Advertisment

ICC Cricket World Cup 2019: আশ্বস্ত করলেন 'স্যার', বলছেন চিন্তার কোনও কারণ নেই

জাদেজাও এও জানিয়েছেন যে, বিশ্বকাপের বাড়তি লাগেজ তিনি বইবেন না। নিজের স্বাভাবিক খেলাটাই খেলবেন তিনি। আইপিএল থেকেই নিজের ব্যাটিং আর টেকনিক নিয়ে খাটাখাটি করছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ravindra Jadeja tears apart Sanjay Manjrekar

ক্ষোভে ফুঁসছেন জাদেজা, মঞ্জরেকরকে বললেন মুখটা বন্ধ রাখুন

লন্ডনের কেনিংটন ওভাল চোখ খুলে দিয়েছে ভারতের। নিউজিল্যান্ডের বিষাক্ত বোলিংয়ের সামনে ভারতের তারকা খচিত ব্যাটিং লাইন-আপ মুখ তুলতে পারেনি। বিশ্বকাপের প্রথম গা ঘামানোর ম্য়াচেই কিউয়িদের কাছে ৬ উইকেটে হারতে হয়েছে বিরাট কোহলিদের।

Advertisment

ভারতের টপ অর্ডারের চূড়ান্ত ফ্ল শো। প্রথমে ব্যাট করা দলটাই ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছেন। আট নম্বরে ব্যাট করতে আসা রবীন্দ্র জাদেজাই যা বিরাটদের অক্সিজেনের জোগান দিয়েছিলেন। তাঁর ৫০ বলে ৫৪ রানের ইনিংসে ভারত ১৭৯ রান তুলতে পেরেছিল শেষ পর্যন্ত। জাদেজাই বলছেন যে, ব্যাটিং নিয়ে চিন্তার কোনও কারণ নেই। ভারত ঘুরে দাঁড়াবেই।

আরও পড়ুন: ICC Cricket World Cup 2019: দলের দাওয়াই বাতলে দিলেন বিরাট, হারের পর কী বললেন ক্য়াপ্টেন!

জাদেজা সাংবাদিক বৈঠকে বলছেন, "দেখুন এটা আমাদের প্রথম ম্যাচ। একটা খারাপ ইনিংস, একটা খারাপ ম্যাচ। ফলে ব্যাটিং নিয়ে চিন্তার কোনও কারণ নেই। ইংল্যান্ডে খেলা সবসময় কছিন। ভারত থেকে এসে খেলছি আমরা। ওখানে পাটা উইকেট। আমাদের হাতে কাজ করার সময় আছে এখনও। ভাল ক্রিকেট খেলতে হবে। ভাবনার কোনও জায়গা নেই। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা কঠোর পরিশ্রম করব। প্রত্যেকের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা চিন্তিত নই। ইংল্যান্ডের পিচের চিরাচরিত চিত্রটাই দেখথে পেলাম। বেলা গড়ানোর সঙ্গেই পিচ ভাল হয়। আশা করি এত ঘাস আমরা পাব না। ব্যাট করার ভাল উইকেট থাকবে।"

জাদেজাও এও জানিয়েছেন যে, বিশ্বকাপের বাড়তি লাগেজ তিনি বইবেন না। নিজের স্বাভাবিক খেলাটাই খেলবেন তিনি। আইপিএল থেকেই নিজের ব্যাটিং আর টেকনিক নিয়ে খাটাখাটি করছেন তিনি। চ্যালেঞ্জটা নিয়েই ভারত ভাল ফল করতে বদ্ধপরিকর বলেই জানিয়েছেন টিম ইন্ডিয়ার 'স্যার'

Ravindra Jadeja India New Zealand Cricket World Cup
Advertisment