Neeraj Chopra: 'আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে...', আরশাদ ইস্য়ুতে মর্মাহত নীরজ চোপড়া

Pahalgam Terror Attack: গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গি আক্রমণ হয়েছিল। এই ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে একজন পাকিস্তানের অ্যাথলিটকে ভারতে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Pahalgam Terror Attack: গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গি আক্রমণ হয়েছিল। এই ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে একজন পাকিস্তানের অ্যাথলিটকে ভারতে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Neeraj Chopra and Arshad Nadeem

নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম

Neeraj Chopra: আগামী ২৪ মে বেঙ্গালুরুতে ভারতের 'সোনার ছেলে' নীরজ চোপড়া একটি জ্যাভেলিন (Javelin) থ্রো ইভেন্ট আয়োজন করছেন। এই প্রতিযোগিতায় বিশ্বের বেশ কয়েকজন তারকা জ্যাভেলিন থ্রোয়ার অংশগ্রহণ করতে চলেছেন। নীরজ এই ইভেন্টে পাকিস্তানের তারকা জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিমকেও আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু, আরশাদ জানিয়ে দিয়েছেন যে তিনি আসতে পারবেন না।

Advertisment

নীরজের দেশপ্রেম নিয়ে উঠছে প্রশ্ন

নীরজ চোপড়ার এই আমন্ত্রণের পর কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সন্ত্রাসবাদী হামলা (Pahalgam Terror Attack) চালানো হয়েছে। এই ঘটনায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে একজন পাকিস্তানের অ্যাথলিটকে ভারতে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি নীরজকেও যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন নীরজ। সোশ্যাল মিডিয়ায় এই আমন্ত্রণের স্বপক্ষে যুক্তিও দেন।

Neeraj Chopra Classic: নীরজের প্রস্তাবে সরাসরি না নাদিমের, ভারতে আসছেন না পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন

Advertisment

সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি ছবি শেয়ার করে নীরজ লিখেছেন, 'আমি সাধারণত খুবই কম কথা বলি। তবে এর অর্থ এটা নয় যে কোনও ভুলভাল ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করব না। বিশেষ করে যখন দেশের প্রতি আমার ভালবাসা এবং আমার পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন উঠছে, তখন এর জবাব অবশ্যই দেব আমি।'

নীরজ চোপড়া ক্লাসিকে আরশাদ নাদিমকে (Arshad Nadeem) আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। অধিকাংশ সমালোচকরাই নীরজকে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করছেন। ছড়িয়ে দিচ্ছেন একরাশ ঘৃণা।

Neeraj Chopra marries Himani Mor: বিয়ে করলেন ডাবল অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়া, পাত্রী হিমানি টেনিস খেলোয়াড়

এই প্রসঙ্গে নীরজ লিখেছেন, 'ওরা আমার পরিবারকেও আক্রমণ করছে। আমি আরশাদকে একজন অ্যাথলিট হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। এরথেকে বেশি আর কিছু নয়। এনসি ক্লাসিকের উদ্দেশ্য ভারতে সর্বশ্রেষ্ঠ অ্যাথলিটদের নিয়ে আসা। আমাদের দেশকে আন্তর্জাতিক ক্রীড়ার আঁতুরঘর হিসেবে গড়ে তুলতে চাই। এই আমন্ত্রণপত্র পাঠানোর ২ দিন পর পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে।'

Manu Bhaker-Neeraj Chopra marriage: নীরজের সঙ্গেই কি সংসার পাতছেন মানু, অলিম্পিকের পদকজয়ী এবার মনের ইচ্ছা জানালেন সরাসরি

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'গত ৪৮ ঘণ্টায় যা কিছু হয়েছে, তারপর এনসি ক্লাসিকে আরশাদের উপস্থিতি নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না। আমার দেশের নিরাপত্তা সবচেয়ে আগে। এই মুহূর্তে যাঁরা নিজেদের প্রিয়জনকে হারানোর কষ্টে দিন কাটাচ্ছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বরের কাছে মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনা করছি। পহেলগাঁওয়ে যে ঘটনাটি ঘটেছে, গোটা দেশের ন্যায় আমিও অত্যন্ত ক্ষুব্ধ এবং মর্মাহত।'

Neeraj Chopra shares news of marriage: বিয়ে করলেন অলিম্পিয়ান নীরজ চোপড়া

এরপর নীরজ বললেন, 'আশা করছি, এই কঠিন সময়ে গোটা দেশ একত্রিত হয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে। শীঘ্রই সুবিচার পাওয়া যাবে। আমি গর্বিত যে এত বছর ধরে দেশের সম্মান রক্ষা করতে পেরেছি। এরপর যখন আমার বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তোলা হয়, তখনই খুব খারাপ লাগে। আজ এত বছর পর আমার দেশপ্রেম সকলের সামনে প্রমাণ করতে হচ্ছে। নির্দিষ্ট কোনও প্রমাণ ছাড়াই আমাকে এবং আমার পরিবারকে আক্রমণ করা হচ্ছে। আমি দেশের একজন সাধারণ নাগরিক। এরথেকে বেশি কিছু আমাকে ভাববেন না। সংবাদমাধ্যমের একাংশ আমাকে নিয়ে অনেক ভূয়ো খবর ছড়াতে শুরু করেছে। এই ব্যাপারে আমি কখনও কিছু বলি না। কারণ বলেও কোনও লাভ নেই।'

Arshad Nadeem pahalgam terror attack Neeraj Chopra