Neeraj Chopra at Diamond League Final 2025 Live Streaming Online: ডায়মন্ড লিগ ফাইনালে নীরজ, কখন-কোথায় দেখবেন লাইভ টেলিকাস্ট?

Neeraj Chopra: ২০২৫ ডায়মন্ড লিগ ফাইনালে নামছেন ভারতীয় জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া। বৃহস্পতিবার (২৮ অগাস্ট) জুরিখের লেৎজিগ্রান্ড স্টেডিয়ামে এই ফাইনাল ম্য়াচটি আয়োজন করা হবে।

Neeraj Chopra: ২০২৫ ডায়মন্ড লিগ ফাইনালে নামছেন ভারতীয় জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া। বৃহস্পতিবার (২৮ অগাস্ট) জুরিখের লেৎজিগ্রান্ড স্টেডিয়ামে এই ফাইনাল ম্য়াচটি আয়োজন করা হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopta Javelin

ভারতের জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া

Neeraj Chopra: ২০২৫ ডায়মন্ড লিগ ফাইনালে (Diamond League Final) নামছেন ভারতীয় জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া। বৃহস্পতিবার (২৮ অগাস্ট) জুরিখের লেৎজিগ্রান্ড স্টেডিয়ামে এই ফাইনাল ম্য়াচটি আয়োজন করা হবে।

Advertisment

পুরুষদের জ্যাভেলিন থ্রো, যেখানে নীরজ চোপড়া অংশগ্রহণ করবেন, স্থানীয় সময় অনুসারে রাত পৌনে আটটা নাগাদ আয়োজন করা হবে। তবে ভারতীয় সময় অনুসারে রাত সওয়া ১১টা থেকে শুরু হবে।  

Neeraj Chopra vs Arshad Nadeem: সিলেসিয়া ডায়মন্ড লিগে দেখা যাবে না নীরজ বনাম আরশাদ দ্বৈরথ! পিছনে রাজনীতি না অন্য কারণ?

একনজরে দেখে নিন, এই টুর্নামেন্ট সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য:

Advertisment

বৃহস্পতিবার নীরজের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে পারে আবহাওয়া। থ্রো চলাকালীন বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ের আশঙ্কা রয়েছে। এছাড়া বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে। তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। ডায়মন্ড লিগ ফাইনালে নীরজের সঙ্গে আরও ৬ প্রতিযোগী জুরিখের লেৎজিগ্রান্ড স্টেডিয়ামে অংশগ্রহণ করবেন। তিন বছর আগে এই স্টেডিয়ামেই ইতিহাস রচনা করেছিলেন নীরজ। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। তবে পরপর দুটো ফাইনালেই তিনি মাত্র ১ সেন্টিমিটারের জন্য রানার্স আপ হয়েছেন। এই বছর সেই রেকর্ড তিনি বদলাতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

Neeraj Chopra: একেবারে 'সোনায় সোহাগা', কেরিয়ারের বড় সাফল্য পেলেন নীরজ চোপড়া

কোথায় দেখবেন এই ফাইনাল ম্য়াচ?

২০২৫ জুরিখ ডায়মন্ড লিগ অ্যাথলেটিক্স মিটের লাইভ স্ট্রিমিং আপনি ওয়ান্ডা ডায়মন্ড লিগ ইউটিউব চ্য়ানেল এবং ফেসবুক পেজ থেকে দেখতে পাবেন। দূর্ভাগ্যের বিষয় ভারতের কোনও টেলিভিশন চ্যানেলে জুরিখ ফাইনালের লাইভ টেলিকাস্ট করা হবে না।

Neeraj Chopra Paris Diamond League 2025: বদলার ম্যাচে সোনা জয় নীরজের, উজ্জ্বল করলেন দেশের মুখ

ডায়মন্ড লিগ ফাইনালে খেলতে নামার আগে নীরজ একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি জানিয়েছেন, দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটারের থ্রো তাঁকে কিছুটা হলেও স্বস্তিতে রাখবে। তবে নিজের টেকনিকের উপর তিনি আরও কিছু কাজ করতে চান বলেই স্বীকার করলেন।

প্রসঙ্গত, প্যারিস অলিম্পিক্সের রূপোজয়ী জ্যাভেলিন তারকা দোহা ডায়মন্ড লিগে তৃতীয় প্রচেষ্টায় ৯০.২৩ মিটার দুরত্বে থ্রো করেন। জার্মানির জুলিয়ান ওয়েবারের (৯১.০৬ মিটার) থেকে তিনি সামান্য দুরে শেষ করেন। 

Arshad Nadeem vs Neeraj Chopra: বেরিয়ে পড়ল 'আসল চেহারা', নীরজকে নিয়ে কথা বলতেই নারাজ পাকিস্তানের নাদিম!

নীরজ বললেন, 'এই ৯০ মিটারের জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করেছি। এই প্রশ্নটা যে আমাকে আর করা হবে না, এতেই আমি খুশি। ২০১৮ সালে ৮৮ মিটার থ্রো করার পর থেকে সকলে আমাকে একটাই প্রশ্ন করছিলেন। কবে ৯০ মিটার অতিক্রম করতে পারব? এটা সবসময় আমার মাথায় ছিল।'

তিনি আরও যোগ করেন, 'আমি এবার ধারাবাহিকভাবে ৯০ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করতে চাই। তবে এটা সবেমাত্র মরশুমের শুরুয়াত। আমি নিজের সেরা টেকনিকটা এখনও চেষ্টা করে যাচ্ছি। অনুশীলন যথেষ্ট ভাল হয়েছে। তবে আপাতত প্রতিযোগিতার উপরেই ফোকাস করতে চাই।'

Diamond League Final Neeraj Chopra