Neeraj Chopra: ভারতীয় ক্রীড়া ইতিহাসে অন্যতম সফল অ্যাথলিট হলেন নীরজ চোপড়া। শনিবার (৫ জুলাই) বেঙ্গালুরুতে নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টে নীরজ চোপড়া নিজেই দুর্দান্ত পারফরম্য়ান্স করে ভারতের মুখ আরও একবার উজ্জ্বল করলেন। এনসি ক্লাসিক ২০২৫ টুর্নামেন্টের খেতাব জয় করেছেন তিনি। উল্লেখ্য, নীরজ ছাড়া আরও ২ ভারতীয় অ্যাথলিট শীর্ষ আটে জায়গা করে নিয়েছে।
এই প্রথমবার ভারতে আয়োজন করা হল জ্যাভেলিন থ্রো ইভেন্ট
ভারতীয় ক্রীড়াজগতে নীরজ চোপড়া যে 'নক্ষত্র', সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। টোকিও অলিম্পিকে সোনার পদক জয়ের পাশাপাশি তিনি প্যারিস অলিম্পিকে রুপোর পদক জয় করেছেন। এছাড়াও বিশ্ব চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড লিগের পাশাপাশি বেশ কয়েকটি বড় লিগ জয় করেছেন তিনি। এবার তাঁর নামেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল।
Arshad Nadeem vs Neeraj Chopra: বেরিয়ে পড়ল 'আসল চেহারা', নীরজকে নিয়ে কথা বলতেই নারাজ পাকিস্তানের নাদিম!
শনিবার অর্থাৎ ৫ জুলাই বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫ ইভেন্টের আয়োজন করা হয়। এই ইভেন্টে নীরজ চোপড়া ৮৬.১৮ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন জুলিয়াস ইয়েগো। তিনি ৮৪.৫১ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন। এর পাশাপাশি ৮৪.৩৪ মিটার দুরত্বে জ্যাভেলিন ছুঁড়ে তৃতীয় স্থান অর্জন করেন রুমেশ থরঙ্গা। এই প্রথমবার ভারতে কোনও জ্যাভেলিন থ্রো ইভেন্ট আয়োজন করা হল।
দেখে নিন ভিডিও:
Neeraj Chopra Paris Diamond League 2025: বদলার ম্যাচে সোনা জয় নীরজের, উজ্জ্বল করলেন দেশের মুখ
চতুর্থ স্থান অর্জন করেছেন শচীন যাদব
নীরজ চোপড়ার সতীর্থ ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার শচীন যাদব চতুর্থ স্থান অর্জন করেছেন। শচীন এই ইভেন্টে ৮২.৩৩ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন। এই তালিকায় অষ্টম স্থানেও ভারতের একজন অ্যাথেলিট রয়েছেন। নাম যশোবীর সিং। তিনি ৭৯.৬৫ মিটার দুরত্বে থ্রো করেন। এই টুর্নামেন্টটি JSW স্পোর্টস, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৩ এশিয়ান গেমসে রুপোর পদকজয়ী ভারতীয় অ্যাথলিট কিশোর জেনা চোটের কারণে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেননি।