Hardik & Nita: 'দিনের পর দিন ছেলেটা ম্যাগি খেয়ে কাটিয়েছে', হার্দিক পান্ডিয়াকে নিয়ে বিস্ফোরক, মালকিন নীতা

Nita Ambani on Hardik Pandya & Jasprit Bumrah: হার্দিক বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ে গিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো দুবাইয়ে হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Nita Ambani & Cricketers: বিভিন্ন ক্রিকেটারের ব্যাপারে মুখ খুলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা অম্বানি

Nita Ambani & Cricketers: বিভিন্ন ক্রিকেটারের ব্যাপারে মুখ খুলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা অম্বানি। (ছবি- ইনস্টাগ্রাম)

IPL Mumbai Indians Nita Ambani Hardik Pandya: এবার বিস্ফোরক মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা অম্বানি। বিভিন্ন ক্রিকেটারের গোপন বিভিন্ন বিষয় তিনি ফাঁস করে দিলেন। সামনেই আইপিএল। তার আগে খোদ ফ্র্যাঞ্চাইজি মালকিনের এভাবে মুখ খোলায় জল্পনা ছড়িয়েছে। মাঠে খেলোয়াড়রা কী করছেন, সেটা দর্শকরা দেখতে পান। কিন্তু, ড্রেসিংরুমে বা পরদার আড়ালে অনেক কিছুই ঘটে। যা সংস্থার মালকিন হওয়ায় চোখ এড়ায়নি নীতা অম্বানির। আবার অনেকক্ষেত্রে তাঁর লোকজনও মালকিনের কানে ক্রিকেটারদের গোপন খবরগুলো পৌঁছে দিয়েছেন।  

Advertisment

নীতা অম্বানিদের দল মু্ম্বই ইন্ডিয়ান্স, আইপিএলের অন্যতম সেরা। পাঁচবার শিরোপা জিতেছে। কিন্তু, গতবছর হার্দিক পান্ডিয়াকে মুম্বই অধিনায়ক করে দলে ফেরানোর পর পূর্ববর্তী অধিনায়ক রোহিত শর্মার পদচ্যুতি মেনে নিতে পারেননি মুম্বই সমর্থকরা। তারপর বহু জল গড়িয়েছে মুম্বইয়ের ওপর দিয়ে। গতবছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স অত্যন্ত খারাপ ফলাফল করেছে। তারপরও এই ফ্র্যাঞ্চাইজির ঐতিহ্য তাক লাগানোর মত। এখানেই কেরিয়ার শুরু করেছিলেন কিংবদন্তি বোলার জসপ্রীত বুমরা। হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও একই কথা বলা যায়। আর, সেসব নিয়েই মুখ খুলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন। ফাঁস করেছেন, হার্দিক আর তাঁর ভাই ক্রুনাল পান্ডিয়ার সঙ্গে একদশক আগে তাঁর সাক্ষাতের ঘটনাগুলি। 

২০১৫-য় হার্দিকের মুম্বইয়ে পদক্ষেপ। তারপর এই দলের বহু জয়ের সাক্ষী হয়েছেন তিনি। মধ্যে গুজরাট টাইটানসে গিয়েছিলেন অধিনায়ক হয়ে। দু'বছর ছিলেন। প্রথমবার গুজরাটকে চ্যাম্পিয়ন করেছেন। পরেরবার রানার্স। সেই হার্দিকের ব্যাপারে নীতা অম্বানি লাইভ চ্যাটে বলেছেন, 'আইপিএলে, আমাদের সবার একটি নির্দিষ্ট বাজেট আছে। প্রতিটি দল একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে পারে। তাই নতুন প্রতিভাদের বেছে নিতে আমরা নতুন রাস্তা নিয়েছিলাম। প্রতিভা বাছার সময়, আমি বাছাইকারীদের সঙ্গে প্রতিটি রঞ্জি ম্যাচে যেতাম। একদিন, আমাদের স্কাউটরা দুটো ছেলেকে ক্যাম্পে নিয়ে এল। লম্বা আর রোগাপাতলা ছেলে।'

তাঁদের কথা শুনে তিনি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন বলেই জানিয়েছেন নীতা। এই ব্যাপারে মুম্বইয়ের মালকিন বলেছেন, 'ওই ছেলেগুলো বলল, ওঁদের এত রোগা হওয়ার কারণ, হাতে টাকা নেই। তিন বছর ধরে ম্যাগি ছাড়া কিচ্ছু খায়নি। ওই দুটো ছেলে আসলে দুই ভাল। ওঁরা হল- হার্দিক পান্ডিয়া আর ক্রুনাল পান্ডিয়া। সেই সময় ২০১৫ সালে আমি ১০ হাজার মার্কিন ডলারে নিলামে হার্দিককে দলে নিয়েছিলাম। আর, ও আজ মুম্বই দলের অধিনায়ক।'

Advertisment

শুধু হার্দিকই নয়। কিংবদন্তি বোলার ও তাঁর মুম্বই দলের অন্যতম ভরসা বুমরার ব্যাপারেও মুখ খুলেছেন নীতা অম্বানি। তিনি বলেন, 'বুমরা তো বলকে কথা বলাতে পারত। আমাদের স্কাউটরা ওঁর বডি ল্যাংগুয়েজ আর বোলিং অ্যাকশন দেখে অবাক হয়ে গিয়েছিল। আমরা ওঁকে নেটে বল করাই। দেখে মনে হয়েছিল, ও যেন বলকে কথা বলাচ্ছে। সেই ছেলেটাই বুমরা। বাকিটা তো ইতিহাস।'

আরও পড়ুন- বদলে গেছে বাংলাদেশ! প্রথম ম্যাচেই ভারতকে বান্ডিল করতে মরিয়া টাইগাররা

২০১৩ সালে, সেদিনের ওই তরুণ বোলার এবি ডি ভিলিয়ার্সের মত কিংবদন্তি ব্যাটারের স্ট্যাম্প উড়িয়ে দিয়েছিলেন। এরপরই ধীরে ধীরে গুজরাটের ওই তরুণ, ভারতীয় বোলিং বিভাগের অংশ হয়ে ওঠেন। আর, এখন তো তিনি বিশ্বের সেরা বোলারেরও স্বীকৃতি পেয়েছেন। আজও, সেসব শুরুর দিনের কথা তাঁর স্পষ্ট মনে আছে বলেই জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন। 

Mumbai Indians Hardik Pandya Rohit Sharma nita ambani IPL Jasprit Bumrah Gujarat Titans