/indian-express-bangla/media/media_files/2025/05/14/GABAKnuOQeGXIHNVlBnr.jpg)
ভারতীয় সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হলেন নীরজ চোপড়া
Neeraj Chopra Lieutenant Colonel: অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়াকে ভারতীয় সেনাবাহিনীতে একটি গুরুদায়িত্ব দেওয়া হল। বুধবার (১৪ মে) নীরজকে টেরিটোরিয়াল আর্মির (Indian Army) লেফটেন্যান্ট কর্নেল উপাধি দেওয়া হয়েছে। জ্যাভেলিন খেলায় বিশ্বের অন্যতম সেরা অ্যাথলিট হলেন নীরজ চোপড়া। ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে তিনি ভারতের হয়ে সোনার পদক জয় করেছিলেন। এবার ভারতীয় সেনাবাহিনীতে তাঁকে লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হল।
লেফটেন্যান্ট কর্নেল হলেন নীরজ চোপড়া
ভারতীয় টেরিটোরিয়াল আর্মি সংবিধান মেনেই নীরজ চোপড়াকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে এই লেফটেন্যান্ট কর্নেল উপাধি দিয়েছেন। ইতিপূর্বে নীরজ রাজপুতানা রাইফেলসে সুবেদার পদে ছিলেন। ২০১৬ সালে নীরজ নায়েব সুবেদার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন।
Neeraj Chopra: 'আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে...', আরশাদ ইস্য়ুতে মর্মাহত নীরজ চোপড়া
সোনার পদক জিতেছিলেন নীরজ চোপড়া
টোকিও অলিম্পিক্সের জ্যাভেলিন প্রতিযোগিতায় নীরজ চোপড়া সোনার পদক জেতার পাশাপাশি এক নয়া ইতিহাস কায়েম করেছিলেন। ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে নীরজ চোপড়া ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জয় করেন। এই টুর্নামেন্টে নীরজ তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন এবং প্রথম স্থান অর্জনের পাশাপাশি সোনার পদক জয় করেছিলেন। টোকিও অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম সোনার পদকটি নীরজই হাসিল করেছিলেন।
সোনার পাশাপাশি রুপোর পদকও জিতেছিলেন নীরজ
টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ের পাশাপাশি নীরজ চোপড়া ২০২৪ সালে আয়োজিত প্যারিস অলিম্পিক্সে রুপোর পদক জয় করেছিলেন। টানা ২ অলিম্পিক্সের আসরে পদক জয় করার পর, নীরজের কাছে একাধিক বিজ্ঞাপনের অফার এসেছিল। সেখান থেকে তিনি যথেষ্ট অর্থও উপার্জন করেন। এই বছর অর্থাৎ ২০২৫ সালে তিনি পেশাদার টেনিস তারকা হিমানি মোরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন। তবে নীরজ একা নন, ইতিপূর্বে আরও কয়েকজন ভারতীয় অ্যাথলিট এই টেরিটোরিয়াল আর্মিতে নাম লিখিয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) টেরিটোরিয়াল আর্মিতে রয়েছেন।