/indian-express-bangla/media/media_files/2025/06/21/neeraj-chopra-2-2025-06-21-10-18-50.jpg)
ভারতীয় জ্যাভেলিন তারকা নীরজ চোপড়া
Neeraj Chopra: ২০২৫ প্যারিস ডায়মন্ড লিগে (Paris Diamond League 2025) দুর্দান্ত পারফরম্যান্স করলেন ভারতের জ্যাভেলিন স্টার নীরজ চোপড়া। প্রথম স্থান অর্জন করেছেন তিনি। জয় করেছেন সোনার পদক। শুক্রবার (২০ জুন) নীরজ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জার্মানির জুলিয়ান ওয়েবারকে পরাস্ত করলেন। গত ২ টুর্নামেন্টে এই ওয়েবারের কাছেই পরাস্ত হয়েছিলেন নীরজ। অবশেষে এই ভারতীয় জ্যাভেলিন তারকা বদলা নিতে পারলেন।
প্যারিস ডায়মন্ড লিগে নীরজ চোপড়া প্রথম প্রচেষ্টায় ৮৮.১৬ মিটারের থ্রো করেন। আর সেকারণেই তিনি অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে যান। আর শেষপর্যন্ত এই লিডটা তিনি কায়েম রাখতে পারেন। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৫.১০ মিটারের দুরত্ব নির্ধারণ করেন। এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম প্রচেষ্টায় ফাউল করেন তিনি। যদিও ষষ্ঠ প্রচেষ্টায় তিনি ৮২.৮৯ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেন।
২০২৫ দোহা ডায়মন্ড লিগে এই জুলিয়ান ওয়েবারের কাছেই হেরে গিয়েছিলেন নীরজ চোপড়া। সেইসময় জুলিয়ান অন্তিম প্রচেষ্টায় ৯১.০৬ মিটার দুরত্বে জ্যাভেলিন থ্রো করেছিলেন। অন্যদিকে, নীরজ ৯০.২৩ মিটার দুরত্ব নির্ধারণ করে দ্বিতীয় স্থান অর্জন করেন। এরপর গত ২৩ মে পোল্যান্ডে আয়োজিত একটি টুর্নামেন্টেও ওয়েবার হারিয়ে দেন নীরজকে। এই টুর্নামেন্টে ওয়েবার ৮৬.১২ মিটার এবং নীরজ ৮৪.১৪ মিটার দুরত্বে থ্রো করেছিলেন।
Neeraj Chopra 90m Throw: দৈত্যাকার থ্রো করেও সোনা হাতছাড়া নীরজের! এর পিছনে কারণটা জানেন?
একনজরে নীরজের জ্যাভেলিন থ্রো:
- প্রথম প্রচেষ্টা - ৮৮.১৬ মিটার
- দ্বিতীয় প্রচেষ্টা - ৮৫.১০ মিটার
- তৃতীয় প্রচেষ্টা - ফাউল
- চতুর্থ প্রচেষ্টা - ফাউল
- পঞ্চম প্রচেষ্টা - ফাউল
- ষষ্ঠ প্রচেষ্টা - ৮২.৮৯ মিটার
Neeraj Chopra: 'আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে...', আরশাদ ইস্য়ুতে মর্মাহত নীরজ চোপড়া
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ডায়মন্ড লিগে প্রথম স্থানাধিকারী অ্যাথলিট ৮ পয়েন্ট সংগ্রহ করেন। এরপর দ্বিতীয় স্থানাধিকারী ৭ পয়েন্ট, তৃতীয় স্থানাধিকারী ৬ পয়েন্ট এবং চতুর্থ স্থানাধিকারী ৫ পয়েন্ট সংগ্রহ করেন। অর্থাৎ প্যারিস ডায়মন্ড লিগে নীরজ চোপড়া ৮ পয়েন্ট সংগ্রহ করেছেন। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকার জন্য জুলিয়ান ওয়েবার পেয়েছেন ৭ পয়েন্ট। আগামী সেপ্টেম্বর মাসে ২০২৫ ডায়মন্ড লিগ শেষ হবে। ২৭ এবং ২৮ সেপ্টেম্বর জুরিখে সমাপনী আসর বসবে। এই টুর্নামেন্টে যে জিতবেন, তাঁর হাতে ডায়মন্ড ট্রফি তুলে দেওয়া হবে।