলিম্পিকে তিনি সোনার পদক জয় করেছিলেন। একবিংশ শতাব্দীতে নীরজই প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি টানা ২৬ বার টপ টু'য়ে শেষ করেছেন। এটা অবশ্যই একটা বড় রেকর্ড। আশা করা যায়, আগামী প্রতিযোগিতাতেও তিনি এই রেকর্ড কায়েম রাখতে পারবেন।