Neeraj Chopra vs Arshad Nadeem: সিলেসিয়া ডায়মন্ড লিগে দেখা যাবে না নীরজ বনাম আরশাদ দ্বৈরথ! পিছনে রাজনীতি না অন্য কারণ?

Silesia Diamond League 2025: আসন্ন সিলেসিয়া ডায়মন্ড লিগে নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমের অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু, তাঁরা দুজনেই এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন।

Silesia Diamond League 2025: আসন্ন সিলেসিয়া ডায়মন্ড লিগে নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমের অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু, তাঁরা দুজনেই এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopra vs Arshad Nadeem

নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম

Neeraj Chopra: ভারতীয় অলিম্পিক গোল্ড মেডালিস্ট নীরজ চোপড়া এবং পাকিস্তানের বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ নাদিম (Arshad Nadeem) আসন্ন সিলেসিয়া ডায়মন্ড লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে। আগামী ১৬ অগাস্ট থেকে পোল্যান্ডে এই লিগ শুরু হতে চলেছে। ২০২৪ প্যারিস অলিম্পিক টুর্নামেন্টের পর থেকে নীরজ এবং আরশাদ কখনও একে অপরের বিরুদ্ধে খেলতে নামেননি। সেকারণে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছিল। এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিই, ২০২৪ প্যারিস অলিম্পিক টুর্নামেন্টে আরশাদ নাদিম সোনার পদক জয় করেছিলেন। অন্যদিকে, নীরজ চোপড়া জিতেছিলেন রুপোর পদক।

Advertisment

Neeraj Chopra: একেবারে 'সোনায় সোহাগা', কেরিয়ারের বড় সাফল্য পেলেন নীরজ চোপড়া

কিন্তু, আচমকা তাঁরা দুজনেই কেন একসঙ্গে নিজেদের নাম প্রত্যাহার করলেন। জানা গিয়েছে, গত মাসে আরশাদের একটি অপারেশন হয়েছিল। সেকারণে তিনি এই টুর্নামেন্ট খেলতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। কিন্তু, নীরজ কেন তাঁর নাম প্রত্যাহার করলেন? এই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। যথেষ্ট ধোঁয়াশা তৈরি হচ্ছে।

Advertisment

Neeraj Chopra Paris Diamond League 2025: বদলার ম্যাচে সোনা জয় নীরজের, উজ্জ্বল করলেন দেশের মুখ

২০২৫ মরশুমের শুরুটা নীরজ বেশ ভালই করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত একটি টুর্নামেন্টে জয় দিয়ে মরশুম শুরু করেছিলেন তিনি। এরপর ঐতিহাসিক দোহা ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থান অর্জন করেন। ভারতের প্রথম জ্যাভেলিন থ্রোয়ার হিসেবে তিনি ৯০ মিটারের দুরত্ব অতিক্রম করেছিলেন। প্রসঙ্গত, নীরজ ৯০.২৩ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন।

Arshad Nadeem vs Neeraj Chopra: বেরিয়ে পড়ল 'আসল চেহারা', নীরজকে নিয়ে কথা বলতেই নারাজ পাকিস্তানের নাদিম!

এখানেই শেষ নয়। সম্প্রতি পোল্যান্ডে আয়োজিত জানুজ কুসোচিনস্কি মেমোরিয়াল টুর্নামেন্টে তিনি যথেষ্ট নজর কেড়েছিলেন। অর্জন করেন দ্বিতীয় স্থান। এরপর তিনি প্যারিস ডায়মন্ড লিগ এবং অস্ট্রাভা গোল্ডেন স্পাইকে জয়লাভ করেন। এই দুটো টুর্নামেন্টে তিনি যথাক্রমে ৮৮.১৬ এবং ৮৫.২৯ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন।

Neeraj Chopra 90m Throw: দৈত্যাকার থ্রো করেও সোনা হাতছাড়া নীরজের! এর পিছনে কারণটা জানেন?

প্রস্তুতি চলছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের

আপাতত নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম বিশ্ব অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য নিজেদের প্রস্তুত করছেন। আগামী ১৩ থেকে ২১ সেপ্টেম্বর টোকিওয় এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। গতবার এই চ্যাম্পিয়নশিপে ইতিহাস সৃষ্টি করেছিলেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে তিনি বিশ্ব অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনার পদক জয় করেন। টেক্কা দিয়েছিলেন আরশাদ নাদিমকেও।

Neeraj Chopra Net Worth: সেনায় গুরুদায়িত্ব পেয়েই টাকায় ভাসলেন নীরজ, কত টাকা স্যালারি পাবেন সোনার ছেলে?

টোকিও চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার আগে নীরজ আগামী ২০ অগাস্ট থেকে আয়োজিক লসান ডায়মন্ড লিগেও অংশগ্রহণ করতে পারেন। চলতি বর্ষে এটাই শেষ গুরুত্বপূর্ণ অ্যাথলেটিক ইভেন্ট হতে চলেছে।

Neeraj Chopra Arshad Nadeem