Novak Djokovic Loss: সেমিফাইনালে চুরমার 'জোকার'-এর স্বপ্ন, ফাইনালে ধামাকাদার এন্ট্রি কার্লোস আলকারেজের

Djokovic vs Alcaraz Semifinal: প্রায় ২ ঘণ্টা ২৩ মিনিট ধরে সেমির হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত ২৪ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে ৬-৪, ৭-৬ (৪) এবং ৬-২ ব্যবধানে পরাস্ত করেন আলকারেজ।

Djokovic vs Alcaraz Semifinal: প্রায় ২ ঘণ্টা ২৩ মিনিট ধরে সেমির হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত ২৪ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে ৬-৪, ৭-৬ (৪) এবং ৬-২ ব্যবধানে পরাস্ত করেন আলকারেজ।

author-image
IE Bangla Sports Desk
New Update
US Open 2025

কার্লোস আলকারেজ এবং নোভাক জোকোভিচ

US Open 2025: ২০২৫ যুক্তরাষ্ট্র ওপেনের জ্বরে আপাতত কাঁপছে আমেরিকা। ভারতীয় সময় অনুসারে ৬ সেপ্টেম্বর সকালবেলা কার্লোস আলকারেজ (Carlos Alcaraz) অসাধ্যসাধন করলেন। তিনি নিজের ফিটনেস এবং দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে কিংবদন্তী নোভাক জোকোভিচকে (Novak Djokovic) হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে পৌঁছে গিয়েছেন। প্রায় ২ ঘণ্টা ২৩ মিনিট ধরে সেমির হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত ২৪ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী নোভাক জোকোভিচকে স্ট্রেট সেটে ৬-৪, ৭-৬ (৪) এবং ৬-২ ব্যবধানে পরাস্ত করেন আলকারেজ।

Advertisment

Novak Djokovic: উইম্বলডন হারতেই হৃদয় চুরমার জোকোভিচের! অবসর নিয়ে করলেন বড় মন্তব্য

৩৮ বছর বয়সি জোকোভিচ চলতি বছর ৪ বার গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠেছিলেন। কিন্তু, প্রতিবারই তিনি হেরে যান। এরমধ্যে তিনবার তিনি আলকারেজ এবার একবার বিশ্বের ১-নম্বর জানিক সিনারের কাছে পরাস্ত হন। ম্য়াচের পর জোকোভিচ বললেন, বয়স বাড়ার কারণে এখন আর খুব বেশিক্ষণ খেলতে পারছেন না। এটা অত্যন্ত হতাশাজনক একটি ঘটনা। এই ম্য়াচে জোকোভিচকে বেশ কয়েকবার অস্বস্তিতে দেখা যায়। আগের মতো নিখুঁত শট এখন আর তিনি হাঁকাতে পারছেন না। মাঝেমধ্যে তিনি ঘাড়েও ব্যথা অনুভব করছিলেন। তবে এরমধ্যেও বেশ কয়েকটি নজরকাড়া শট খেলেন তিনি। উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে স্বাগত জানান। কিন্তু, শেষপর্যন্ত ম্য়াচটা জিততে পারেননি।

Advertisment

Indian Table Tennis: শরথ কামালের বিদায়ের দিনেই ইতিহাস, রেকর্ডবুকে নাম লেখালেন মনভ ঠাক্কর

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফাইনালে এন্ট্রি নেওয়ার পাশাপাশি আলকারেজ এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একটাও সেট হারেননি। এবার তিনি ষষ্ঠ গ্র্যান্ড স্লাম জয়ের চেষ্টা করবেন। চলতি বছর ফরাসি ওপেনে তিনি সিনারকে হারিয়েছিলেন। কিন্তু, উইম্বলডনে হেরে যান। গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত আলকারেজের রেকর্ড ৪৪-২। টানা ৮ টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন তিনি।

ফাইনালে কার বিরুদ্ধে খেলবেন আলকারেজ?

আগামী রবিবার আয়োজিত ফাইনাল ম্য়াচে তাঁর বিরুদ্ধে খেলতে নামবেন বর্তমান চ্যাম্পিয়ন জেনিক সিনার কিংবা কানাডার ২৫ বছর বয়সি টেনিস তারকা ফেলিক্স অগার-অলিয়াসিমে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত থাকবেন।

একনজরে সেমিফাইনালের রোমাঞ্চ

সেমিফাইনালের প্রথম গেমে ২২ বছর বয়সি আলকারেজ ৩৮ বছর বয়সি জোকোভিচের সার্ভিস ব্রেক করেন। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। এই ব্যবধান তিনি অক্ষুণ্ণ রাখেন। দ্বিতীয় সেটে লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি হয়। জোকোভিচ প্রত্যাবর্তনের আপ্রাণ চেষ্টা করেছিলেন। শুরুর দিকে লিডও নিয়েছিলেন তিনি। কিন্তু, টাইব্রেকারে আলকারেজ ৭-৬ (৪) ব্যবধানে বাজিমাত করেন। আর তৃতীয় তথা অন্তিম সেটে আলরাজের ৬-২ ব্যবধানে জোকোভিচকে কার্যত উড়িয়ে দেন। শেষ সেটে জোকোভিচের শরীরে ক্লান্তি স্পষ্টই দেখতে পাওয়া যাচ্ছিল।

৩৭-এর মধ্যে ৩৬ জয়

টেনিস বিশ্বে আলকারেজ খুবই দ্রুতগতিতে সুনাম অর্জন করছেন। দুর্দান্ত পারফরম্য়ান্সের দৌলতে ইতিমধ্যে তারকা খেলোয়াড়দের তালিকায় তাঁর নাম উঠে এসেছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, এখনও পর্যন্ত ৩৭ ম্য়াচের মধ্যে তিনি ৩৬-য়েই জয়লাভ করেছেন। একমাত্র উইম্বলডন ফাইনালে তিনি সিনারের বিরুদ্ধে হেরে যান। ২২ বছর বয়সি এই খেলোয়াড় ২০২২ সালে খেতাব জয়ের পর এবার নিজের ষষ্ঠ এবং নিউইয়র্কে দ্বিতীয় খেতাব জেতার চেষ্টা করবেন। এবার ফাইনালে তিনি বাজিমাত করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

Novak Djokovic Carlos Alcaraz US Open 2025